Viral Video: দিদি কাঁদছে, চোখের জল মুছে দিচ্ছে ছোট্ট ভাই, আবেগে ভাসল নেটদুনিয়া

viral

মাধ্যম নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়া আসার ফলে আজকাল কত কিছুই না ভাইরাল হয়ে উঠছে! কখনও সেগুলি মানুষকে আনন্দে ভরিয়ে তোলে আবার কখনও তা আবেগপ্রবণ করে তোলে নেটিজেনদের। সম্প্রতি ভাইরাল হল সেরকমই এক মিষ্টি মুহূর্তের ভিডিও। এই ভিডিও-তে এক ভাই-বোনের মধুর সম্পর্ক ক্যামেরাবন্দি হয়েছে, আর যা দেখে আবেগঘন হয়ে পড়েছে নেটিজেনরা।

ভিডিও-তে কী দেখা গেল?

ভিডিওতে দেখা গিয়েছে, এক ২৫ বছরের মেয়ে কাঁদছে, আর তাকেই সান্ত্বনা দিচ্ছে, তাঁর ৭ বছরের ছোট্ট ভাই। আর এই আবেগ ভরা ভিডিওই নেটিজেনের কাঁদিয়ে দিয়েছে। দিদির প্রতি ভাইয়ের ভালোবাসা, যত্ন দেখে এই খুদে সবার মন জয় করে নিয়েছে।

ভিডিওটি ইনস্টাগ্রামে PAPz নামে এক ব্যবহারকারী শেয়ার করেছেন। এটিতে দেখা যায়, ২৫ বছরের মেয়েটি চেয়ারে বসে আছে ও ছেলেটি তার দিদির পাশে দাঁড়িয়ে আছে। তাঁর মন খারাপ এবং তাঁর চোখে জল ছিল। ছেলেটি তখন তাঁর চোখের জল মুছে দেয় এবং তার দিদিকে জিজ্ঞেস করে, সে ঠিক আছে কিনা। এই ছোট ক্লিপটিতে দুই ভাইবোনের স্বার্থহীন ভালোবাসাই সবার নজর কেড়েছে।

[insta]https://www.instagram.com/reel/Ckpif4UOdf7/?utm_source=ig_web_copy_link[/insta]

ভিডিওটি শেয়ার করে ব্যবহারকারী লিখেছেন, “এটি গত বছর, ২০২১ সালে ঘটেছিল। আমার ভাই খেলছিল এবং হঠাৎ সে আমার বোনকে কাঁদতে দেখে সে সবকিছু ছেঁড়ে তার কাছে ছুটে গেল এবং সে ঠিক আছে কিনা তা দেখার করার জন্য। সে বোঝার চেষ্টা করেছিল তার কি হয়েছে। আমার দিকে তাকিয়ে বা আমাকে জিজ্ঞাসা করে আমি কিছু করেছি কি না।”

এই ভিডিওটি ৭ নভেম্বর শেয়ার করা হয়েছিল এবং ইতিমধ্যেই এতে ৬ মিলিয়ন ভিউ এবং চার লাখেরও বেশি লাইক এসেছে। অনেক ইউজার ভিডিওটি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন ও কমেন্ট করেছেন। একজন লিখেছেন, “ছেলেটি জীবনে এক আদর্শ মানুষ হয়ে উঠবে।” অন্য একজন লিখেছেন, “এই মিষ্টি ছেলে এবং তাদের সুন্দর বন্ধনকে ভগবান যেন আশীর্বাদ করে!”

এককথায় বলতে ভাই-বোনের সম্পর্ক সব সম্পর্কের থেকে একেবারেই আলাদা। এই পৃথিবীতে নিজের পরিবারের চেয়ে প্রিয় কেউ হয় না। আর পরিবারের দিদি বা দাদার সঙ্গে ভাই বা বোনের সম্পর্ক হাসি-কান্না-ঠাট্টা-আনন্দ-খুনসুটি সবেতেই ভরা। যার টানই আলাদা। আর বলাই বাহুল্য, এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা মাত্রই তা নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে নিয়েছে ও চোখে জল এনে দিয়েছে।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share