Whatsapp Status Emoji: এবার হোয়াটসঅ্যাপ স্টেটাসেও ইমোজি দিতে পারবেন ব্যবহারকারীরা

whatsapp

মাধ্যম নিউজ ডেস্ক: ফেসবুকের মতো এবার হোয়াটসঅ্যাপেও ইমোজি- প্রতিক্রিয়ার (emoji-reactions) সুবিধা নিয়ে আসতে চলেছে কর্তৃপক্ষ।  কিছুদিনের মধ্যেই ফেসবুক স্টোরির মতো হোয়াটসঅ্যাপ স্টেটাসেও (WhatsApp Status) ইমোটিকন্স দিয়ে প্রতিক্রিয়া (Quick Reactions) জানাতে পারবেন ব্যবহারকারীরা। 
 
এই প্রতিক্রিয়া বিনিময়ের জন্যে ৮টি নতুন ইমোজি (emojis) নিয়ে আসতে চলেছে হোয়াটসঅ্যাপ।  এছাড়াও আগামীতে আরও বেশ কিছু নতুন ফিচার নিয়ে আসতে চলেছে এই জনপ্রিয় মেসেজিং অ্যাপ সংস্থা। এক আন্তর্জাতিক সংস্থার প্রকাশিত খবর অনুসারে, খুব শীঘ্রই মাল্টি ডিভাইস সাপোর্টের (multi-device support) সুবিধাও আনতে চলেছে হোয়াটসঅ্যাপ, যার ফলে একাধিক ফোন থেকে ব্যবহার করা যাবে একটি অ্যাকাউন্ট। 

এই নতুন আপডেটটি হোয়াটসঅ্যাপের একটি বিশেষ বিভাগে নিয়ে যাবে, সেখানে লেখা থাকবে ‘রেজিস্টার ডিভাইস অ্যাজ কম্পেনিয়ন’ (Register Device as Companion)। আর এই অপশনে ক্লিক করলেই আপনি একাধিক ফোন থেকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে চালাতে পারবেন। আপনাকে হয়তো প্রথমবার আপনার মূল ফোনটি থেকে QR Code- টিকে স্ক্যান করতে হতে পারে। আন্তর্জাতিক সংস্থার খবর অনুসারে, ভবিষ্যতে হয়ত ট্যাবলেটকে লিঙ্ক করার ফিচার নিয়েও হাজির হবে হোয়াটসঅ্যাপ। 

ইতিমধ্যেই ব্যবহারকারীদের একগুচ্ছ নতুন ফিচার উপহার দিয়েছে মার্ক জুকারবার্গের (Mark Zuckerberg) এই মেসেজিং অ্যাপ সংস্থা। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ভয়েস কলিং ফিচারের নতুন সংস্করণটি। এর ফলে ৩২ জন ব্যবহারকারী একটি কলে একসাথে যোগ দিতে পারবেন।  

সূত্র মতে, হোয়াটসঅ্যাপে বিজনেস অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য নতুন সাবস্ক্রিপশন প্ল্যান (subscription plan for WhatsApp business) আনার চেষ্টাতেও রয়েছে এই সংস্থা। এই প্ল্যানে ব্যবসায়ীদের বাড়তি কিছু সুবিধা প্রদান করবে তারা।  যেমন সাধারণভাবে চারটি ডিভাইসে লিঙ্ক করা যায় একটি অ্যাকাউন্ট, কিন্তু এই বিশেষ প্ল্যানের উপভোক্তারা সেক্ষেত্রে ১০টি ডিভাইসে লিঙ্ক করতে পারবেন অ্যাকাউন্টটি।

 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share