Rajya Sabha Election :  চলছে রাজ্যসভার নির্বাচন, ৪ রাজ্যে বিশেষ পর্যবেক্ষক, ভিডিওগ্রাফি

rajya_sabha

মাধ্যম নিউজ ডেস্ক: চলছে রাজ্যসভার নির্বাচন (Rajya Sabha Polls)। ভোট চলছে ১৬ আসনে। ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিভিন্ন দলের মিলিয়ে জয়ী হয়েছেন ৪১ জন প্রার্থী। শুক্রবার ভোট হচ্ছে মহারাষ্ট্র, কর্নাটক, রাজস্থান ও হরিয়ানার ১৬টি আসনে। জুলাই মাসে রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election)। তার আগে রাজ্যসভার এই নির্বাচন গুরুত্বপূর্ণ শাসক বিরোধী সব দলের কাছেই।

১৫টি রাজ্য মিলিয়ে রাজ্যসভার মোট ৫৭টি আসনে ভোট হওয়ার কথা ছিল। ৪১ জন আগেই জয়ী হয়ে যাওয়ায় ভোট হচ্ছে ১৬টি আসনে। এই ৫৭টি আসনের মধ্যে ২৩টিরই রাশ রয়েছে বিজেপির হাতে। কংগ্রেসের দখলে ৮টি। বাকি আসনগুলি রয়েছে অন্যান্য রাজনৈতিক দলের দখলে। রাজ্যসভা থেকে যাঁরা অবসর নিয়েছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হল কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল, মুখতার আব্বাস নাকভি, কপিল সিবাল, পি চিদাম্বরম প্রমুখ।  নির্বাচন ঘিরে চার রাজ্যে নিয়োগ করা হয়েছে বিশেষ পর্যবেক্ষক (Special Observers)। পুরো ভোটপর্ব ভিডিওগ্রাফি (Videography) করা হচ্ছে।  চার রাজ্যের ১৬টি আসনে ভোট হলেও, জোর লড়াই হচ্ছে মূলত রাজস্থান ও মহারাষ্ট্রে।

আরও পড়ুন : শিয়রে রাজ্যসভা ভোট, বিধায়কদের ‘লুকিয়ে’ রাখছে আতঙ্কিত কংগ্রেস?

এদিকে, রাজস্থান ও মহারাষ্ট্রে বিধায়কদের রিসর্ট-বন্দি করা হয়েছে। রাজ্যসভা নির্বাচনে সর্বাধিক শূন্য পদ রয়েছে উত্তর প্রদেশে। সেখানে আসন সংখ্যা ১১টি। এর পরেই তালিকায় রয়েছে মহারাষ্ট্র ও তামিলনাড়ুর নাম। বিহারে পাঁচটি, কর্নাটক, রাজস্থান ও অন্ধ্রপ্রদেশে ৪টি করে আসন শূন্য রয়েছে। মধ্যপ্রদেশ ও ওড়িশায় শূন্য আসন রয়েছে তিনটি করে। পাঞ্জাব, ঝাড়খণ্ড, হরিয়ানা, ছত্তিশগড় ও তেলঙ্গানায় ফাঁকা আসন রয়েছে ২টি করে। উত্তরাখণ্ডে শূন্য পদের সংখ্যা একটি। এই রাজ্যসভা নির্বাচনে যেসব প্রার্থীর ওপর বিশেষ নজর রয়েছে তাঁরা হলেন, বিজেপির নির্মলা সীতারামণ, পীযূষ গয়াল, কংগ্রেসের রণদীপ সিং সুরজেওয়ালা, জয়রাম রমেশ, মুকুল ওয়াসনিক এবং শিবসেনার সঞ্জয় রাউত প্রমুখ।

আরও পড়ুন : আসন্ন রাজ্যসভা নির্বাচনে অ্যাডভান্টেজ বিজেপি, শক্তি খোয়াবে কংগ্রেস?

মহারাষ্ট্রে ক্ষমতায় রয়েছে শিবসেনা, কংগ্রেস এবং শারদ পাওয়ারের এনসিপি জোট। তাদের গ্রেফতার হওয়া কয়েকজন বিধায়কের জামিন মেলেনি। স্বভাবতই সমস্যায় রয়েছেন এই জোটের প্রার্থী। রাজ্যসভার আসন সংখ্যা ২৪৫। এর মধ্যে বিজেপির সদস্য সংখ্যা ৯৫। আর কংগ্রেসের ২৯। বাকিগুলি অন্যান্য দলের। দীর্ঘদিন পর এই প্রথম এবারই রাজ্যসভায় বিজেপির সদস্য সংখ্যা পেরবে একশোর গন্ডি। শক্তিক্ষয় হবে কংগ্রেসের।  

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share