TET Result: অপেক্ষার অবসান, ২ মাস পরে প্রকাশিত হল প্রাথমিক টেটের ফল

Primary_TET

মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে ২ মাস পরে প্রকাশিত হল বহ প্রতীক্ষিত প্রাথমিক টেটের ফল (TET Result)। এই বছর টেটে উত্তীর্ণ হয়েছেন মোট ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন, যা মোট পরীক্ষার্থীর ২৪.৩১ শতাংশ। নিয়োগ দুর্নীতি মামলায় উত্তাল রাজ্য। এর মাঝেই এল খুশির খবর। এক থেকে দশম স্থানের মধ্যে রয়েছেন ১৭৭ পরীক্ষার্থী।

কারা কত নম্বর পেলেন? 

প্রথম স্থান অধিকার করেছেন পূর্ব বর্ধমানের ইনা সিং (TET Result)। তাঁর প্রাপ্ত নম্বর ১৩৩। দ্বিতীয় স্থানে রয়েছেন চার জন। তাঁরা হলেন হুগলির মৌনিশা কুণ্ডু, পশ্চিম মেদিনীপুরের মেঘনা চক্রবর্তী ও দীপিকা রায় এবং পূর্ব বর্ধমানের অদিতি মজুমদার। প্রাপ্ত নম্বর ১৩২। পেয়ে দ্বিতীয় হয়েছেন ৪ জন। তৃতীয় স্থানেও রয়েছেন ৪ জন। তাঁরা হলেন উত্তর ২৪ পরগনার মেহদি হাসান, পূর্ব মেদিনীপুরের বিকাশ ভক্ত, পশ্চিম মেদিনীপুরের মনামী অধিকারী এবং বাঁকুড়ার প্রহ্লাদ মণ্ডল। তাঁদের প্রাপ্ত নম্বর ১৩১।

উল্লেখ্য গত বছরের ১১ ডিসেম্বর টেট পরীক্ষা নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ (TET Result)। এই বছর নাম নথিভুক্ত করান মোট ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন পরীক্ষার্থী। তার মধ্যে পরীক্ষা দেন ৬ লক্ষ ১৯ হাজার ২০২ জন। পরীক্ষা নেওয়ার ২ মাস পর প্রাকাশিত হয়েছে ফল। পাশ করেছেন মোট ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন। মোট পরীক্ষার্থীর ২৪.৩১ শতাংশ। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে ৮১ হাজার ৭৭ জন পুরুষ এবং ৬৯ হাজার ৪০৮ জন মহিলা।

আরও পড়ুন: বই লিখবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? দুর্নীতি প্রসঙ্গ কতটা থাকবে তাতে?

পর্ষদের ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখতে পাবেন চাকরিপ্রার্থীরা। বেলা ৩টে থেকে ওয়েবসাইটে দেখা যাচ্ছে রেজাল্ট (TET Result)। ওএমআর বারকোড নম্বর-সহ ফল প্রকাশিত হয়েছে। এই প্রসঙ্গে  পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, “নিজের কপির সঙ্গে তুলনা করে দেখুন কোনও অসঙ্গতি আছে কি না।” পরীক্ষার্থীদের নিজেদের নম্বর নিয়ে কোনও সন্দেহ থাকলে তাঁরা পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি ও ভেরিফিকেশনেরও সুযোগ পাবেন। দু’টি ওয়েবসাইটে জানা যাচ্ছে রেজাল্ট। ওয়েবসাইটে ওএমআর শিটও দেখতে পাবেন পরীক্ষার্থীরা। প্রশ্নে ‘টেকনিক্যাল গ্লিচ’ বা প্রযুক্তিগত কোনও ত্রুটি থাকলে সকলে ৪ নম্বর করে পাবেন। রেজিস্ট্রেশন নম্বর ও জন্মের তারিখ দিয়ে ওয়েবসাইটেই দেখতে হবে রেজাল্ট। একইসঙ্গে এদিনও পর্ষদ সভাপতি ঘোষণা করেন, এই বছরও হবে টেট।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

            

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share