মাধ্যম নিউজ ডেস্ক: প্রতিবেশী দেশ চিনে ফের বাড়ছে করোনার প্রকোপ। দেশেও যাতে করোনা পরিস্থিতি হাতের বাইরে না চলে যায় তার জন্যে আগে থেকেই সতর্ক কেন্দ্রীয় সরকার। দেশে ফের কোভিড নীতি লাগু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আর তারই প্রথম ধাপ হিসেবে, এখন থেকে করোনা পরীক্ষার সার্টিফিকেট ছাড়া তাজমহলে (Taj Mahal) প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল আগ্রা জেলা স্বাস্থ্য দফতর।
আরও পড়ুন: কলকাতায় আসছেন মোদি, হাওড়ায় করবেন জনসভা, রয়েছে গুচ্ছ কর্মসূচিও
আগ্রার জেলা স্বাস্থ্য আধিকারিক অনিল সতসঙ্গি বৃহস্পতিবার এই নিয়ম জারি করেন। তিনি জানান, তাজমহলে (Taj Mahal) প্রতিদিন দেশ, বিদেশের বহু মানুষ বেড়াতে আসেন। করোনা যাতে না ছড়ায়, সে জন্যই কোভিড পরীক্ষা করে তবেই প্রবেশ করতে হবে বলে জানানো হয়েছে।
Taj Mahal on Covid alert, no entry for tourists without testing
Read @ANI Story | https://t.co/y4IgrHoaGF#TajMahal #Tourism #COVID19 pic.twitter.com/hPpbmy2KBA
— ANI Digital (@ani_digital) December 22, 2022
প্রতি দিন বিশ্বের (Taj Mahal) নানা প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক মুঘল আমলে তৈরি পৃথিবীর এই সপ্তম আশ্চর্য দেখতে আসেন। কিন্তু চিন-সহ এশিয়ার একাধিক দেশে যে ভাবে করোনার প্রকোপ বাড়ছে, তাতে এখন থেকেই শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে কেন্দ্র। আর সে কারণেই করোনা-পরীক্ষার এই সিদ্ধান্ত। অনিল সতসঙ্গি বলেন, “সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সে জন্য এর মধ্যেই পরীক্ষা শুরু করেছে স্বাস্থ্য দফতর। যেহেতু সতর্কতা বেড়েছে, তাই পর্যটকদের ক্ষেত্রে এই পরীক্ষা এখন বাধ্যতামূলক।”
করোনার এই উর্ধ্বগতি দেখে আবার বেশ কিছু কোভিড বিধি নির্ধারণ করে দিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, ভারতের (Taj Mahal) পরিস্থিতি মোটেও উদ্বেগজনক নয়। আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই এখনি। কিন্তু ঢিলেমি করলেও চলবে না। চিকিৎসার থেকে প্রতিরোধ ভালো। তাই সকলকেই কোভিড মোকাবিলায় এগিয়ে আসতে হবে।
নতুন কোভিড বিধিগুলি কী কী?
- মাস্ক পরা বাধ্যতামূলক।
- সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
- স্যানিটাইজার ব্যবহার করতে হবে।
- বিয়ে, সামাজিক এবং রাজনৈতিক যে কোনও ধরনের জমায়েত বন্ধ।
- আন্তর্জাতিক যাত্রা পুরোপুরি বন্ধ করতে হবে।
- জ্বর, গলা ব্যথা, কাশি বা পেটখারাপ হলে অবিলম্বে ডাক্তারের সঙ্গে কথা বলুন।
- প্রিকশনারি ডোজ-সহ কোভিড ভ্যাকসিনের সব কটি ডোজ নিয়ে নিতে হবে।
- সরকারের তরফে যা নির্দেশিকা দেওয়া হবে, তা মেনে চলতে হবে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Leave a Reply