Unarmed Minuteman III: নিরস্ত্র আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল যুক্তরাষ্ট্র

WhatsApp_Image_2022-09-08_at_845.14_PM

মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার দ্বিতীয় নিরস্ত্র আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (unarmed intercontinental ballistic missile) পরীক্ষা করল যুক্তরাষ্ট্র । প্রথম ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার একমাস কাটতে না কাটতেই দ্বিতীয়টির পরীক্ষা সারল বাইডেনের দেশ। প্রথমটির পরীক্ষা দুবার পেছনো হয়েছিল। কিন্তু এবার এক বারেই শেষ হল দ্বিতীয়টির পরীক্ষা। 

আরও পড়ুন: আমেরিকায় ঘুরতে যাবেন! জানেন ভিসা পেতে কতদিন অপেক্ষা করতে হবে?

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে অবাক হয়েছেন অনেকেই। ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা আগেই ঘোষণা করেছিল ওয়াশিংটন। মার্কিন বায়ুসেনা দাবি করেছে, ‘মিনিটম্যান থ্রি’(Minuteman III) ক্ষেপণাস্ত্রটিতে তিনিটি টেস্ট রি-এন্ট্রি ভেহিকল রয়েছে। বুধবার ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ বিমানবাহিনীর ঘাঁটি থেকে ‘মিনিটম্যান থ্রি’ ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। 

এর আগে ১৬ অগাস্ট, পরমাণু অস্ত্রবহনে সক্ষম দূরপাল্লার আন্তঃমহাদেশীয় প্রথম ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। মিনিটম্যান-থ্রি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলটি ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ বিমানঘাঁটি থেকে নিক্ষেপ করা হয়। মার্শাল দ্বীপপুঞ্জের কাছে ৪২০০ মাইল পথ পাড়ি দেয় মিসাইলটি। মার্কিন বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ১২টা ৪৯ মিনিটে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছিল। তারা পারমাণবিক অস্ত্র ব্যবস্থার কার্যকারিতা এবং সুরক্ষা ‘বৈধ ও যাচাই’ করতে একটি নিরস্ত্র মিনিটম্যান থ্রি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এই পরীক্ষাটি গত ৪ অগাস্টে হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা পিছিয়ে দেওয়া হয়। 

আরও পড়ুন: মার্কিন মুলুকে ছেলেকে নিয়ে রেস্তোরাঁয় গিয়েছিলেন জয়শঙ্কর, সেখানে কী হল জানেন?  

মিসাইল উৎক্ষেপনের পর মার্কিন বিমানবাহিনী এক বিবৃতিতে জানায়, নিয়মিত ও রুটিন পরীক্ষার অধীনেই এই মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে। এর সঙ্গে রাশিয়া যুদ্ধের কোনও সম্পর্ক নেই। একবিংশ শতাব্দীর হুমকি রোধ করতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রতিরোধক ব্যবস্থা যে নিরাপদ, নির্ভরযোগ্য ও কার্যকরী —তা দেখানোই এই পরীক্ষার উদ্দেশ্য। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, এর আগেও তিন’শ  বার এধরনের পরীক্ষা চালানো হয়েছে। তবে বর্তমান বিশ্ব পরিস্থিতির সঙ্গে এই পরীক্ষার কোনও যোগ নেই বলে বিবৃতিতে বলা হয়েছে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share