মাধ্যম নিউজ ডেস্ক: কিছুদিন আগেই ডিএলএডের প্রশ্ন ফাঁস নিয়ে বিপাকে পড়েছিল পর্ষদ। টেট (TET 2022) পরীক্ষায় সেই অস্বস্তি এড়াতে অতিরিক্ত সতর্ক তারা। রাজ্যজুড়ে ৭ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। ১৪০০ কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা। আড়াই ঘণ্টা ধরে চলবে পরীক্ষা। শুরু হবে দুপুর ১২টা থেকে শেষ হবে ২:৩০ টার সময়। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ২ ঘণ্টা আগে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: দিল্লি দূরে নয়! কলকাতার কিছু এলাকায় বায়ুদূষণের মাত্রা রাজধানীর থেকেও বেশি
পরীক্ষার্থীদের কী কী নিয়ম মানতে হবে?
- পরীক্ষার্থীদের একটি ফটো আইডেন্টিটি কার্ড যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স অবশ্যই নিয়ে যেতে হবে।
- ব্ল্যাক বলপয়েন্ট পেন সঙ্গে নিয়ে যেতে হবে।
- ঘড়ি বা গয়না পরে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না।
- কোনও স্টেশনারি বস্তু, লিখিত বা ছাপানো অবস্থায় পরীক্ষাকেন্দ্রের ভিতরে নিয়ে যাওয়া যাবে না।
- ইনভিজিলেটরের অনুমতি ছাড়া কোনও পরীক্ষার্থী পরীক্ষার সময় শেষ না হওয়া পর্যন্ত আসন বা সেন্টার ছাড়তে পারবেন না।
- প্রার্থীকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অ্যাডমিট কার্ড প্রিন্ট করে নিয়ে যেতে হবে। নইলে পরীক্ষাকেন্দ্রে ঢোকার অনুমতি মিলবে না।
- প্রতিটি প্রার্থীকে রোল নম্বর অনুযায়ীই বসতে হবে।
- কাগজের টুকরো, পেন্সিল বাক্স, প্লাস্টিকের পাউচ, ক্যালকুলেটর, স্কেল, লেখার প্যাড কিচ্ছু নিয়ে পরীক্ষার ঘরে ঢোকা যাবে না।
- ইনভিজিলেটরের অনুমতি ছাড়া কোনও পরীক্ষার্থী পরীক্ষার সময় শেষ না হওয়া পর্যন্ত আসন বা সেন্টার ছাড়তে পারবেন না।
এতো গেল পরীক্ষার্থীদের জন্যে নিয়ম। ইনভিজিলেটরদের জন্যেও রয়েছে একগুচ্ছ নিয়ম, পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রগুলিতে পৌঁছবে প্রাথমিক টেট-র (TET 2022) প্রশ্নপত্র।
- পরীক্ষার্থী পিছু প্রশ্নপত্রের খামের বন্দোবস্ত করা হচ্ছে পর্ষদের তরফে। একমাত্র পরীক্ষার্থীই পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে খুলতে পারবেন প্রশ্নপত্রের সেই খাম। পরীক্ষা শেষে পরীক্ষার্থী সেই প্রশ্নপত্র, তাঁর উত্তরপত্র সহ সিলবন্দি করে দেবেন সেই খামে।
- প্রশ্নপত্র নিয়ে আসা এবং প্রশ্নপত্র নিয়ে যাওয়া উভয়ক্ষেত্রেই থাকবে কড়া পুলিশি নিরাপত্তা।
- পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা প্রতিটি শিক্ষক এবং অশিক্ষক কর্মীর গলায় বৈধ পরিচয় পত্র ঝোলানো থাকতে হবে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Leave a Reply