Kashmir: কাশ্মীরে তুষারঝড়ের কবলে পড়ে নিহত দুই বিদেশি পর্যটক

kashmir(1)

মাধ্যম নিউজ ডেস্ক: তুষার ধসের কারণে জম্মু-কাশ্মীরের (Kashmir) গুলমার্গে দুই বিদেশি পর্যটকের মৃত্যু। জানা গিয়েছে ওই দুই পর্যটকের বাড়ি পোল্যান্ডে। ১৯ জন বিদেশি পর্যটককে  উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। বারামুলা পুলিশ সূত্রে খবর, গুলমার্গের পর্যটন কেন্দ্র হাপাথখুদ আফারওয়াতে হঠাৎ করেই তুষার ধস নামে। এর ফলে বরফের তলায় চাপা পড়েন বিদেশি পর্যটকরা। পরে তাঁদের মধ্যে ১৯ জনকে উদ্ধার করা সম্ভব হলেও মৃত্যু হয় দু’জনের।

লাদাখেও একই ঘটনা ঘটে গত রবিবার

 প্রসঙ্গত, গত রবিবার লাদাখের কার্গিলে একইরকমের তুষার ধসের কারণে  মৃত্যু হয় মা ও তাঁর কিশোরী মেয়ের। সেই ঘটনার দু’দিনের মাথায় এবার তুষার ধসে মৃত্যু হল দুই বিদেশি পর্যটকের। গত কয়েকদিন ধরেই কাশ্মীরের (Kashmir) বিভিন্ন এলাকায় শুরু হয়েছে তুষারপাত। 

আরও পড়ুন: বাজেটে গোবর্ধন প্রকল্পে বরাদ্দ ১০,০০০ কোটি, জানেন এই প্রকল্প আসলে কী?

শোকজ্ঞাপন করলেন কাশ্মীরের (Kashmir)  লেফটেন্যান্ট গভর্নর
 

এই ঘটনায় গভীর শোকজ্ঞাপন করেছেন মনোজ সিনহা, নিজের ট্যুইটারে তিনি লেখেন, আমি মর্মাহত এই ঘটনায়। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তুষারঝড়ের এই ঘটনায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে সমস্ত রকমের সহযোগিতা করবে কাশ্মীরের প্রশাসন।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share