Turkey Earthquake: রাখে হরি মারে কে! তুরস্কে ১২ দিন পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার জীবিত ব্যক্তি

oloo,o

মাধ্যম নিউজ ডেস্ক: কথায় বলে রাখে হরি তো মারে কে! হাকান ইয়াসিনোগ্লু নামের এক ব্যক্তিকে ১২ দিন পরে ধ্বংসস্তূপের নীচ থেকে জীবিত উদ্ধার করা হল। জানা গিয়েছে, সিরিয়ার সীমান্তের কাছে অবস্থিত হাতায় শহরে একটি ভেঙে পড়া বাড়ির নীচে এতদিন চাপা পড়েছিলেন তিনি।

কীভাবে বেঁচেছিলেন ওই ব্যক্তি

 বাঁচিয়ে রেখেছিল পাথর থেকে চুইয়ে পড়া বৃষ্টির জল, ভূমিকম্পের ১২ দিন পর ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার হলেন হাকান। চলতি মাসের ৬ তারিখ ভোররাতে ভয়াবহ ভূমিকম্পে (Turkey Earthquake) কেঁপে উঠেছিল তুরস্ক ও সিরিয়া। রিখটার স্কেলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প এবং তারপরে শতাধিক আফটারশকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দুই দেশ। উদ্ধারকাজ (Rescue Work) চালাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত, ৭টি বিমানে পাঠানো হয়েছে ত্রাণ। উদ্ধারকাজের নাম দেওয়া হয়েছে অপারেশন দোস্ত। বিগত ১২দিন ধরে টানা উদ্ধারকাজ চলছে। জানা গেছে, চলতি সপ্তাহের শুরুতেই উদ্ধারকারী দলগুলির তরফে জানানো হয়েছিল যে ধ্বংসস্তূপের নীচ থেকে নতুন করে কাউকে জীবিত অবস্থায় উদ্ধার করার আশা করা হচ্ছে না, কারণ এতদিন কারও পক্ষে বিনা খাবার-জলে বেঁচে থাকা সম্ভব নয়। তবে যত সময় পার হচ্ছে এবং উদ্ধারকাজ চলছে, ততই যেন মিরাকেল ঘটছে। কারণ ধ্বংসস্তূপের নীচ থেকে এখনও জীবিত অবস্থাতেই উদ্ধার করা হচ্ছে অনেককে। এমনই আশ্চর্যজনক ঘটনা ঘটল শুক্রবারও। তুরস্কে ভূমিকম্পের (Turkey Earthquake) ১২দিন পর ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার করা হল বছর ৪৫-র এক ব্যক্তিকে।

ভূমিকম্পে (Turkey Earthqauke) ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য ফিফার

তুরস্কের প্রেসিডেন্ট ইতিমধ্যে বলেছেন, গত ১০০ বছরেও এমন ভূমিকম্প (Turkey Earthquake)কখনও হয়নি। এখনও অবধি মৃত্যু হয়েছে প্রায় ৪৩,০০০ মানুষের। এমন ভয়াবহ পরিস্থিতিতে তুরস্ক এবং সিরিয়ার মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিশ্ব ফুটবলের পরিচালক সংস্থা ফিফা। তাদের তরফে ১০ লক্ষ মার্কিন ডলার সাহায্যের কথা বলা হয়েছে। প্রসঙ্গত, গত শুক্রবার প্রিমিয়র লিগ (ইপিএল) ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লক্ষ পাউন্ড অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিল। এছাড়া উয়েফা এবং উয়েফা ফাউন্ডেশন ফর চিলড্রেন তুরস্ক ও সিরিয়ায় প্রাথমিকভাবে ২ লক্ষ ইউরো সহায়তা করেছে বলে জানা গেছে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share