Twitter: ‘‘ভুল হয়েছে, ফিরে আসুন…’’! বহু ছাঁটাই কর্মীকে পুনরায় কাজে যোগ দেওয়ার আবেদন ট্যুইটারের

4ct85lo8_twitter-officesan-franciscoafp-_625x300_05_November_22

মাধ্যম নিউজ ডেস্ক: ট্যুইটারের (Twitter) দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক কাণ্ড ঘটেই চলেছে। প্রথমেই ট্যুইটারের শীর্ষ কর্তাদের ছাঁটাই করা হয়েছে। সেই তালিকায় ছিল সংস্থার ভারতীয় বংশোদ্ভূত সিইও পরাগ আগরওয়াল। আর এরপরেই শুরু হয়েছে গণছাঁটাই। গত শুক্রবারই প্রায় ৩ হাজার ৭০০ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। কিন্তু এরই মধ্যে ঘটে গেল আরেকটি ঘটনা। ছাঁটাই করা কর্মীদের মধ্যে কিছু জনকে ফিরে আসার জন্য অনুরোধ করা হয়েছে। যাদের ফের চাকরিতে ফিরে আসার জন্য বাছাই করা হয়েছে, তাঁদের ইমেল পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, ইলন মাস্কের কর্মী ছাঁটাই নিয়ে ট্যুইট করেছিলেন ট্যুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। তিনি ট্যুইটারের (Twitter) এমন পরিস্থিতির জন্য কর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছিলেন, কাজ করা সমস্ত লোকই খুবই প্রতিভাবান। যতই কঠিন সময়ের মধ্যে তাঁরা যাক না কেন ঠিক একটা রাস্তা তাঁরা খুঁজে নেবেন। তবে তিনি মনে করেন বহু মানুষ তাঁর উপর ক্ষুব্ধ, তাঁর কারণেই প্রত্যেকে এমন অবস্থার মধ্যে পড়েছে। এর জন্য তিনি সবচেয়ে বেশি ক্ষমাপ্রার্থী। ফলে এমন ট্যুইট দেখেই ইলনের বোধদয় হয়েছে কিনা তা নিয়েই জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন: কর্মী ছাঁটাই শুরু করেছে ট্যুইটার, ভয় বাড়ছে H1B ভিসাধারীদের

কিন্তু সূত্রের খবর অনুযায়ী, ইলন মাস্ক জানিয়েছেন, কিছু কর্মীকে ভুলবশত ছাঁটাই করা হয়েছিল। তাঁদেরকেই আবার ফিরে আসতে বলা হচ্ছে। এছাড়া, যাঁদের ফিরে আসতে বলা হচ্ছে, তাঁদের মধ্যে এমন কেউ কেউ রয়েছেন, যাঁদের কর্মদক্ষতা ভাল ভাবে যাচাই করা হয়নি। এছাড়াও কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া খুব তাড়াহুড়োতে হয়েছে। যদিও এই বিষয়ে সোশ্যাল মিডিয়ার তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

আবার ছাঁটাইয়ের পর শুক্রবার মাস্ক ট্যুইট করে বলেন, সংস্থার কাছে দ্বিতীয় কোনও বিকল্প নেই। এতে প্রত্যেক দিন ৪০ লাখ ডলার ক্ষতি হচ্ছে। চাকরিচ্যুত কর্মীদের তিন মাসের প্যাকেজ দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে, যা প্রয়োজনের চেয়ে ৫০ শতাংশ বেশি বলে দাবি করেন ট্যুইটারের (Twitter) নয়া মালিক।

সত্যিই কোনও ভুলবশত কর্মীদের ছাঁটাই করা হয়েছিল, নাকি ইলন তাঁর সিদ্ধান্তে অনুতপ্ত হয়ে এমন করেছে নাকি জ্যাকের ট্যুইটের ফলে এমন সিদ্বান্ত, পুরো বিষয়টি নিয়েই জল্পনা তুঙ্গে।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share