মাধ্যম নিউজ ডেস্ক: মহা শিবরাত্রির যোগেই রাজ্যে প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটা। সকাল থেকেই আকাশের মুখ ভার। মেঘলা হয়ে রয়েছে আকাশ। তার মধ্যে কোথাও কোথাও শুরু হয়েছে টিপটিপ বৃষ্টি। আবার কয়েক জায়গায় বৃষ্টি হয়েছে মুষলধারে। মিনিট দশেক অসময়ের বৃষ্টিতে কয়েকজন খুশি তো কয়েকজন শীত শেষে এণন আবহাওয়ায় বেজায় চটেছেন। আবহাওয়ার খামখেয়ালিপনায় ঘরে ঘরে সর্দি-কাশি-জ্বর তো লেগেই রয়েছে।
দক্ষিণবঙ্গে বৃষ্টি
শনিবার সকাল থেকে বৃষ্টিতে ভেজে দক্ষিণবঙ্গের কিছু এলাকা। অসময়ের বৃষ্টি তাপমাত্রাও বাড়িয়ে দিয়েছে বেশ খানিকটা। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর, ক্যানিংয়ে শনিবার সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি হয়। জয়নগরের বিভিন্ন এলাকায় ঝিরঝিরে বৃষ্টিতে কমেছে দৃশ্যমানতা। কোথাও কোথাও তা ৮০ মিটারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। বৃষ্টি হয়েছে কুলতলি, সুন্দরবন লাগোয়া গোসাবায়। কলকাতায় শনিবার বেলার দিকে কোথাও কোথাও হালকা বৃষ্টি হয়েছে। সকাল থেকেই মেঘলা আকাশ ছিল শহরের একাধিক এলাকায়। সঙ্গে হাওয়াও বইছিল। ভোরের দিকে কুয়াশাও ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটেছে।
আরও পড়ুন: ভক্তদের জন্যে কবে থেকে খুলছে কেদারনাথের দরজা? মহাশিবরাত্রিতে বড় ঘোষণা
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ছত্তীসগঢ় এবং ওড়িশা উপকূলের কাছাকাছি একটি একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যে কারণে রাজ্যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী। বৃষ্টি, মেঘলা আকাশের জন্যও দায়ী এই ঘূর্ণাবর্ত। শনিবার কলকাতার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরেও। রবিবার, ১৯ ফেব্রুয়ারির পর থেকে কলকাতায় দিনে বা রাতে ঠান্ডার অনুভূতি প্রায় থাকবে না বললেই চলে। দিনের তাপমাত্রা ছাপিয়ে যাবে ৩০ ডিগ্রির গণ্ডি। রাতের দিকে ২১ ডিগ্রির কাছাকাছি থাকবে তাপমাত্রা। শনিবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারের চেয়ে যা ৩ ডিগ্রি বেশি। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Leave a Reply