Uttarkashi Uttarakhand: উত্তরকাশীতে ভূমি ধসে মৃত্যু মিছিল! মিলল আরও পাঁচজনের দেহ

Uttarkashi_Avalanche

মাধ্যম নিউজ ডেস্ক: নবমীর দিনে উত্তর কাশীতে তুষার ধসের (Uttarkashi Avalanche) ঘটনায় মৃত আরও পাঁচজনের দেহ উদ্ধার করা হল (Five More Bodies Discovered)৷ আবহাওয়া খারাপ থাকায় উদ্ধার কাজে সময় লাগছে বলে জানা গিয়েছে। সোমবার এই পাঁচটি দেহ মতলির (Matli) আইটিবিপি ক্য়াম্পে (ITBP Camp) নিয়ে আসা হয় ৷ এর আগে ২৬টি দেহ মিলেছিল।

আরও পড়ুন: যদি আমরা ১০ সেকেন্ড সময়ও পেতাম, আমরা আরও জীবন বাঁচাতে পারতাম…   

গত মঙ্গলবার, প্রায় ১৭ হাজার ফুট উচ্চতায় ‘দ্বিতীয় দ্রৌপদী কা দন্ড’ শিখরে আছড়ে পড়ে ওই তুষারধস। নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং-র ৬১ জন শিক্ষানবিশের একটি দল তখন তাঁদের ক্যাম্পে ফিরছিলেন। বিপর্যয়ের ধাক্কায় ৩৪ জন শিক্ষানবিশ ও তাঁদের ৭ প্রশিক্ষক আটকে পড়েন বলে ইনস্টিটিউটের তরফে জানানো হয়েছিল। বিপর্যয়ের মধ্যেই তাঁদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেন রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, ভারতীয় বায়ুসেনা, সেনা ও আইটিবিপির সদস্যরা। 

আরও পড়ুন: “কোমর্বিডিটি থাকলে…”, চারধাম পুণ্যার্থীদের বিশেষ পরামর্শ উত্তরাখণ্ড প্রশাসনের

উত্তর কাশীর জেলাশাসক অভিষেক রুহেলা জানিয়েছেন, সামিট ক্যাম্প ও তার আশপাশেই দেহগুলি খুঁজে পান উদ্ধারকারী দলের সদস্যরা ৷ তিনি আরও জানান, এই ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে বলে তাঁদের কাছে খবর রয়েছে ৷ কিন্তু, সেই ব্যক্তির দেহ এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি ৷ এছাড়াও তুষার ধসের পর থেকে আরও দু’জনের সন্ধান পাওয়া যাচ্ছে না ৷ গত ৪ অক্টোবর থেকে এই তল্লাশি অভিযান শুরু হলেও এখনও তা চলছে ৷ জেলাশাসক জানিয়েছেন, তুষার ধসের পরই ক্ষতিগ্রস্ত এলাকায় নতুন করে তুষারপাত হয় ৷ ফলে দুর্গতরা সকলেই বরফের চাদরে ঢাকা পড়ে যান ৷ উপরন্তু, গত কয়েকদিন ধরে আবহাওয়া অনুকূলে নেই ৷ অবস্থা ক্রমশ খারাপ হয়েছে। যখনই আবহাওয়া অনুকূলে এসেছে তখনই উদ্ধার কাজ শুরু করা হয়েছে। এখনও দুই পর্বতারোহীর জীবিত থাকার আশা ছাড়তে নারাজ উদ্ধারকারীরা ৷ নিখোঁজদের সন্ধান চালিয়ে যাচ্ছেন তাঁরা ৷ পাশাপাশি, আরও একটি মৃতদেহের খোঁজও চালাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা ৷ দ্রুত এই অভিযান সম্পন্ন হবে বলে জানান জেলাশাসক। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share