TCS: ফরচুন ম্যাগাজিনের বিশ্বের সবচেয়ে প্রশংসিত সংস্থার তালিকায় টিসিএস

TCS

মাধ্যম নিউজ ডেস্ক: ফরচুন ম্যাগাজিনের বিশ্বের সবচেয়ে প্রশংসিত কোম্পানির তালিকায় স্থান পেয়েছে ভারতীয় সংস্থা টাটা কনসাল্টেন্সি সার্ভিস (TCS)। কর্পোরেট খ্যাতির ব্যারোমিটার হিসাবে বিবেচিত, তালিকাটি বিশ্বজুড়ে ব্যবসায়িক নির্বাহী, পরিচালক এবং বিশ্লেষকদের একটি সমীক্ষার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। উদ্ভাবন, সামাজিক দায়বদ্ধতা, ব্যবস্থাপনার গুণমান, বৈশ্বিক প্রতিযোগিতা, প্রতিভা ব্যবস্থাপনা এবং পণ্য/পরিষেবার গুণমানের ভিত্তিতে কোম্পানির মূল্যায়ন করা হয়। 

টিসিএস উত্তর আমেরিকার চেয়ারম্যান সুরেশ মুথুস্বামী এ বিষয়ে বলেন, “টিসিএস (TCS) ফরচুন ম্যাগাজিনের বিশ্বের সবচেয়ে প্রশংসিত কোম্পানির তালিকায় অন্তর্ভুক্ত হতে পেরে সম্মানিত। বিশেষ করে যেহেতু আমরা আমাদের অনেক ক্লায়েন্টের সঙ্গে এই সফলতা ভাগ করে নিতে চাই।” তিনি আরও বলেন, “এই স্বীকৃতি আমাদের দীর্ঘমেয়াদী, উদ্দেশ্য-চালিত অংশীদারিত্বের ফল। এই সাফল্যের কৃতিত্বের ভাগীদার আমাদের সঙ্ংআমাদের ক্লায়েন্ট এবং অন্যান্য স্টেকহোল্ডাররাও।” উদ্ভাবন, বৃদ্ধি এবং রূপান্তর উদ্যোগে বিশ্বের কিছু বড় কর্পোরেশনের সঙ্গে অংশীদারিত্ব রয়েছে টিসিএসএর। গত এক দশকে বিশ্বে শিল্প-নেতৃত্বে বড় জায়গা করে নিয়েছে টাটাদের এই সংস্থা। ক্রমাগত ক্লায়েন্টদের লাভের কথা মাথায় রেখে নতুন সুযোগের সন্ধান করা, সক্রিয়ভাবে নতুন সক্ষমতায় বিনিয়োগ করা, এর কর্মীদের দক্ষ করে তোলা এবং নতুন পরিষেবা, সমাধান, পণ্য এবং প্ল্যাটফর্ম চালু করার ক্ষেত্রে টিসিএস যথেষ্ট ভালো কাজ করেছে।

আরও পড়ুন: আবাস যোজনায় মুখ পুড়ল রাজ্যের, প্রাপকদের তালিকায় থাকা মাত্র ৭৩ শতাংশের আধার সংযোগ সম্পূর্ণ হয়েছে 

বিশ্ব মন্দার মাঝেও লাভ টিসিএসের 

সম্প্রতি টিসিএস (TCS) ১০,৪৩১ কোটি টাকার নেট লাভ করেছে। এই প্রথমবার কোনও অর্ধে ১০,০০০ কোটি টাকার লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে সংস্থা। এমনিতে টিসিএসের চাকরিকে অন্যতম নিরাপদ চাকরি বলে মনে করা হয়। যখন সারা বিশ্বে বড়-বড় সংস্থা থেকে কর্মী ছাঁটাই চলছে, সে সময়েও টিসিএসে ১২০০ নতুন কর্মী যোগ দিয়েছেন। তাছাড়া ২০২২ সালের জুলাই-সেপ্টেম্বর এই সময়ের মধ্যে সংস্থার কর্মী সংখ্যা ৯,৮৪০ জন বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানির মোট কর্মী সংখ্যা দাঁড়িয়েছে ৬,১৬,১৭১।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share