মাধ্যম নিউজ ডেস্ক: শীতে জবুথবু কলকাতা। কুয়াশার চাদর সরিয়েই জেগে উঠছে শহরবাসী। শুক্রবার মরসুমের শীতলতম দিন দেখেছিল শহর। শনিবার শহরের তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রি সেলসিয়াস। ফলে উত্তুরে হাওয়ার প্রভাব থাকলেও সেই কনকনে ঠান্ডার অনুভূতি কিছুটা কমেছে। শনিবার শহরের তাপমাত্রা আবার বেড়ে ১২ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। যদিও এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসে।
শীতাতুর পরিবেশ
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে। রোদ ঝলমলে দিন। সপ্তাহান্তে শীতের রোদ গায়ে মেখেই পিকনিক করতে যেতে পারবেন শীতবিলাসীরা। এদিন সকাল থেকেই ভিক্টোরিয়া থেকে চিড়িয়াখানা, ইকো পার্ক, নিকো পার্ক, সায়েন্স সিটি ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। গত ক’দিন ধরেই ঠান্ডায় জবুথবু কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলা। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ক’দিন ঠান্ডার আমেজ বহাল থাকতে পারে শহরে। পাশাপাশি শীতের কাঁপুনি ভাব টের পাওয়া যাবে বিভিন্ন জেলাতেও। প্রসঙ্গত, শুক্রবার দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে পারদপতন হয়েছিল পুরুলিয়ায়। কালিম্পংয়ের থেকেও বেশি ঠান্ডা পড়েছে পশ্চিমাঞ্চলের এই জেলাতে। কালিম্পংয়ে যেখানে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেখানে পুরুলিয়ার তাপমাত্রা নেমেছে ৬.২ ডিগ্রি সেলসিয়াসে। সামনেই মকর সংক্রান্তি। এই সময়টা এমনিই তাপমাত্রার পারা পতন হয়। সেইমতোই আগামী অন্তত ৫-৬ দিন শীতের আমেজ থাকবে, আশ্বাস হাওয়া অফিসের।
আরও পড়ুন: শুভেন্দুর বিরুদ্ধে মিথ্যা বয়ান দিতে বলেছিল পুলিশ! বিস্ফোরক অভিযোগ রামচন্দ্র পান্ডার
উত্তরবঙ্গের জেলাগুলিতেও জাঁকিয়ে শীত পড়েছে। দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রির আশপাশে হলেও,আপাতত তুষারপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী সোমবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে তাপমাত্রার সেরকম কোনও হেরফের হবে না। কুয়াশার তেমন কোনও পূর্বাভাস নেই। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Leave a Reply