Pakistan Economic Crisis: সরকারি কর্মচারীদের বেতন পেনশন বন্ধ হল পাকিস্তানে! সেদেশের অর্থ দপ্তর বলছে গুজব

econo

মাধ্যম নিউজ ডেস্ক: আর্থিক সংকট ব্যাপক আকার ধারণ করেছে পাকিস্তানে (Pakistan Economic Crisis)। এমন অবস্থায় সেদেশের সংবাদ সংস্থা দ্য ডনের দাবি পাকিস্তানের অর্থ ও রাজস্ব মন্ত্রণালয়- রাজস্ব মহাপরিচালকের (এজিপিআর) দপ্তরকে বেতনসহ সরকারি বিল পরিশোধ বন্ধ রাখতে বলেছে। এতে বলা হয়, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট বিভাগগুলোকে বিল নিষ্পত্তি বন্ধ রাখারও নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। ওই সংবাদ সংস্থার দাবি, এজিপিআর দপ্তরে এদিন কয়েকজন বকেয়া বিল নিতে গেলে তাদের জানানো হয় অর্থমন্ত্রণালয় বেতনসহ সব ধরনের বিল পরিশোধ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। দেশের আর্থিক সমস্যার (Pakistan Economic Crisis) কারণেই এমন নির্দেশনা। 

সেদেশের অর্থ দপ্তর বলছে এ খবর সম্পূর্ণ মিথ্যা

এদিকে এমন খবর ছড়িয়ে পড়তেই সেদেশের  অর্থ দপ্তর প্রতিবাদ জানিয়ে বলেছে, বেতন ও ভাতা পরিশোধ বন্ধ রাখা হয়েছে এমন খবর ‘সম্পূর্ণ মিথ্যা’।

অর্থ দপ্তরের জারি করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সরকার বেতন, পেনশন বন্ধ (Pakistan Economic Crisis) করেছে বলে গুজব ছড়ানো হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা, অর্থ বিভাগ বা সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রণালয় এ ধরনের কোনো নির্দেশনা দেয়নি’।

এতে আরও বলা হয়, অ্যাকাউন্টেট জেনারেল পাকিস্তান রেভিনিউস (এজিপিআর) নিশ্চিত করেছে, যে বেতন ও ভাতা পরিশোধ এরমধ্যেই প্রক্রিয়াধীন রয়েছে এবং তা সময়মতো তা দেওয়া হবে’। অন্যান্য ধরনের পেমেন্ট নির্ধারিত রুটিন অনুসারে প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়।

পাকিস্তানের অর্থমন্ত্রী কী বলছেন 

সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার বলেছেন, ‘জাতীয় অর্থনৈতিক স্বার্থ (Pakistan Economic Crisis) ক্ষুণ্ণ করতে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে’। 

তিনি জনসাধারণের উদ্দেশ্যে বলেন, ‘সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নিশ্চিত হওয়ার আগে, দয়া করে এধরনের গুজব ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকুন’।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share