US Visa: জয়শঙ্কর এফেক্ট! ভারতীয়দের জন্য ১ লক্ষ ভিসা স্লট খুলছে আমেরিকা, কমবে অপেক্ষাও

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে ভিসার জন্য অপেক্ষার সময় কাল কম করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
visa
visa

মাধ্যম নিউজ ডেস্ক: নভেম্বরের মাঝামাঝি সময় থেকে ছাত্র ভিসার ইন্টারভিউ শুরু করতে চলেছে মার্কিন প্রশাসন। মার্কিন দূতাবাস বিষয়ক মন্ত্রী ডন হেফালিন। এছাড়াও সামনের কিছু সপ্তাহে যুক্তরাষ্ট্র সরকার ১০০০০০ ভিসা স্লটও খুলবে। মূলত যারা প্রথমবার ভিসার আবেদন করবেন এই ভিসাগুলি তাদের জন্য। একটি ট্যুইটে হেফলিন জানান, যারা কোভিডের সময় থেকে এই দেশে পড়ে রয়েছেন নিজের পরিবারের সঙ্গে দেখা করতে পারেননি তাদের প্রতি সহানুভূতি দেখেই এই সিদ্ধান্ত। একটি ট্যুইটে হেফলিন জানান, যারা কবিদের সময় থেকে এই দেশে পড়ে রয়েছেন নিজের পরিবারের সঙ্গে দেখা করতে পারেননি তাদের প্রতি সহানুভূতি দেখাতেই এই সিদ্ধান্ত।   

আরও পড়ুন: ভারতীয়দের মার্কিন ভিসা পেতে এত দেরি হচ্ছে কেন? ব্লিঙ্কেনকে প্রশ্ন জয়শঙ্করের   

 

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে ভিসার জন্য অপেক্ষার সময় কাল কম করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মূলত যারা ব্যবসা এবং টুরিস্ট ভিসার জন্য আবেদন করেছেন তারা খুব তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট পাবেন। এই মুহূর্তে ভিসাগুলির জন্য অপেক্ষার সময়কাল ৮০০ দিনেরও বেশি। ভিসার জন্য নভেম্বরের মাঝামাঝি সময় থেকে ইন্টারভিউ শুরু করবে দূতাবাস। চলবে ডিসেম্বর পর্যন্ত। এফ এবং এমজে ভিসার আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।     

সম্প্রতি মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের (Antony Blinken) সঙ্গে এক বৈঠকে ভিসা প্রসঙ্গ তোলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)।  যেখানে পাকিস্তান বা চিন ১-২ দিনেই মার্কিন ভিসা (US Visa) পেয়ে যাচ্ছে, সেখানে ভারতীয়দের ৮০০- রও বেশি দিন অপেক্ষা করতে হচ্ছে কেন? এই প্রশ্ন করেন জয়শঙ্কর। এর উত্তরে মার্কিন বিদেশমন্ত্রী জয়শঙ্করকে আশ্বস্ত করে বলেন এই সমস্যার দ্রুত সমাধান পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র। আর তারপরেই মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত সামনে এল। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles