মাধ্যম নিউজ ডেস্ক: সপ্তাহের শুরু থেকেই কলকাতায় শীতের (Winter) আমেজ। তাপমাত্রায় আরও পতন সপ্তাহের শেষে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ১ ডিগ্রি কম। উত্তুরে হাওয়ার কারণেই মূলত এই শীতের আমেজ। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস(Alipore Meteorological Department)।
কলকাতায় পারদের ওঠানামে চলছে গোটা সপ্তাহ ধরেই। চলতি সপ্তাহে সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার একধাক্কায় তাপমাত্রার পতন হল ২ ডিগ্রি। ওই দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বুধবার কলকাতায় পারদ নামে ১৬.৯ ডিগ্রিতে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল অর্থাৎ শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: লটারি দুর্নীতি নিয়ে জেরা! অনুব্রত কন্যা সুকন্যাকে ফের দিল্লিতে তলব ইডির
বৃষ্টির সম্ভবনা নেই?
শীতের আমেজ গোটা রাজ্যজুড়ে। আর সে কারণেই জ্বর-কাশি থেকে রেহাই পাচ্ছেন না শিশু থেকে বয়স্করাও। এই আবহাওয়ায় বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে অবলম্বন করতে হবে বিশেষ সাবধানতা। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত কোনও কোনও জেলায় শীতের আমেজ সামান্য কমবে। তবে আগামী সপ্তাহে আরও একটু নিচে নামতে পারে পারদ। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরেকটু নিচের দিকে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ১১-১২ ডিগ্রি থাকবে বলে মনে করা হচ্ছে। বঙ্গোপসাগরে যে নিম্নচাপ দেখা দিয়েছিল, তা সরে যাওয়ায় আকাশ আগের তুলনায় আরও পরিষ্কার হয়েছে। আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
স্বাভাবিকের নিচে তাপমাত্রা থাকায় জমিয়ে শীতের আমেজ থাকবে আরও কয়েকদিন। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি নিচে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা স্বাভাবিক বা কোথাও কোথাও স্বাভাবিকের সামান্য নিচে থাকবে পারদ। উত্তুরে হাওয়া বইবে, তবে তার তীব্রতা কিছুটা কমবে।
Leave a Reply