Terrorism: ফের কাশ্মীরি পন্ডিতের রক্তে ভিজল উপত্যকা

Kashmir_migrant_killed

মাধ্যম নিউজ ডেস্ক: সংখ্যালঘুর রক্তে ফের রক্তাক্ত উপত্যকা (Terrorism)। সন্ত্রাসবাদীদের হাতে আবার খুন হলেন কাশ্মীরি (Jammu and Kashmir) পন্ডিত (Kashmiri Pandit)। মৃত ব্যক্তির নাম পুরণ কৃষাণ ভাট। এই ঘটনার পরই সন্ত্রাসবাদীদের খোঁজে তল্লাশি শুরু করেছে। ঘটনায় উত্তাল জম্মু কাশ্মীর। বিক্ষোভ দেখাচ্ছেন কাশ্মীরি পণ্ডিতরা। শনিবার সকালে বাড়ির সামনে তাঁকে গুলি করে পালায় জঙ্গিরা। কাশ্মীর পুলিশ ট্যুইটারে জানিয়েছে, “সোপিয়ানের চৌদারি গুণ্ড এলাকায় বাগিচায় যাচ্ছিলেন পুরাণকৃষাণ। তখন ওই সংখ্যালঘুকে নিশানা করে গুলি করে পালায় জঙ্গিরা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু চলছে।”  

 


      
দক্ষিণ কাশ্মীর জেলার চৌধরি গুন্ড এলাকায় পুরন ভাটের বাড়ির সামনেই তাঁর উপর হামলা চালানো হয়েছে। গুলি লাগার সঙ্গে সঙ্গেই তাঁকে সোপিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। দুটি সন্তান রয়েছে ভাটের। একজন সপ্তম শ্রেণি ও অন্যজন পঞ্চম শ্রেণিতে পড়ে। মৃত ব্যক্তির পরিবারের এক সদস্য জানিয়েছেন, বাড়ি থেকে বাইরে যেত না পুরণ। ঘরেই থাকত। সন্ত্রস্ত পরিবারের সবাই। 

পন্ডিত খুনের দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘কাশ্মীর ফ্রিডাম ফাইটার’। ডিআইজি সুজিত কুমার বলেন, ” কাশ্মীর ফ্রিডাম ফাইটার ঘটনার দায় স্বীকার করেছে। আমরা সম্পূর্ণ নিশ্চিত না হয়ে মন্তব্য করতে চাই না। সেই মুহূর্তে সেখানে এক নিরাপত্তারক্ষী উপস্থিত ছিলেন। নিরাপত্তারক্ষী ওই এলাকায় একজনকেই দেখেছেন। অন্য কেউ লুকিয়ে থাকলে তাঁকে দেখা যায়নি। স্কুটারে করে এসেছিল খুনিরা। দুজন ছিল। নিরাপত্তারক্ষীর সামনে ঘটনাটি ঘটলে নিরাপত্তারক্ষীসহ ওই এলাকার কর্মরত সব আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” 
 
প্রসঙ্গত, এ বছর এর আগে একাধিক কাশ্মীরি পণ্ডিতকে হত্যা করা হয়েছে। মে মাসেই বুদগামে তেহসিলদারের অফিসে ঢুকে ৩৬ বছর বয়সী রাহুল ভাটকে খুন করে সন্ত্রাসবাদীরা। তারপরই শয়ে শয়ে কাশ্মীরি পণ্ডিত প্রতিবাদ বিক্ষোভ দেখায়। গত বছর অক্টোবর থেকেই কাশ্মীরে এইরকম একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে সন্ত্রাসবাদী হামলা হয়ে আসছে। ফের সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ গেল আরেক কাশ্মীরি পণ্ডিতের।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share