Tag: Tech News

Tech News

  • Chrome Browser Update: ক্রোম আপডেট না করলে ভয়ংকর বিপদ! সতর্ক করল তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সংস্থা

    Chrome Browser Update: ক্রোম আপডেট না করলে ভয়ংকর বিপদ! সতর্ক করল তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সংস্থা

    মাধ্যম নিউজ ডেস্ক: আপনি কি গুগল ক্রোম ব্যবহার করেন? তাহলে সতর্ক হয়ে যান। ক্রোম ব্রাউজার আপডেট না করলে ভয়ংকর বিপদে পড়তে পারেন। বর্তমানে ইন্টারনেট ছাড়া এক কদম এগোনো যায় না। এমন সময় ক্রোমের বিষয়ে নিয়ে সতর্কতা জারি করল তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনে থাকা দ্য ইন্ডিয়ান কম্পিউটার এমারজেন্সি রেস্পন্স টিম (সিইআরটি-ইন)। এই সংস্থা জানিয়েছে, গুগল ক্রোমের বেশ কয়েকটি ভার্সনের মধ্যে ত্রুটি আছে। ওই ত্রুটিযুক্ত ক্রোম ব্রাউজার ব্যবহার করলে ভয়ংকর বিপদ হতে পারে। ওই ব্রাউজার আপনার ডিভাইসের জন্য একেবারেই নিরাপদ নয়। এই ত্রুটিগুলিকে কাজে লাগিয়ে জালিয়াতরা অনায়াসে যে কোনও ব্যক্তির মোবাইল ফোন, ল্যাপটপ কিংবা কম্পিউটারে হানা দিতে পারে। আপনার তথ্য লোপাট হয়ে যেতে পারে ব্যাংক অ্যাাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে সাইবার হানায়। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই ব্রাউজার আপডেট করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

    আপডেটের ক্ষেত্রে যে কথা মনে রাখা প্রয়োজন  

    কেন্দ্রীয় সংস্থা জানিয়েছে ম্যাক, উইন্ডোজ কিংবা গুগলের নিজস্ব অপারেটিং সিস্টেম। সমস্ত ক্রোম ব্যবহারকারীদের অবিলম্বে ব্রাউজারটি আপডেট করতে হবে। আপডেট করার আগে ওয়েবসাইট সম্পর্কে সচেতন থাকতে হবে। অর্থাৎ যে কোনও ওয়েবসাইটে ক্লিক করা যাবে না। আপডেট করতে হবে ক্রোমের নিজস্ব ওয়েবসাইট, অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে। বিশেষজ্ঞরা বলছেন সবচেয়ে ভালো হয় যদি নিজের ডিভাইসে বিশ্বস্ত কোন সংস্থার এন্টিভাইরাস রাখা যায়। বর্তমানে যদিও এন্টিভাইরাসের চল খুবই কমেছে।

    কী ভাবে গুগল ক্রোম আপডেট করবেন?

    প্রথমে ফোন, কম্পিউটার বা ল্যাপটপ থেকে গুগল ক্রোম খুলতে হবে। তারপর একেবারে ডান দিকের কোণের তিনটি বিন্দুতে ক্লিক করতে হবে। ড্রপডাউন মেনু খুলে গেলে হেল্প অপশনে ক্লিক করতে হবে। এবার খুলে যাবে অ্যাবাউট গুগল ক্রোম অপশন। সেখানে ক্লিক করলে নিজে থেকেই আপডেট ইনস্টল হতে শুরু করবে। অ্যান্ড্রয়েড বা অ্যাপেলের ফোনের ক্ষেত্রে প্লে-স্টোর কিংবা অ্যাপস্টোর থেকে গুগল ক্রোম আপডেট করে নিতে পারেন। এরপর রিস্টার্ট করে নিন আপনার ডিভাইস।

    কোন ভার্সন সবচেয়ে ঝুঁকিপূর্ণ

    সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য নিরাপদে রাখতে ইন্টারনেট দুনিয়ায় উপর নিয়মিত নজরদারি চালায় (সিইআরটি-ইন)। কেন্দ্রীয় সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ এই সংস্থার কাজ হল ইন্টারনেট দুনিয়ার নানান সফটওয়্যার, অ্যাপ এবং ডিভাইসে ব্যবহৃত নানা ধরনের অপারেটিং সিস্টেমের কোন ত্রুটি বা ম্যালওয়ারের সন্ধান পেলে সে বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা।

    আরও পড়ুন: গুগল পে, ফোন পে-র দিন কি শেষ! ভারতে চলে এল গুগল ওয়ালেট

    কী করে নিজেদের যন্ত্র নিরাপদে রাখা যায় সে বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করা হয়। এই সংস্থা জানিয়েছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহৃত হলে ক্রোমের ১২৫.০.৬৪২২.৬০.৬ ভার্সনটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। যারা এই ভার্সন ব্যবহার করছেন তাঁদের জন্যই এই সতর্কবার্তা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Chip: সরকারি কম্পিউটারে এএমডি-ইন্টেলের চিপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি চিনে

    Chip: সরকারি কম্পিউটারে এএমডি-ইন্টেলের চিপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি চিনে

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজেদের সরকারি কম্পিউটার ও সার্ভারে এএমডি ও ইন্টেলের মতো মার্কিন চিপ (Chip) কোম্পানির প্রসেসর ব্যবহারের ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি চিনের। মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম ও বিদেশে তৈরি ডেটাবেস সফটওয়্যারের পরিবর্তে স্থানীয় পণ্য ব্যবহারের নির্দেশনাও রয়েছে বেজিংয়ের জারি করা ওই নির্দেশিকায়।

    জারি নির্দেশিকা (Chip)

    চিন সরকারের তরফে জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে চিনের বিভিন্ন সরকারি সংস্থাকে অবশ্যই এএমডি ও ইন্টেলের চিপের (Chip) বদলে ব্যবহার করতে হবে নিরাপদ ও নির্ভরযোগ্য স্থানীয় পণ্য। নির্দেশিকায় কোন কোন চিপ ব্যবহার করা যাবে তার একটি তালিকাও দেওয়া হয়েছে। এই তালিকায় ঠাঁই পেয়েছে ১৮টি প্রসেসর। এর মধ্যে রয়েছে হুয়াওয়ে ও চিনের রাষ্ট্রায়ত্ত কোম্পানি ফিটিয়ামের বানানো চিপ। উল্লেখ্য যে, উভয় কোম্পানিই মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ।

    নির্ভরযোগ্য প্রসেসর ও অপারেটিং সিস্টেম

    জানা গিয়েছে, চিনের সরকারি বডি ও অর্গানাইজেশনগুলিকে এই নির্দেশিকা পাঠানো হয়েছিল ২৬ ডিসেম্বর। সেটি কার্যকর করা হয়েছে সম্প্রতি। টাউনশিপ লেভেলে থাকা সরকারি সংস্থাগুলির প্রয়োজন নিরাপদ ও নির্ভরযোগ্য প্রসেসর ও অপারেটিং সিস্টেম ব্যবহার করা।   

    চিনের শিল্পমন্ত্রক গত ডিসেম্বরে জারি করা বিবৃতিতে তিনটি আলাদা আলাদা সিপিইউ, অপারেটিং সিস্টেমস এবং কেন্দ্রীভূত ডেটাবেসের লিস্ট দিয়েছিল। পাবলিকেশন ডেটের তিন বছর পর্যন্ত এগুলি নিরাপদ ও নির্ভরযোগ্য বলে বলা হয়েছিল। এগুলি সবই চিনে তৈরি। মার্কিন পণ্যের পরিবর্তে এগুলি ব্যবহার করার নির্দেশিকা জারি করা হয়েছিল। দ্য স্টেট কাউন্সিল ইফর্মেশন অফিস, যারা চিনা মন্ত্রিসভার কাউন্সিলের হয়ে মিডিয়া হ্যান্ডেল করে, নিষেধাজ্ঞার বিষয়ে তারা মুখে কুলুপ এঁটেছে।

    আরও পড়ুুন: ফের প্রার্থিতালিকা প্রকাশ বিজেপির, তালিকায় রয়েছেন ‘রাম’, কঙ্গনাও

    জানা গিয়েছে, এই নিষেধাজ্ঞা জারির পর থেকে চিনের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিগুলি বিদেশি প্রযুক্তি নির্ভরতা কমাতে শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমে বেজিংয়ে সেমিকন্ডাক্টর ইক্যুইপমেন্ট ও প্রযুক্তি রফতানির ওপর নিয়ন্ত্রণ জারি করেছিল। তার পরেই ফুলেফেঁপে উঠতে থাকে চিনের দেশীয় চিপ ইক্যুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং ফার্মগুলি। বাড়তে থাকে তাদের রোজগারও (Chip)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • WhatsApp Pin: হোয়াটসঅ্যাপে গুরুত্বপূর্ণ মেসেজ রাখা যাবে ‘পিন’ করে! কীভাবে জেনে নিন

    WhatsApp Pin: হোয়াটসঅ্যাপে গুরুত্বপূর্ণ মেসেজ রাখা যাবে ‘পিন’ করে! কীভাবে জেনে নিন

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপ (WhatsApp Pin) চ্যাটে এবার নতুন ফিচার চালু হতে চলেছে। গুরুত্বপূর্ণ মেসেজ খুঁজে পেতে তাকে পিন করে রাখার সুবিধা পাবেন গ্রাহকেরা। এতদিন পর্যন্ত গ্রাহকরা হোয়াটসঅ্যাপ চ্যাটে যে কোনও কনট্যাক্ট বা গ্রুপে পিন করে রাখার অপশন পেতেন। এবার থেকে চ্যাটবক্সের মধ্যে মেসেজকে পিন করে রাখার সুবিধা মিলবে বলে জানা গিয়েছে। এই নতুন ফিচার সম্পর্কে সম্প্রতি খোলসা করেছে মেটা।

    নতুন ফিচারে কী বলা হচ্ছে (WhatsApp Pin)?

    হোয়াটসঅ্যাপ (WhatsApp Pin) চ্যাটবক্সে আগে যে কোনও মেসেজ ‘স্টার মার্ক’ রাখার সুবিধা ছিল আগে। সেই সঙ্গে এতদিন কনট্যাক্টও ‘পিন’ রাখার সুবিধা ছিল। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট এবং ওয়ান টু ওয়ান চ্যাট। ফলে কম সময়ে দ্রুত প্রয়োজনীয় মেসেজ খুঁজে পেতে খুব সুবিধা হবে। আইওএস এবং অ্যান্ড্রয়েড ভার্সানে এই ফিচারের রোল আউট শুরু হয়েছে। একটি মেসেজের মধ্যে গুরুত্বপূর্ণ মেসেজকে পিন করে রাখার সুবিধা পাওয়া যাবে এই ফিচারে।

    আর কী কী সুবিধা থাকবে পিনে?

    আরও জানা গিয়েছে, এই নতুন ফিচারের মধ্যে গ্রাহকরা লেখা, পোল ইমেজ, ছবি এবং ইমোজিও পিন করে রাখার সুবিধাও পাবেন। সমস্ত মেসেজ পিনড্ চ্যাটে অন্য মেসেজের মতো এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে বলে জানা গিয়েছে।হোয়াটসঅ্যাপে (WhatsApp Pin) যে পিন মেসেজ ফিচার চালু রাখার কথা বলেছে মেটা, সেখানে গ্রাহকরা একটি মেসেজের একেবারে উপরে একটা মেসেজকে পিন রাখার সুবিধা পাবেন। এই পিনের সময় সীমা থাকবে পছন্দ অনুসারে ২৪ ঘণ্টা, ৭ দিন বা ৩০ দিন। গুরুত্বপূর্ণ মেসেজ খুঁজতে গিয়ে যাতে সময় নষ্ট না হয় তাই মেসেজ পিনের ফিচার চালু করা হয়েছে।

    হোয়াটসঅ্যাপ পিন চ্যাট ফিচার কীভাবে কাজ করবে?

    >হোয়াটসঅ্যাপের (WhatsApp Pin) যে কোনও চ্যাটের উপর ট্যাপ বা বেশিক্ষণ ধরে চেপে রাখতে হবে।

    >এরপর তিনটি ডটের মেনু থেকে পিন অপশন বেছে নিয়ে তাকে নির্বাচন করতে হবে।

    >হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে কত দিনের জন্য পিন করা হবে তা জানতে চাওয়া হবে।

    >ডিফল্ট হিসাবে ৭ দিন অপশন থাকবে। এছাড়াও ২৪ ঘণ্টা এবং ৩০ দিনের জন্য অপশন পাবেন গ্রাহকেরা।

    >তবে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে এডমিনরাই কেবল পিন ব্যবহার করতে পারবেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Whatsapp new feature: নতুন ফিচার নিয়ে হাজির হোয়াটস্যাপ, চ্যাটে থেকেই দেখা যাবে স্টেটাস

    Whatsapp new feature: নতুন ফিচার নিয়ে হাজির হোয়াটস্যাপ, চ্যাটে থেকেই দেখা যাবে স্টেটাস

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় নিয়মিতই নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে মেসেজিং অ্যাপ  হোয়াটসঅ্যাপ। এবার আবারও একটি নতুন ফিচার নিয়ে হাজির তারা। হোয়াটসঅ্যাপের এই ফিচারটি আগেই দেখা গিয়েছে ফেসবুক এবং ইস্টাগ্রামে।  বিটা ভার্সানেও দেখা গিয়েছে এই ফিচার। এতদিন যেমন হোয়াটসঅ্যাপে স্টেটাস দেখার জন্য একটি আলাদা অপশন পাওয়া যেত, এখন থেকে ব্যবহারকারীদের চ্যাটে থেকেও দেখা যাবে স্টেটাস। অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ব্যবহারকারীর জন্যই এর আপডেট প্রকাশ করা হয়েছে। এই আপডেটে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্রোফাইল ফটোতে স্টেটাস সাইনও দেখতে পাওয়া যাবে।

    আরও পড়ুন: ‘ডার্টি বম্ব’ প্রসঙ্গে ভারতের সঙ্গে কথা রাশিয়ার, গণতান্ত্রিক উপায়ে সমাধানের পরামর্শ রাজনাথের

    প্রোফাইল ফটোতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার স্ক্রিনে সেই ব্যবহারকারীর স্টেটাস ভেসে উঠবে। যে ব্যবহারকারী স্টেটাস আপডেট  করেছেন তাঁর প্রোফাইল ফটোর চারপাশে একটি সবুজ বৃত্ত দেখা যাবে। এই ফিচারটি নিয়ে দীর্ঘদিন ধরে বিটা সংস্করণে পরীক্ষা চলছিল। এছাড়াও আরও অনেক নতুন ফিচার আনা হয়েছে। এর মধ্যে রয়েছে গ্রুপ কলিং লিঙ্ক এবং স্ট্যাটাস ইমোজি রিপ্লাই। অ্যাপল আইওএস ব্যবহারকারীদের জন্য স্টেটাস রিঅ্যাক্টের ক্ষেত্রে একটি নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। সম্প্রতি হোয়াটসঅ্যাপে হাইড অনলাইন স্ট্যাটাস অপশন এসেছে। এর সাহায্যে আপনি আপনার অনলাইন স্টেটাস লুকোতে পারবেন।

    এছাড়াও ভবিষ্যতে আরও বেশ কিছু নতুন ফিচার যোগ হতে চলেছে অ্যাপটিতে। এমনই একটি ফিচার হল হোয়াটসঅ্যাপ মেসেজ এডিট। এই ফিচারের সাহায্যে আপনি হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজ এডিট করতে পারবেন। বর্তমানে, এই ফিচারটি নিয়ে পরীক্ষা নিরিক্ষা চলছে। এছাড়াও, হোয়াটসঅ্যাপ গ্রুপে অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে ১০২৪ হতে চলেছে। বর্তমানে একটি গ্রুপে ৫১২ জন ব্যবহারকারীকে যুক্ত করা যায়। এছাড়া খুব শীগগির ক্যাপশন সহ ডকুমেন্ট শেয়ার করার অপশও আসতে চলেছে। ভিউ ওয়ানষ মোডে পাঠানো ছবির স্ক্রিনশট ব্লক করার অপশনেও কাজ করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এই ফিচার এলে কেউ আর ভিউ ওয়ানস মোডে পাঠানো ছবির স্ক্রিনশট নিতে পারবেন না। সাইবার সুরক্ষার কথা মাথায় রেখেই এই ব্যবস্থা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share