মাধ্যম নিউজ ডেস্ক: আজ, সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এটি হল মোদি ২.০ সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। এই নিয়ে পঞ্চম বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই সঙ্গে নিয়ে এলেন মধ্যবিত্তদের জন্য সুখবর। এই বাজেটে প্রত্যাশা মতই ব্যক্তিগত আয়করে বড় ছাড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ৫ লক্ষ টাকা থেকে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বেড়ে ৭ লক্ষ টাকা হল। অর্থাৎ বছরে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয় হলে আয়করে ছাড় পাওয়া যাবে। নতুন ট্যাক্স রেট অনুযায়ী, এখন ৩ লক্ষ টাকা পর্যন্ত কোনও আয়কর দিতে হবে না। ৩ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত ৫ শতাংশ আয়কর। ৬ লক্ষ থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত ১০ শতাংশ আয়কর।
বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর
নয়া আয়কর ব্যবস্থা অনুযায়ী, বছরে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয় হলে আয়করে ছাড়। এ দিন বাজেট পেশের সময় এমনটাই ঘোষণা করলেন নির্মলা সীতারামন। উল্লেখ্য, এর আগে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয় হলে ছিল আয়করে ছাড়। আজ সেটিই বৃদ্ধি করা হল। আর এর ফলে চাকরিজীবীদের অনেক স্বস্তি হবে বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি, কারও বছরে ৯ লক্ষ টাকা পর্যন্ত আয় হলে ৪৫ হাজার টাকা আয়কর দিতে হবে। যা আগের তুলনায় ২৫ শতাংশ কম। যাঁর ১৫ লক্ষ টাকা বাৎসরিক আয় তাঁকে দেড় লক্ষ টাকা কর দিতে হবে। আগে দিতে হত ১ লক্ষ ৮৭ হাজার টাকা। ফলে অনেকটাই সাশ্রয় হবে সাধারণ মানুষের।
আরও পড়ুন: আবাস যোজনায় বরাদ্দ বৃদ্ধি থেকে আয়করে ছাড়, বাজেটে কী কী বললেন নির্মলা?
একনজরে নতুন কর কাঠামো জেনে নিন
নতুন কর ব্যবস্থায়, ৩ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ে করের হার হবে শূন্য শতাংশ।
৩ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ে আয়কর দিতে হবে ৫ শতাংশ হারে।
বাৎসরিক আয় ৬ লক্ষ টাকা থেকে ৯ লক্ষ টাকা হলে কর দিতে হবে ১০ শতাংশ।
৯ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ে আয়কর দিতে হবে ১৫ শতাংশ হারে।
বাৎসরিক আয় ১২ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ টাকা হলে কর দিতে হবে ২০ শতাংশ।
১৫ লক্ষ টাকার বেশি করযোগ্য আয়ে আয়কর দিতে হবে ৩০ শতাংশ হারে।
+ There are no comments
Add yours