Tag: Sports news

Sports news

  • Gymnast Dipa Karmakar: এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা ছিনিয়ে ইতিহাস দীপা কর্মকারের

    Gymnast Dipa Karmakar: এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা ছিনিয়ে ইতিহাস দীপা কর্মকারের

    মাধ্যম নিউজ ডেস্ক: অলিম্পিক্সের দলে ঠাঁই হয়নি জিমন্যাস্ট দীপা কর্মকারের (Gymnast Dipa Karmakar)। তবে সে ক্ষত ভুলে প্রথম ভারতীয় হিসেবে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা ছিনিয়ে নিলেন তিনি। রবিবার তাসখন্দে জিমন্যাস্টিকের ভল্ট ফাইনালে সোনা জিতে নিলেন বছর তিরিশের দীপা। ফাইনালে দীপার গড় ১৩.৫৬৬। উত্তর কোরিয়ার দুই প্রতিযোগীকে পরাস্ত করে ভিকট্রি ল্যাপের সব চেয়ে উঁচু জায়গাটা দখল করেন এই ভারতীয়। দ্বিতীয় হয়ে রুপো জিতেছেন কিম সন হ্যাং। ব্রোঞ্জ জিতেছেন কিয়ং বিয়ল। তাঁদের গড় যথাক্রমে ১৩.৪৬৬ এবং ১২.৯৬৬।

    ভুললেন দুঃখ (Gymnast Dipa Karmakar)

    ২০১৬ সালের রিও অলিম্পিক্সে অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছিল দীপার (Gymnast Dipa Karmakar)। তার আগের বছরই এশিয়ান সিনিয়র চ্যাম্পিয়নশিপে যোগ দিয়েছিলেন এই সোনার মেয়ে। তবে সেবার সোনা জিততে পারেননি। ব্রোঞ্জ নিয়েই ফিরতে হয়েছিল তাঁকে। সেদিনের সেই দুঃখ ভুলিয়ে দিল এদিনের সোনার পদক। সাইয়ের তরফে দীপার এদিনের কীর্তিকে ঐতিহাসিক বলে অভিহিত করা হয়েছে। ২০১৮ সালে তুরস্কের মার্সিনে এফআইজি বিশ্বকাপে ভল্টে সোনা জিতেছিলেন এই মহিলা জিমন্যাস্ট। এবার তিনি জিতলেন এশিয় পর্যায়ে সোনা।

    কী বললেন সোনার মেয়ে?

    পদক জেতার পর সোনার মেয়ে বলেন, “অস্ত্রোপচার ও সাসপেনশনের পর এই পারফরম্যান্স ভালো লাগছে। আগে কোনও ভারতীয় জিমন্যাস্ট এই প্রতিযোগিতায় সোনা জেতেননি। তাই এই পদকটি আমার কাছে স্পেশাল।” তিনি বলেন, “অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করতে না পারার হতাশা রয়েছে। কিন্তু এখনকার মুহূর্ত উপভোগ করতে চাই।”

    ডোপ টেস্টে দোষী প্রমাণিত হওয়ায় ২১ মাসের জন্য নির্বাসিত করা হয়েছিল দীপাকে। তার জেরেই তাঁর প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণের সম্ভাবনা কমতে শুরু করেছিল। প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জনের শেষ ইভেন্ট ছিল অল-অ্যারাউন্ড বিভাগ। এই বিভাগের পারফরমেন্সে অলিম্পিক্সের টিকিট অর্জনে ব্যর্থ হন দীপা। এপ্রিলে এফআইজি অ্যাপারেটাস বিশ্বকাপে ভল্ট ফাইনালে তিনি হন চতুর্থ। তার আগে কটবাসে বিশ্বকাপ ইভেন্টে মাঠে নামেননি তিনি। কায়রোয় বিশ্বকাপে হয়েছিলেন ফিফথ।

    আর পড়ুন: ২৮ তারিখ কলকাতায় রোড-শো মোদির, আগে যাবেন বাগবাজারে সারদা মায়ের বাড়ি

    দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী। তিনি বলেন, “এশিয়ান সিনিয়র চ্যাম্পিয়নশিপ থেকে অলিম্পিক্সের একটিমাত্র জায়গাই ফাঁকা ছিল। সেরা অল-অ্যারাউন্ড পারফর্মারের, যেটি পেয়েছেন তৃতীয় স্থানাধিকারী ফিলিপিন্সের এম্মা মালাবুয়ো। তাই দীপার (Gymnast Dipa Karmakar) কাজটা কঠিনই ছিল।” সেই হার্ডল পেরিয়েই দেশকে সোনা এনে দিলেন এই ভারতীয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে জঙ্গি হামলার হুঁশিয়ারি! নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে জঙ্গি হামলার হুঁশিয়ারি! নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) শুরু হতে আর একমাসও বাকি নেই। আর এরই মধ্যে জঙ্গি হামলার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের (Pakistan) একটি জঙ্গি সংগঠন। ফলে নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

    ১ জুন থেকে শুরু হতে চলেছে ২০ ওভারের (T20 World Cup 2024) বিশ্ব যুদ্ধ। আর এই বিশ্বকাপের লড়াইয়ের আগে এবার ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় জঙ্গি হামলা হতে পারে বলে হুমকি দেওয়া হয়েছে। জানা গেছে বিশ্বকাপ চলাকালীন হতে পারে জঙ্গি হামলা। 

    জঙ্গি হামলার হুঁশিয়ারি (T20 World Cup 2024) 

    ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এর রিপোর্ট অনুযায়ী,উত্তর পাকিস্তানের প্রো-ইসলামিক স্টেট (IS) এবার লক্ষ্য করছে খেলাধুলোর অনুষ্ঠানগুলিকে। আইএস-র পাকিস্তান-আফগানিস্তান শাখা আইএস-খোরাসান থেকে ভিডিওর মাধ্যমে নাশকতার বার্তা ছড়াচ্ছে। সেখানে বিভিন্ন দেশের জঙ্গিকাণ্ডের খবর তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে তাদের সমর্থকদের যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছে। এক্ষেত্রে তাদের মূল লক্ষ্য ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের স্টেডিয়ামগুলি।

    ওয়েস্ট ইন্ডিজের বার্তা

    ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এ প্রসঙ্গে জানিয়েছে, বিশ্বকাপে অংশ নেওয়া দেশের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ এবং দর্শকদের নিরাপত্তার দায়িত্ব তাদের। সেই কাজ তারা করবে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সিইও জনি গ্রেভস বলেন, “আমরা আইসিসির সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। যে কয়েকটি মাঠে বিশ্বকাপ (T20 World Cup 2024) হবে সেই স্টেডিয়ামগুলি সহ স্টেডিয়াম সংলগ্ন বিভিন্ন হোটেলে যাতে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকে তা নিশ্চিত করা হবে। আমি সব দেশকে জানিয়ে দিতে চাই, যে ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও দর্শকদের নিরাপত্তা আমাদের প্রধান লক্ষ্য।”

    আরও পড়ুন: ভোটের আগে আবাসের টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি তৃণমূলের, কমিশনে যাবে বিজেপি

     
    উল্লেখ্য, এই প্রথম কোনও বিশ্বকাপে (T20 World Cup 2024) ২০টি দেশ খেলবে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ম্যাচগুলি হবে অ্যান্টিগা ও বারবুডা, গায়ানা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনস এবং ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদ ও টোবাগোতে। আমেরিকার ফ্লোরিডা, নিউ ইয়র্ক এবং টেক্সাসে শহরেও হবে টি-টোয়েন্টির মহাযুদ্ধ। ৫ জুন নিউ ইয়র্কে ভারতের প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের সঙ্গে। আর ৯ জুন নিউ ইয়র্কে রয়েছে ভারত (India) ও পাকিস্তানের (Pakistan) হাই টেনশনের ম্যাচ। তবে এই ম্যাচের দর্শকদের উন্মাদনার পাশাপাশি নিরাপত্তার দিকেও নজরে থাকবে আয়োজকদের।   

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: আইপিএলের দ্বিতীয় দফার সূচি প্রকাশ, নির্বাচন-পর্বেও ভারতভূমে চলবে খেলা

    IPL 2024: আইপিএলের দ্বিতীয় দফার সূচি প্রকাশ, নির্বাচন-পর্বেও ভারতভূমে চলবে খেলা

    মাধ্যম নিউজ ডেস্ক: ৮ এপ্রিল থেকেই শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয় পর্বের আইপিএল (IPL 2024)। দ্বিতীয় পর্বের সূচি ঘোষণা করা হল সোমবার। লোকসভা নির্বাচন শুরু হবে ১৯ এপ্রিল। নির্বাচন হবে সাত দফায়। এই সময়ই খেলা হবে আইপিএলেরও। বিদেশ নয়, খেলা হবে দেশেই। সূচি অনুযায়ী, আইপিএলের ফাইনাল খেলা হবে ২৬ মে, চেন্নাইয়ে।

    ক্রীড়াসূচি (IPL 2024)

    কোয়ালিফায়ার ১ হবে ২১ মে এবং এলিমিনেটর হবে তার পরের দিন। খেলা হবে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ২৪ মে কোয়ালিফায়ার ২ হবে চেন্নাইয়ে। প্রথম পর্বের মতো (IPL 2024) দ্বিতীয় পর্বও শুরু হবে চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে। খেলা হবে রাতে, চিপকেতে তারা মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্সের। লোকসভা নির্বাচনের সময় আইপিএল হয়েছিল আগেও। সেটা ২০০৯ সাল। সেবার আইপিএল হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। তার পরের লোকসভা নির্বাচনের সময় আইপিএলের অর্ধেক ম্যাচ হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে। উনিশের আইপিএলের সবকটি খেলাই হয়েছিল ভারতভূমে। এবারও সেটাই হবে। তবে ক্রীড়াসূচি এমনভাবে তৈরি করা হয়েছে যে, যখন দেশের যে অংশে নির্বাচন হবে, সেই অংশে তখন ম্যাচ হবে না।

    দ্বিতীয় দফার সূচি

    দ্বিতীয় দফার সূচিতে (IPL 2024) দুটি ম্যাচ হবে ধর্মশালায়। চেন্নাই ও বেঙ্গালুরুর বিরুদ্ধে এই ম্যাচ দুটি খেলবে পঞ্জাব কিংস, হোম ম্যাচ হিসেবে। খেলা হবে মে মাসের ৫ ও ৯ তারিখে। রাজস্থান রয়্যালসের হোম গ্রাউন্ড হিসেবে পরিচিত গুয়াহাটিতেও হবে দুটি ম্যাচ। সেখানে তারাও খেলবে দুটি ম্যাচ। একটিতে তাদের প্রতিপক্ষ পঞ্জাব, অন্যটিতে কলকাতা। খেলা হবে মে মাসের ১৫ ও ১৯ তারিখে। গ্রুপ পর্বের খেলা শেষ হবে ২০ মে। ২২ মে থেকে শুরু হবে প্লে অফের খেলা। এবার আইপিএলের উদ্বোধনী ম্যাচ হয়েছিল চেন্নাইতে। ২৬ মে ফাইনাল খেলাও হবে চেন্নাইতেই। উদ্বোধনী ম্যাচে সম্মুখ সমরে নেমেছিল চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঁচবারের চাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের জয়ের মাধ্যমে শুরু হয়েছিল টুর্নামেন্ট (IPL 2024)।

    আরও পড়ুুন: ৫০ লক্ষ টাকা দেওয়ার কথা রাখেননি দেব, ঘাটালে পড়ল পোস্টার, শোরগোল

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
  • Durand Cup 2023: ট্রফি নিয়ে ৬৫ তলা থেকে ঝাঁপ দুই সেনাকর্তার, কলকাতায় অভিনব উদ্বোধন ডুরান্ড কাপের

    Durand Cup 2023: ট্রফি নিয়ে ৬৫ তলা থেকে ঝাঁপ দুই সেনাকর্তার, কলকাতায় অভিনব উদ্বোধন ডুরান্ড কাপের

    মাধ্যম নিউজ ডেস্ক: পরিকল্পনা সারা হয়েছিল আগেই। সেই মতো ছিল প্রস্তুতিও। শেষ বেলায় বৃষ্টির ফলে ঘটে সাময়িক ছন্দপতন। হয় বিলম্বও। কিন্তু, প্রতিকূল আবহাওয়াও বাধা হয়ে দাঁড়াতে পারেনি। মঙ্গলবার বিকেলে এক অভিনব দৃশ্যের সাক্ষী থাকল মহানগরবাসী। শহর কলকাতা তো বটেই, পূর্ব ভারতের সর্বোচ্চ বহুতল ‘দ্য ৪২’-র ছাদ থেকে ঝাঁপ দিলেন দুই সেনাকর্তা। হাজার হাজার মানুষ দেখলেন, কীভাবে ধীরে ধীরে তাঁরা প্যারাশ্যুট করে নেমে এলেন ব্রিগেডের মাঠে। সঙ্গে নিয়ে নামলেন সুদর্শন ট্রফি। এভাবেই মঙ্গলবার কলকাতায় ডুরান্ড কাপের (Durand Cup 2023) উদ্বোধন হল। কয়েকদিন পরেই শুরু হবে ১৩২তম ডুরান্ড কাপ। তার আগে, এশিয়ার সব থেকে প্রাচীন এই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনে অভিনবত্ব দেখাল ভারতীয় সেনা (Indian Army)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনার পূর্বাঞ্চলীয় প্রধান জিওসি-ইন-সি লেফটেন্যান্ট জেনারেল আর পি কলিতা। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া এবং যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাসও।

    কী এই বেস জাম্পিং?

    দেশের ১৪টি শহর ঘুরে ডুরান্ড কাপের ট্রফি (Durand Cup 2023) এসেছে কলকাতায়। দেরাদুন, উধমপুর, জয়পুর, পুনে, মুম্বই, কারওয়ার, এজিমালা, কোচি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, গুয়াহাটি, শিলং এবং কোকড়াঝোড় থেকে এবার ডুরান্ড কলকাতায়। ফলে, তাকে ‘ফ্ল্যাগ-ইন’ বা স্বাগত জানানোর প্রক্রিয়াকে স্মরণীয় করতে সেনার (Indian Army) তরফে এমন এক অভিনব উদ্যোগ নেওয়া হয়। সামরিক পরিভাষায় এধরনের ঝাঁপ দেওয়াকে বলা হয়ে থাকে ‘বেস জাম্পিং’। এটি একটি অ্যাডভেঞ্চার স্পোর্টস। কোনও বহুতলের ছাদ কিংবা কোনও সেতু থেকে ঝাঁপ দেওয়া হয়। আর এই ঝাঁপ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই প্যারাশুট খুলে দেওয়া হয়। তারপর ধীরে ধীরে ওই ব্যক্তি মাটিতে নেমে আসেন। বলা বাহুল্য, এই জিনিস আগে কখনও দেখেনি কলকাতা। সেই কারণে, বাছা হয়, ‘দ্য ৪২’-কেই। কারণ, এর চেয়ে ভালো আর কী-ই বা হতে পারতো। পূর্ব পরিকল্পনা মতো, মঙ্গলবার বিকালে ময়দান সংলগ্ন ‘দ্য ৪২’-র ৬৫ তলা থেকে প্রথমে ঝাঁপ দেন সেনার অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন কমল সিংহ ওবের। সরাসরি ময়দানে গিয়ে ল্যান্ড করেন তিনি। তার কিছু ক্ষণ পরে একই জায়গা থেকে ঝাঁপ দেন সেনার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সত্যেন্দ্র বর্মা। তিনিও ল্যান্ড করেন নির্দিষ্ট জায়গায়।

    কবে শুরু ডুরান্ড কাপ?

    আগামী ৩ অগাস্ট থেকে শুরু হবে ডুরান্ড কাপ (Durand Cup 2023)। মোট ২৪টি ক্লাব এই টুর্নামেন্টে অংশ নেবে। তার মধ্যে ১৯টি দল ভারতের। ইস্টবেঙ্গল, মোহনবাগান-সহ একাধিক জনপ্রিয় ক্লাব অংশ নেবে ডুরান্ড কাপে। এ বারে ডুরান্ড হবে গুয়াহাটি, কোকরাঝাড় এবং কলকাতায়। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়ন্টসের মুখোমুখি বাংলাদেশ আর্মি। উদ্বোধনী ম্যাচ খেলা হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। ৪ জুলাই মহামেডান স্পোটিংসের প্রথম ম্যাচ। বিপক্ষে মুম্বই সিটি। কিশোর ভারতীতে খেলা হবে ওই ম্যাচ। আর ৬ তারিখ বাংলাদেশ আর্মি বিরুদ্ধে নামছে লাল-হলুদ বাহিনী। সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে শতাব্দী প্রাচীন টুর্নামেন্ট। তবে সবচেয়ে বেশি অপেক্ষা কলকাতা ডার্বির। ডুরান্ড কাপেই হতে চলেছে মরশুমের প্রথম বড় ম্যাচ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs Afghanistan: নির্বিষ আক্রমণ, আফগানদের বিরুদ্ধে ড্র করে পয়েন্ট হাতছাড়া ভারতের

    India vs Afghanistan: নির্বিষ আক্রমণ, আফগানদের বিরুদ্ধে ড্র করে পয়েন্ট হাতছাড়া ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: সুযোগ ছিল। তবে সেই সুযোগ কাজে লাগাতে না পারায় নিট ফল শূন্য। হাতে পেনসিল নিয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতকে । আফগানিস্তানের বিরুদ্ধে (India vs Afghanistan) বিশ্বকাপের যোগ্যতা (World Cup Qualifier) অর্জন পর্বের ম্যাচে এক পয়েন্ট নিয়েই খুশি হতে হল সুনীল ছেত্রীদের। এই প্রথম পয়েন্ট পেল আফগানিস্তান। আর তিনটি ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে দুয়ে উঠে এল ভারত।

    যোগ্যতা অর্জনকারী ম্যাচ (India vs Afghanistan)

    বৃহস্পতিবার মধ্যরাতে ২০২৬ ফিফা বিশ্বকাপ (World Cup Qualifier) তথা এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর যোগ্যতা অর্জনকারী ম্যাচে সৌদি আরবের আভায় ভারত মুখোমুখি হয়েছিল আফগানিস্তানের (India vs Afghanistan)। ম্যাচ হয়েছে গোলশূন্য ড্র। ফলত, তুলনায় দুর্বল প্রতিপক্ষ পেয়েও গুরুত্বপূর্ণ পয়েন্ট হাতছাড়া করল সুনীল ছেত্রীর দল। অথচ নির্বিষ এই ম্যাচে বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিল ভারত। সেই সুযোগ হেলায় হারিয়েছেন নিখিল পুজারি, মনবীর সিংরা। ম্যাচে উল্লেখযোগ্য ছাপ রাখতে পারেননি সুনীল। একাধিকবার ক্রস ভেসে এলেও, গোল হয়নি।

    আরও পড়ুুন: ফের দিল্লিতে তলব সুকান্ত-শুভেন্দুকে, কেন জানেন?

    সুযোগ কাজে লাগাতে ব্যর্থ

    এদিন গোল খেয়েই মাঠ ছাড়তে হওয়ার উপক্রম হয়েছিল ভারতের (India vs Afghanistan)। খেলার ৬২ মিনিটের মাথায় সুবর্ণ সুযোগ পেয়েছিলেন আফগানিস্তানের আকবরি। তিনি স্কোয়ার পাস বাড়িয়ে দেন পোপালজেকে। রাহুল বেকের দুর্দান্ত পারফরমেন্সের জেরে গোলে ঢোকেনি বল। এদিন লিস্টন কোলাসো ডান দিকের উইং থেকে বেশ কয়েকটা সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ইগর স্টিমাচের ছেলেরা।

    ম্যাচ শুরুর ৭৯ মিনিটের মাথায় শুভাশিস বসুর একটা হেডের পরে গোল হওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা ছিল। তবে বল অনেকটা বাইরে দিয়ে বেরিয়ে যাওয়ায় গোল হয়নি। এই ম্যাচ (World Cup Qualifier) থেকে শিক্ষা নিয়ে ভুলভ্রান্তি শুধরে টিম ইন্ডিয়া হোম লেগে মাঠে নামবে বলে আশা করা যায়। ফিরতি লেগের ম্যাচ (India vs Afghanistan) রয়েছে ২৬ মার্চ গুয়াহাটিতে। এই ম্যাচে সুনীল ছেত্রীর দল কামব্যাক করতে পারে কিনা, তা-ই দেখার। প্রসঙ্গত, এ নিয়ে টানা পাঁচটি ম্যাচের একটিতেও জয় পায়নি সুনীল ছেত্রীর ফুটবল দল। প্রত্যাশিতভাবেই পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সুনীলের দলের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Ind-W vs Aus-W Test: ইতিহাস হরমনপ্রীতদের, টেস্টে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারাল ভারতীয় মেয়েরা

    Ind-W vs Aus-W Test: ইতিহাস হরমনপ্রীতদের, টেস্টে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারাল ভারতীয় মেয়েরা

    মাধ্যম নিউজ ডেস্ক: ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়া-বধ। বাইশ গজে ইতিহাস রচনা করলেন হরমনপ্রীত কৌর, রিচা ঘোষরা। মহিলাদের ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার অস্ট্রেলিয়াকে টেস্টে (Ind-W vs Aus-W Test) হারাল ভারত। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলাদের একমাত্র টেস্ট ম্যাচ। এই ম্যাচটি ৮ উইকেটে জিতে নেয় ভারত। এর ফলে টেস্ট সিরিজও জেতে হরমনপ্রীতরা। 

    ৪৬ বছরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে জয়

    ১৯৭৭ সাল থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলছে ভারতের মহিলা দল। ৪৬ বছর পর প্রথমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে জয়ের স্বাদ পেল প্রমিলা-বাহিনী (Ind-W vs Aus-W Test)। মেয়েদের ক্রিকেটে ভারত ও অস্ট্রেলিয়া ১১ বার মুখোমুখি হয়েছে। দু’দলের মধ্যে এর আগে পর্যন্ত পাঁচটি সিরিজ হয়েছিল। তিন বার জিতেছিল অস্ট্রেলিয়া। দু’বার সিরিজ ড্র হয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই প্রথম কোনও ম্যাচ ও সিরিজ জিতল ভারতের মেয়েরা।

    টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। যদিও পূজা ভাস্ত্রাকর, স্নেহ রাণা, দীপ্তি শর্মাদের দাপটে মাত্র ২১৯ রানেই অলআউট হয়ে যায় অ্যালিসা হিলির দল। জবাবে প্রথম ইনিংসে ভারত তুলেছিল ৪০৬ রান। স্মৃতি মান্ধানা (৭৪), রিচা ঘোষ (৫২), জেমিমা রদ্রিগিস (৭৩), দীপ্তি শর্মারা (৭৮) ভারতকে বড় রানে পৌঁছে দেন। দ্বিতীয় ইনিংসে অজিরা তোলে ২৬১ রান। অস্ট্রেলিয়ার শেষ পাঁচ উইকেট পড়ে যায় মাত্র ২৮ রানে। ভারতীয় বোলারদের মধ্যে স্নেহ রানা ৪টি এবং রাজেশ্বরী গায়কোয়াড় ও হরমনপ্রীত কৌর ২টি করে উইকেট নেন। ১টি উইকেট যায় পূজার ঝুলিতে (Ind-W vs Aus-W Test)। 

    ১৯ ওভারেই লক্ষ্য পূরণ

    প্রথম ইনিংসে ১৮৭ রানের লিড থাকার সুবাদে ভারতের সামনে মাত্র ৭৫ রানের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু, ওপেনার শেফালি ভার্মা মাত্র ৪ রান করেই প্রথম ওভারে কিম গ্যারেথের শিকার হন৷ ১৩ রানের মাথায় আউট হয়ে ফেরেন টেস্ট অভিষেক করা রিচা ঘোষ। তবে, এর পর আর বেগ পেতে হয়নি হরমনপ্রীতদের। বাকি কাজ করেন স্মৃতি মান্ধানা ও জেমাইমা রড্রিগেজ। ১৮.৪ ওভারেই ২ উইকেট খুইয়ে ম্যাচে জিতে যায় ভারত। ভারতের জয় দেখতে ছুটির দিন সকাল সকালই ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভিড় করেছিলেন সমর্থকরা। বেশ কয়েক হাজার দর্শক চিৎকার করে উৎসাহ দিচ্ছিলেন রিচাদের। জয়ের পর উল্লাসে ফেটে পড়েন সকলে (Ind-W vs Aus-W Test)। 

     

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Hardik Pandya: দলবদল নিয়ে হয়েছিল বিতর্ক, এবার গোটা আইপিএলেই অনিশ্চিত হার্দিক?

    Hardik Pandya: দলবদল নিয়ে হয়েছিল বিতর্ক, এবার গোটা আইপিএলেই অনিশ্চিত হার্দিক?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল (IPL 2024) শুরু হওয়ার আগেই জোড়া ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। চোটের কারণে আইপিএলের আসন্ন মরশুমে নাও খেলতে পারেন দলের নির্ভরযোগ্য ব্যাটার তথা টি২০ স্পেশালিস্ট সূর্যকুমার যাদব বলে শুক্রবারই খবর প্রকাশিত হয়েছিল। শনিবার জানা গেল, একা সূর্য নন, আসন্ন আইপিএলে হয়ত খেলতেই পারবেন না মুম্বইয়ের সদ্য নিযুক্ত অধিনায়ক হার্দিক পান্ডিয়া-ও (Hardik Pandya)। জানা যাচ্ছে, গোড়ালির চোটের জন্য গোটা প্রতিযোগিতা থেকেই হয়ত বাদ পড়তে পারেন তিনি। কয়েকদিন আগেই, ট্রেডিংয়ের মাধ্যমে গুজরাট থেকে তাঁকে নেয় মুম্বই। শুধু তাই নয়, রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে মুম্বইয়ের অধিনায়ক ঘোষণা করা হয়। সেই নিয়ে বিতর্কের আগুন এখনও জ্বলছে। তার মধ্যেই হার্দিকের আইপিএল খেলায় অনিশ্চয়তা নতুন বিতর্কের জন্ম দিল। এই পরিস্থিতিতে বেজায় ফাঁপড়ে তাঁর ফ্রাঞ্চাইজি।

    বিশ্বকাপের সময় লেগেছিল চোট

    বিশ্বকাপের সময় বাংলাদেশের বিরুদ্ধে খেলতে গিয়ে গোঁড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক (Hardik Pandya)। যার জেরে গোটা বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছিলেন। এখনও রিহ্যাবে রয়েছেন হার্দিক। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সেই চোট এখনও পুরোপুরি সারেনি। এই কারণে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ ও দক্ষিণ আফ্রিকা সফরে নেওয়া হয়নি তাঁকে। এখন জানা যাচ্ছে, আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও হয়তো খেলতে পারবেন না তিনি। শুধু তাই নয়। অনিশ্চয়তা রয়েছে আইপিএলে (IPL 2024) খেলা নিয়েও।  

    মার্চ-এপ্রিলে বসছে আইপিএলের আসর

    আগামী বছরের মার্চ-এপ্রিল মাসে আইপিএলের আসর বসার কথা। কিন্তু, এই সময়ের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে এতটা ওয়ার্কলোড নেওয়ার মতো পরিস্থিতিতে থাকবেন না হার্দিক, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় বোর্ডের এক সূত্র জানিয়েছে, হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ক্রিকেটে কবে ফিরবেন তা নিয়ে এখনও কোনও আপডেট নেই। এদিকে, হার্দিকের অনুপস্থিতিতে দেশের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং প্রোটিয়াদের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতীয় টি-২০ দলকে নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার যাদব। কিন্তু প্রোটিয়া সফরে গিয়ে পায়ে চোট পেয়েছেন সূর্যও। তিনি আবার মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতেই খেলেন। ফলে, সব মিলিয়ে এখন প্রবল চাপে মুকেশ আম্বানির দল (IPL 2024)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Virat Kohli: পরিবারে এমার্জেন্সি! দক্ষিণ আফ্রিকা সফর ছেড়ে তড়িঘড়ি দেশে ফিরলেন বিরাট

    Virat Kohli: পরিবারে এমার্জেন্সি! দক্ষিণ আফ্রিকা সফর ছেড়ে তড়িঘড়ি দেশে ফিরলেন বিরাট

    মাধ্যম নিউজ ডেস্ক: এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। টি২০ ও একদিনের সিরিজের পর এবার শুরু হওয়ার কথা টেস্ট সিরিজের। আগামী ২৬ তারিখ, বক্সিং ডে থেকেই শুরু হওয়ার কথা ছিল টেস্টের (India-SA Test Series)। কিন্তু, তার আগেই জোড়া ধাক্কা ভারতীয় শিবিরে। পারিবারিক কারণে দেশে ফিরলেন বিরাট কোহলি (Virat Kohli)। চোটের কারণে দল থেকে বাদ পড়লেন রুতুরাজ গায়কোয়াড়ও। 

    বিশ্বকাপের পর মাঠে ফেরার কথা বিরাটের

    বিশ্বকাপের পর কোহলিকে আর বাইশ গজে দেখা যায়নি। সদ্য সমাপ্ত টি২০ বা একদিনের সিরিজের দলে ছিলেন না বিরাট (Virat Kohli)। তবে, টেস্ট সিরিজে মাঠে ফেরার কথা ছিল তাঁর। সেই মতো, তিনি পৌঁছে গিয়েছিলেন প্রোটিয়াদের ডেরায়। চলছিল অনুশীলনও। কিন্তু, এর মধ্যেই ছন্দপতন। পারিবারিক এমার্জেন্সির কারণে, সিরিজ শুরুর আগেই দেশে ফিরতে হল কিং কোহলিকে। সূত্রের খবর, বিরাট কোহলি ৩ দিন আগেই লন্ডন থেকে ছুটি কাটিয়ে মুম্বই ফিরেছিলেন। সেখান থেকে সরাসরি দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে যোগ দেন। কিন্তু, এখন জরুরি ভিত্তিতে দেশে ফিরে এসেছেন বিরাট। 

    আরও পড়ুন: শতরান সঞ্জুর, দুরন্ত অর্শদীপ, দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজ জয় ভারতের

    কী কারণে দেশে ফিরলেন বিরাট?

    কী কারণে তাঁকে ফিরতে হয়েছে সেটা স্পষ্ট করে জানানো হয়নি। তবে, দ্বিতীয় বার সন্তানসম্ভবা বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মা। জোর জল্পনা, সেই কারণেই হয়ত দেশে ফিরেছেন বিরাট (Virat Kohli)। তবে বিরাট কোহলিকে নিয়ে ঘাবড়ে যাওয়ার কোনও কারণ নেই বলে জানিয়েছে বিসিসিআই। বোর্ড সূত্রের দাবি, দেশে ফিরে এলেও, প্রথম টেস্টের (India-SA Test Series) আগে দলের সঙ্গে ফের যোগ দেবেন কোহলি। ফলে, টেস্টে বিরাট খেলবেন না, এমনটা এখনই বলা যাচ্ছে না। ওই কর্তা জানান, এখনও পর্যন্ত যা খবর, তাতে বিরাট ২টি টেস্টেই খেলবেন। কোহলির ফেরার সম্ভাবনা থাকলেও, টেস্ট দল থেকে ছিটকে গেলেন রুতুরাজ গায়কোয়াড়। আঙুলে চোট থাকায় তিনি সিরিজ (India-SA Test Series) থেকে বাদ পড়লেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs South Africa: শতরান সঞ্জুর, দুরন্ত অর্শদীপ, দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজ জয় ভারতের

    India vs South Africa: শতরান সঞ্জুর, দুরন্ত অর্শদীপ, দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজ জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্যাট হাতে সঞ্জু স্যামসন এবং বল হাতে অর্শদীপ-ওয়াশিংটনদের দুরন্ত পারফরম্যান্সের ওপর ভর করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ জিতল কেএল রাহুলের নেতৃত্বাধীন ভারত (India vs South Africa)। সেই সঙ্গে ২-১ ব্যবধানে ৩ ম্যাচের সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া। এর ফলে, পাঁচ বছর পর প্রোটিয়াদের তাদেরই মাঠে হারিয়ে একদিনের সিরিজ জিতল মেন ইন ব্লু-রা। দক্ষিণ আফ্রিকায় এটি ভারতের দ্বিতীয় একদিনের সিরিজ জয় (India-SA ODI Series)।

    প্রথম শতরান সঞ্জুর

    জোহানেসবার্গে দাপট দেখিয়ে জিতেছিল টিম ইন্ডিয়া। বেরহায় সিরিজে সমতা ফেরায় প্রোটিয়ারা। বৃহস্পতিবার পার্ল শহরে ছিল সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক ম্যাচ (India vs South Africa)। এদিন টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করাম। প্রোটিয়াদের বিরুদ্ধে আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম শতরান করেন সঞ্জু স্যামসন। ১১৪ বলে ১০৮ রান করলেন সঞ্জু। তাঁর পাশাপাশি টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি তিলক ভার্মা প্রথম ওডিআই হাফসেঞ্চুরি করেন। এই দুজন মিলে ১১৬ রানের জুটি গড়েন। রিঙ্কু সিং করেন ৩৮ রান। অধিনায়ক কেএল রাহুলের ব্যাটে এসেছে ২১ রান। সব মিলিয়ে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রান তোলে টিম ইন্ডিয়া (India-SA ODI Series)।

    চার উইকেট অর্শদীপের

    রান তাড়া করতে নেমে মন্থর হলেও শুরুটা ভালো করেছিল দক্ষিণ আফ্রিকা (India vs South Africa)। রিজা হেন্ড্রিক্স ও টনি ডি জর্জির ওপেনিং জুটিতে ওঠে ৫৯ রান। গত ম্যাচের নায়ক ডি জর্জি এবারও সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন। কিন্তু, ৮১ রানেই থেমে যান তিনি। অধিনায়ক এইডেন মার্করাম করেন ৩৬ রান। এর পরই ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার। ৪৫.৫ ওভারে ২১৮ রান তুলে গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। তৃতীয় ম্যাচ ভারত জিতে যায় ৭৮ রানে। সেই সঙ্গে পকেটে পুরে নেয় একদিনের সিরিজ (India-SA ODI Series)। ভারতের তরুণ তুর্কিরা চাপে ফেলে দেন মার্করাম, মিলারদের। ৪টি উইকেট নেন ভারতের তরুণ বোলার অর্শদীপ সিং। ২টি করে উইকেট আবেশ খান ও ওয়াশিংটন সুন্দর। আর ১টি করে উইকেট নেন মুকেশ কুমার ও অক্ষর প্যাটেল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Australia Wins ICC CWC 2023: বিশ্বকাপ হাতছাড়া করে কাঁদলেন রোহিত-সিরাজ, বিহ্বল কোহলি, ক্ষিপ্ত জাডেজা

    Australia Wins ICC CWC 2023: বিশ্বকাপ হাতছাড়া করে কাঁদলেন রোহিত-সিরাজ, বিহ্বল কোহলি, ক্ষিপ্ত জাডেজা

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বপ্নভঙ্গ ভারতীয় দলের। স্বপ্নভঙ্গ ১৪০ কোটি ভারতবাসীর। স্বপ্নভঙ্গ ভারতের। এই হারের ধাক্কায় বেসামাল টিম ইন্ডিয়া। ফাইনালে ভারতকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া। (Australia Wins ICC CWC 2023)  হারের পর কেউ মাঠেই কেঁদে ফেললেন। কারও বা রাগের বহিঃপ্রকাশ পেল অন্যভাবে।

    ঘরের মাঠে বিশ্বকাপ হাতছাড়া করে কেঁদে ফললেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। অনেক কষ্টে কান্না চাপা দিলেন বিরাট কোহলি। চূড়ান্ত হতাশ দেখাল মহম্মদ সিরাজকে। মাঠেই কেঁদে ফেলেন তিনি। মাঠে হাঁটু মুড়ে বসে গ্লাভস দিয়ে মুখ লুকিয়ে ফেলেন রাহুল। ক্ষিপ্ত জাডেডজা স্টাম্পই ভেঙে দিলেন (ICC CWC World Cup 2023)।

    ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

    ঘরের মাঠে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবারের জন্য একদিনের বিশ্বকাপ ঘরে তুলল অস্ট্রেলিয়া (Australia Wins ICC CWC 2023) । গত তিন-চার বার আয়োজক দেশই বিশ্বকাপ জিতে এসেছে। এদিন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতকে হারিয়ে সেই ধারায় ইতি টানলো প্যাট কামিন্সের ব্রিগেড। এবারের বিশ্বকাপে ফাইনালের আগে পর্যন্ত অপ্রতিরোধ্য ছিল ভারত। ১০টি ম্যাচে ১০টিতেই জয়। ফলে, প্রত্যাশার পারদ ছিল আকাশছোঁয়া। কিন্তু, এদিন অস্ট্রেলিয়া দেখিয়ে দিল কেন তারা ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন। 

     

     

     

    পাশে থাকলেন প্রধানমন্ত্রী

    এদিন মাঠে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দল হারার পর এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডলে তিনি লেখেন, ‘‘প্রিয় ভারতীয় দল, তোমাদের প্রতিভা ও সংকল্প ছিল লক্ষণীয়। তোমরা গোটা প্রতিযোগিতায় (ICC CWC World Cup 2023) দারুন খেলেছো। দেশকে গর্বিত করেছো। আমরা আজ এবং সর্বদা তোমাদের সঙ্গে আছি।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share