মাধ্যম নিউজ ডেস্ক: ফের হামলা বন্দে ভারত এক্সপ্রেসে। মালদা, নিউ জলপাইগুড়ি, বিহারের মাঙ্গুরজান, বারসইের পর এবারে চন্দরনগর ও বর্ধমান স্টেশনের মাঝপথে বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় বলে জানা গিয়েছে। এই নিয়ে চতুর্থ দিন হামলার মুখে বাংলার প্রথম সেমি হাইস্পিড ট্রেন। সোমবার হাওড়া থেকে বন্দে ভারত বর্ধমানে ঢোকার মুখে পাথর ছোড়া হয় বলে অভিযোগ করেন যাত্রীরা। রেল সূত্রে খবর, আজ সকাল ৬ টা ৪০ মিনিট নাগাদ হুগলির চন্দরনগর ও বর্ধমানের মাঝামাঝি ছোড়া হয়েছে জানালা। ফলে বন্দে ভারত ট্রেনে পাথর হামলার ঘটনায় প্রবল চাঞ্চল্য। বারবার বন্দে ভারত এক্সপ্রেসে পাথর-হামলায় আতঙ্কিত যাত্রীরা। যদিও রেলের তরফে সরকারিভাবে এখনও এ বিষয়ে কিছু জানা যায়নি।
ফের ‘পাথরবৃষ্টি’ বন্দে ভারত এক্সপ্রেসে
উদ্বোধনের পর থেকেই বার বার হামলার নিশানায় বাংলার বন্দে ভারত এক্সপ্রেস। সেই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। একইসঙ্গে প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তাও। ২ জানুয়ারি প্রথম বন্দে ভারত এক্সপ্রেসে হামলা হয়। সেদিন মালদার কুমারগঞ্জ স্টেশন পার করার সময়ে ট্রেনের সি ১৩ কোচে পাথর ছোড়া হয়েছিল। এর পর দিন ঘুরতে না ঘুরতেই ফের হামলা হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেসে। সেদিন হামলা হয়েছিল নিউ জলপাইগুড়িতে। যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের সি-৩, সি-৬ কামরা। তার পরের দিনই বিহারের মাঙ্গুরজানে বন্দে ভারতের ওপর পাথর হামলা হয়। আবার বিহারের বারসইয়েও উঠেছে পাথর হামলার অভিযোগ। আর আজও একই অভিযোগ উঠল। ফলে এই নিয়ে যাত্রী নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ছে।
আরও পড়ুন: মজা করেই পাথর নিক্ষেপ বন্দে ভারত এক্সপ্রেসে! জেরায় জানাল ধৃত তিন নাবালক
হামলায় প্রতিক্রিয়া যাত্রীদের
আজকের ঘটনা দিয়ে বিগত ৮ দিনে মোট ৪ বার হামলা করা হল বন্দে ভারত এক্সপ্রেসে। ফলে এই সব ঘটনায় এনআইএ তদন্তের দাবি তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি নেতাদের অভিযোগের আঙুল ছিল শাসকদলের দিকে। অন্যদিকে আজ এক যাত্রীকে বলেত শোনা যায়, “বারবার, একের পর এক প্রতিদিনই হচ্ছে… এত ভালো ট্রেন পেয়েছি আমরা। এটা নিয়ে কী হচ্ছে। মুখ্যমন্ত্রীর এটা নিয়ে শক্ত পদক্ষেপ করা উচিত।” এছাড়াও এদিনের ঘটনায় এই ট্রেনে যাত্রা করা সাধারণ যাত্রীরা জানিয়েছেন, যারা এই কাজ করছেন তাঁরা অন্যায় করছেন। কঠোর শাস্তি হচ্ছে না বলেই এমন ঘটনা ঘটছে বার বার।
Leave a Reply