Lithium Discovery: দেশে পাওয়া গেল লিথিয়ামের বিপুল ভাণ্ডার! কোথায় জানেন?     

লিথিয়াম

মাধ্যম নিউজ ডেস্ক:  ভারতে এই প্রথমবার লিথিয়াম খনির হদিশ পাওয়া গেল জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলায়। জানা গিয়েছে, ওই খনি থেকে মোট ৫৯ লক্ষ টন লিথিয়ামের সন্ধান (Lithium Discovery) দিয়েছে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার কর্মীরা। বৃহস্পতিবার কেন্দ্রীয় খনি মন্ত্রক এক বিবৃতি জারি করে এই বিষয়ে জানিয়েছে।

আরও পড়ুন: দিল্লি থেকে মুম্বই যেতে সময় লাগবে মাত্র ১২ ঘণ্টা! রবিবারে মোদির হাতে উদ্বোধন দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের 

কেন্দ্রীয় সরকার কী বলল 

এদিন কেন্দ্রীয় খনি মন্ত্রক এক বিবৃতি জারি করে জানায়, ‘জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এই প্রথম দেশে লিথিয়াম সম্পদের সন্ধান পেয়েছে। জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার সালাল-হাইমানা অঞ্চলের খনিতে মজুত রয়েছে ৫৯ লক্ষ টন লিথিয়াম। লিথিয়াম ও সোনা মিশ্রিত ৫১ টি মিনারেল ব্লক সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে ৫ টি ব্লকে রয়েছে সোনা’।

বিবৃতিতে আরও বলা হয়, ‘বাকি ব্লকগুলিতে পটাশ, মলিবডেনাম, বেস মেটাল ইত্যাদি পাওয়া গিয়েছে। জম্মু-কাশ্মীর, অন্ধ্র প্রদেশ, ছত্তীশগড়, গুজরাট, ঝাড়খন্ড, কর্নাটক, মধ্য প্রদেশ, ওড়িশা, রাজস্থান, তামিলনাড়ু ও তেলঙ্গানা মিলিয়ে মোট ১১ টি রাজ্যে মিনারেল ব্লকের খোঁজ পাওয়া গিয়েছে। ২০১৮-১৯ সাল থেকে এখনও পর্যন্ত জিএসআই খনন করে এই ব্লকগুলি চিহ্নিত করেছে’।

আরও পড়ুন: বিপদের দিনে বন্ধুর পাশে, তুরস্ক-সিরিয়ায় আরও ত্রাণ পাঠাল ভারত

বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির দাম কী কমবে তাহলে!
 
পাশাপাশি কয়লা, লিগনাইট মিলিয়ে মোট ৭৮৯৭ মিলিয়ন টন খনিজ সম্পদের খোঁজ পাওয়া গিয়েছে, যা তুলে দেওয়া হয়েছে কয়লা মন্ত্রকের হাতে। বৈদ্যুতিক গাড়ি বা মোবাইল ফোনের ব্যাটারি তৈরি করতে লিথিয়াম লাগে। বর্তমানে লিথিয়াম বিদেশ থেকে আমদানি করা হয়। বিশেষজ্ঞদের মতে, এখন দেশেই পাওয়া যাবে লিথিয়াম। তাহলে এবার হয়তো বৈদ্যুতিক গাড়ি বা মোবাইল ফোনের ব্যাটারির দাম কমবে!

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share