US Jet: কানাডার আকাশে ওড়া ‘রহস্যময় বস্তু’ গুলি করে নামাল মার্কিন ফাইটার জেট

US_Jet

মাধ্যম নিউজ ডেস্ক: ফের কানাডার আকাশে ওড়া ‘অজ্ঞাত বস্তু’ গুলি করে নামাল কানাডা-মার্কিন সেনা (US Jet)। এর একদিন আগেই আলাস্কাতে একটি অজ্ঞাত বস্তু গুলি করে নামিয়েছিল আমেরিকা। এই নিয়ে এটি দ্বিতীয় ঘটনা। এই ঘটনার সঙ্গে কারা জড়িত এখনও তা জানা যায়নি। তবে জানানো হয়েছে, কানাডা এবং আমেরিকা এফ-২২ যুদ্ধবিমান উড়িয়ে অজ্ঞাত বস্তুটিকে গুলি করিয়ে নামায়। কানাডার প্রধানমন্ত্রী নিজে এই অজ্ঞাত বস্তু গুলি করার নির্দেশ দিয়েছিলেন।

কী জানা গেল? 

উল্লেখ্য, এর আগে আমেরিকার আকাশে উড়তে দেখা গিয়েছিল একটি চিনা বেলুনকে। মিসাইল ছুড়ে সেই বেলুনকে নামায় মার্কিন সেনা (US Jet)। সেই বেলুন নিয়ে চাঞ্চল্যকর দাবি করে এক রিপোর্টে বলা হয়েছিল, ভারত ও জাপান-সহ বেশ কয়েকটি দেশকে নিশানা করেছে চিনের এই ‘গুপ্তচর’ বেলুন। এই আবহে ৪০টি ‘বন্ধুরাষ্ট্র’কে সতর্ক করেছিল আমেরিকা। প্রথম থেকেই অভিযোগ ছিল, হোয়াইট হাউজের গোপন তথ্য জানতে হানা দিচ্ছে চিনের গুপ্তচর বেলুন। আমেরিকার পর পর লাতিন আমেরিকার আকাশেও দেখা গিয়েছিল সেই বেলুনটি। এই পরিস্থিতিতে চিনের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে আমেরিকার। সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন তাঁর চিন সফর বাতিল করেছেন।

একটি টুইট করেন কানাডার (US Jet) প্রধানমন্ত্রী। ট্যুইটে ট্রুডো লেখেন, ‘‘কানাডার আকাশে একটি অপরিচিত বস্তু উড়তে দেখে আমি সঙ্গে সঙ্গে গুলি করে নামানোর নির্দেশ দিয়েছি। নোরাড কমান্ড ওই বস্তু গুলি করে নামিয়েছে। কানাডা এবং আমেরিকার যৌথ প্রচেষ্টায় এই অভিযান সফল হয়েছে।’’ 

আরও পড়ুন: জটে জমি আটকে রেল-৪: থমকে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ৪ প্রকল্প

জানা গেছে, এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (US Jet) সঙ্গেও কথা হয়েছে ট্রুডোর। এমনকী কানাডার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রীও বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। দু’দেশের রাষ্ট্রপ্রধানরা এই বিষয়ে একসঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।

প্রসঙ্গত, শুক্রবার প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে আলাস্কার (US Jet) উত্তর উপকূলের কাছে প্রায় ৪০,০০০ ফুট উচ্চতায় একটি ছোট গাড়ির আকারের উড়ন্ত বস্তুকে একটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে। পেন্টাগনের প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার জানান, বৃহস্পতিবার আমেরিকার আকাশসীমায় এই বস্তুটি প্রথম দেখা যায়। এটি কোথা থেকে এসেছে তা এখনও জানা যায়নি।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share