Viral Video: সাফারি জিপের পিছনে দৌড়চ্ছে মত্ত হাতি, রোমহর্ষক ভিডিও শেয়ার আইএএস অফিসারের 

Viral_Video

মাধ্যম নিউজ ডেস্ক: জঙ্গলে সাফারি(Jungle Safari) করতে অনেকেই পছন্দ করেন। কারণ এতে আপনি প্রকৃতির আরও কাছাকাছি পৌঁছতে পারেন। কিন্তু বন্যপ্রাণীরা (wild life) তাদের এলাকায় মানুষের অনুপ্রবেশ যে ভালোভাবে নেবে, তা নাও হতে পারে। সম্প্রতি এমনই কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছেন কিছু পর্যটক। আইএএস অফিসার সুপ্রিয়া সাহু (IAS Officer Supriya Sahu) তাঁর ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে একটি রাগী হাতিকে (Elephant) একটি সাফারি জিপের (Safari Jeep) দিকে দৌড়াতে দেখা যাচ্ছে। ভিডিওটি দেখে আপনার মেরুদণ্ড বরাবর শীতল স্রোত বয়ে যেতে পারে। ক্লিপটিতে দেখা যাচ্ছে, সাফারি জিপটিকে তাড়া করার সময় হাতিটি জোরে জোরে গর্জন করছে। চালক দ্রুত গতিতে জিপটিকে পেছন দিকে চালাচ্ছেন। বেশ খানিকক্ষণ পর হাতিটি হাল ছেড়ে দেয় ও বনে ফিরে যায়। বহুক্ষণের টান টান উত্তেজনার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন পর্যটকরা। 

আরও পড়ুন: এ কি অদ্ভুত কাণ্ড! পোল্যান্ডের গ্রাম থেকে উদ্ধার মহিলা ‘ভ্যাম্পায়ার’-এর কঙ্কাল!

ভাইরাল হওয়া ভিডিওটির (Viral Video) ক্যাপশনে সুপ্রিয়া লেখেন, “আমাকে বলা হয়েছে এটি কর্নাটকের কাবিনী জঙ্গলের। ঠাণ্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলায় চালকের দক্ষতা প্রশংসনীয়। এই ভিডিওটি একজন বন্ধু শেয়ার করেছেন।”  

আরও পড়ুন: অবাক কাণ্ড! লন্ডন থেকে চুরি হওয়া গাড়ি পৌঁছে গেল পাকিস্তানের করাচিতে! ভাইরাল ভিডিও

৩২ সেকেন্ডের ভিডিওটি ট্যুইটারে দেড় হাজারের বেশিবার রিট্যুইট করা হয়েছে। ভিডিওটি দেখেন প্রায় ৩ লক্ষ মানুষ। প্রায় সকলেই চালকের উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন।  

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

 
 
Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share