Sonali Phogat: বিজেপি নেত্রী সোনালি ফোগাটের রহস্যমৃত্যুর তদন্তে সিবিআই, নির্দেশ স্বরাষ্টমন্ত্রকের

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে চিঠি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।
ee74576c1b45abc424d96dab82e438a0166150612843825_original
ee74576c1b45abc424d96dab82e438a0166150612843825_original

মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি তারকা নেত্রী সোনালি ফোগাটের (Sonali Phogat) রহস্যময় মৃত্যুর তদন্ত করবে সিবিআই (CBI)। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সেই নির্দেশের কথা জানানো হয়েছে। ২৩ অগাস্ট গোয়ায় মৃত্যু হয় তাঁর। তাঁর মৃত্যু স্বাভাবিক নয় জানিয়ে খুনের অভিযোগ তুলেছিল তাঁর পরিবার। সোনালি মামলার তদন্ত চালাচ্ছিল গোয়া পুলিশ। তবে গোয়া পুলিশে অনাস্থা প্রকাশ করেছিল তাঁর পরিবার। বারবার সিবিআই তদন্তের দাবি করেছিল তাঁরা। এরপরেই সিবিআই তদন্তের দাবি মেনে নিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে চিঠি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এর পরেই সোনালি খুনের তদন্তভার সিবিআইকে দেওয়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

সোনালির মৃত্যুর প্রসঙ্গে গোয়ার মুখ্যমন্ত্রী জানান, তিনি গোয়া পুলিশের তদন্তের ওপর ভরসা করেন। কিন্তু হরিয়ানার মানুষ, সোনালির পরিবার বিশেষত, সোনালির মেয়ের ক্রমাগত দাবির ফলে তাঁরা এই ঘটনার তদন্ত ভার সিবিআইকে দিচ্ছে। এই ব্যাপারে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন। ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও সিবিআই তদন্তে সম্মতি দিয়েছে।

আরও পড়ুন: বিজেপি নেত্রী সোনালি ফোগাট খুনে নয়া মোড়, এ কী বললেন তাঁর সহকারী?

জানা গিয়েছে, গত রবিবার সিবিআই তদন্তের দাবিতে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের সঙ্গে দেখা করে সোনালির পরিবার। গোয়া পুলিশের (Goa Police) তদন্তে উপর অনাস্থা প্রকাশ করে তাঁরা। পরিবারের সেই দাবি হরিয়ানার মুখ্যমন্ত্রী পাঠিয়ে দেন গোয়ার মুখ্যমন্ত্রীর কাছে। এরপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রকের এই সিদ্ধান্তে খুশী সোনালির পরিবার।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৩ অগস্ট গোয়ায় হয় সোনালি ফোগাটের। হাসপাতাল থেকে প্রথমে জানা হয়েছিল যে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন অভিনেতা তথা রাজনীতিবিদ। কিন্তু সোনালির পরিবার এই ঘটনাকে খুন বলে দাবি করে। এরপরেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে এই মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধে। এখনও পর্যন্ত এই মামলায় সোনালির দুই সহকারী-সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে গোয়া পুলিশ। দুই ব্যক্তিগত সহকারী সুধীর সাঙ্গোয়ান এবং সুখবিন্দ্র ওয়াসির সহ ৫ জনকে গ্রেফতার করেছে গোয়া পুলিশ। এবারে সিবিআই তদন্তে আসল দোষী ধরা পড়বে বলে আশা করেছে সোনালির পরিবার।

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles