UP Girl Murdered: উত্তরপ্রদেশে প্রাক্তন প্রেমিকাকে খুন করে, দেহের ছ টুকরো করল যুবক

UP_Girl_Murder

মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশেও (UP Girl Murdered) এবার শ্রদ্ধা ওয়ালকার হত্যার ছায়া। আফতাবের মতোই আরও এক প্রেমিক, প্রেমিকাকে খুন করে তার দেহ ছ টুকরো করে কুয়োয় ফেলে দিল। তবে এবার প্রাক্তন প্রেমিকা। অভিযুক্তের নাম প্রিন্স যাদব। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আজমগড়ে। ইতিমধ্যেই প্রিন্সকে গ্রেফতার করেছে ইউপি পুলিশ। জানা গিয়েছে, গত ১৫ নভেম্বর আজমগড়ের পশ্চিমী গ্রামের একটি কুয়োয় এক যুবতীর দেহের টুকরো ভাসতে দেখা যায়। এরপরই শুরু হয় তদন্ত। অর্ধনগ্ন অবস্থায় এক যুবতীর দেহের ছয় টুকরো উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: আইএস আদর্শে অনুপ্রাণিত মেঙ্গালুরু অটো বিস্ফোরণের মূল অভিযুক্ত

জানা গিয়েছে, অভিযুক্তের একটি পিস্তল ছিল। গ্রেফতার করতে গেলে পুলিশ আধিকারিকদের সঙ্গে গুলির লড়াইও চলে তার। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হয় ওই যুবক। এরপরই পুলিশ তাকে ওই মহিলার মাথা শনাক্ত করতে নিয়ে যায়।

 


হাড় হিম করা ঘটনা

ধৃত প্রিন্স যাদব উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা। এলাকারই বাসিন্দা আরাধনার সঙ্গে এক বছর আগে সম্পর্ক ছিল তার। তবে সম্প্রতি ভেঙে যায় সেই সম্পর্ক। অন্যত্র বিয়ে ঠিক হয়ে যায় তরুণীর। তা মেনে নিতে পারছিল না সেই যুবক। বারবার সম্পর্কে ফিরে আসার জন্য চাপ দিচ্ছিল তরুণীকে। সেই প্রস্তাবে রাজি হয়নি তরুণী, আর তাতেই এই মর্মান্তিক পরিণতি। অভিযোগ, এরপর গত ৯ নভেম্বর প্রাক্তন প্রেমিকা আরাধনার সঙ্গে দেখা করতে চায় প্রিন্স। দেখা করতে রাজি হন আরাধনা। প্রিন্সের সঙ্গে দেখা হলে তার বাইকে ওঠেন। দুজনে বাইকে চড়ে স্থানীয় একটি মন্দির সংলগ্ন আখ খেতে যায়। তারপর থেকেই নিখোঁজ তরুণী। আর বাড়ি ফেরা হয়নি তাঁর। এরপরেই তরুণীর পরিবারের লোকজন পুলিশের শরণাপন্ন হন। পুলিশ তদন্তে নামলে গোটা ঘটনা সামনে আসে। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ।     

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share