Twitter: ২৮০ থেকে বেড়ে ৪২০ হচ্ছে ট্যুইট ক্যারেক্টারের সংখ্যা! কী বলছেন ইলন মাস্ক?

elon_musk-sixteen_nine

মাধ্যম নিউজ ডেস্ক: আবার কি বাড়তে চলেছে ট্যুইটারের (Twitter) ক্যারেক্টার সংখ্যা? জল্পনা চলছিলই। এবার তাতে নতুন ইন্ধন জোগালেন সংস্থার বর্তমান মালিক ইলন মাস্ক (Elon Musk)।

একেবারে প্রথমদিকে, ট্যুইট করার ক্ষেত্রে ১৪০টি ক্যারেক্টারের ঊর্ধ্বসীমা ছিল। তারপর, ২০১৮ সালে এই ক্যারেক্টার সংখ্যা বাড়িয়ে ২৮০ করা হয়েছিল। এবার ফের এই সংখ্যা বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। যদিও এ ব্যাপারে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি ট্যুইটার (Twitter) কর্তৃপক্ষের তরফে। 

অক্টোবর মাসের শেষদিকে ট্যুইটারের (Twitter) দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক। একের পর এক কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তে খবরের শিরোনামে থেকেছেন বারবার। তাঁর আমলে একাধিক পরিবর্তনও দেখা গিয়েছে এই মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্মে। ট্যুইট করার ক্ষেত্রে এবার ক্যারেক্টার সংখ্যা বাড়ানোর ভাবনাচিন্তা চালাচ্ছে তাঁর সংস্থা, এমন ইঙ্গিত দিয়ে রাখলেন ইলন মাস্ক।

শোনা যাচ্ছে, ট্যুইটারের নতুন ভার্সানের (Twitter Features) ক্ষেত্রে ক্যারেক্টার সংখ্যা ২৮০ থেকে বেড়ে ৪২০ হতে পারে। হয়তো, এক সপ্তাহের মধ্যেই এই পরিবর্তন হতে পারে। যদিও নিশ্চিত ভাবে এখনও কিছু জানা যায়নি। এরসঙ্গে এও জানা যাচ্ছে যে, ট্যুইটারে (Twitter) যেসব অ্যাকাউন্ট আগেই নিষিদ্ধ করা হয়েছিল সেগুলোর ক্ষেত্রে ছাড় দেওয়া হতে পারে। 

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ স্টেটাসে দেওয়া যাবে ‘ভয়েস নোট’! কবে আসবে এই নয়া ফিচার?

এক ট্যুইটারাটির প্রস্তাব 

এর আগেও ট্যুইটারের একাধিক নিয়মকানুনে পরিবর্তন এনেছেন ইলন মাস্ক। স্পষ্ট ভাবে তিনি এও জানিয়েছেন যে, নতুন নিয়ম নীতি না মানলে ইউজারকে ট্যুইটার (Twitter) থেকে নিষিদ্ধ করা হতে পারে। সম্প্রতি, এক ট্যুইটারাটি বা ব্যবহারকারী মাস্ককে প্রস্তাব দিয়েছেন যে ট্যুইট করার ক্ষেত্রে ক্যারেক্টার সংখ্যা ২৮০ থেকে বাড়িয়ে ৪২০ করা হোক। সেই ট্যুইটের জবাবে ইলন মাস্ক বলেছেন ভাল আইডিয়া। এর থেকেই অনুমান করা হয়েছে যে ট্যুইট করার ক্যারেক্টার সংখ্যা হয়তো এবার বাড়তে চলেছে সংস্থা।

বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে নতুন ফিচার (Twitter Features) চালু করার আগে হয়তো ট্যুইটারে একটি পোল চালু করতে পারেন ইলন মাস্ক। অর্থাৎ ইউজারদের কাছেই জানতে চাওয়া হবে যে ক্যারেক্টার বাড়ানো উচিত কিনা, আর বাড়ালেও কত সংখ্যা করা উচিত। তারপর ভোটের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। ট্যুইটারে (Twitter) এভাবে ভোটের মাধ্যমেই ‘এডিট’ অপশনও চালু হয়েছিল। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share