মাধ্যম নিউজ ডেস্ক: দেশের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে ‘হর ঘর তিরঙ্গা‘ (Har Ghar Tiranga) অভিযানের শামিল হওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)। ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর অঙ্গ হিসেবে কেন্দ্রীয় সরকার এই অভিযানটি শুরু করেছে। ৩১ জুলাই প্রধানমন্ত্রী ‘মন কী বাত’ এই কর্মসূচির উল্লেখ করেন। সেখানেই দেশবাসীকে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারে জাতীয় পতাকার ছবি লাগানোর অনুরোধ করেছেন মোদি। ২ অগাস্ট থেকেই এই অভিযান শুরু করার আর্জি জানান তিনি। নিজের প্রোফাইলের ছবি বদলে তার সূচনাও করেছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: ‘হর ঘর তেরঙ্গা’ অভিযানে শামিল হবেন কীভাবে? সার্টিফিকেট কী করে ডাউনলোড করবেন? জেনে নিন
অনেকেই স্বাধীনতা দিবসের দিন বাড়িতে পতাকা উত্তোলন করেন। অনেকেই আবার নিজের সাধের গাড়িটিতে (Car Rule) তেরঙ্গা লাগাতে পছন্দ করেন। সেক্ষেত্রে চাইলেই যেমন তেমন করে গাড়িতে জাতীয় পতাকা লাগিয়ে নেওয়া যাবে না। তার আগে জেনে নিতে হবে বেশ কিছু নিয়ম। ভারতের ফ্ল্যাগ কোড অনুসারে গাড়িতে পতাকা সবাই লাগাতে পারেন না। পতাকা লাগানোর নিয়ম কী এবং কাদের গাড়িতে জাতীয় পতাকা লাগানোর অধিকার দিয়েছে ভারত সরকার তা আগে জেনে নিতে হবে।
আরও পড়ুন: “রাজনীতিকরণ অনভিপ্রেত”, সোশ্যাল হ্যান্ডলে তিরঙ্গা ডিপি ইস্যুতে কটাক্ষের জবাব আরএসএস-এর
কারা গাড়িতে ভারতের জাতীয় পতাকা লাগাতে পারেন?
২০০২ সালের ন্যাশনাল ফ্ল্যাগ কোড (Flag Code) অনুযায়ী যারা গাড়িতে জাতীয় পতাকা লাগাতে পারবেন তারা হলেন,
- দেশের রাষ্ট্রপতি
- উপরাষ্ট্রপতি
- রাজ্যপাল
- লেফটেন্যান্ট গভর্নর
- প্রধানমন্ত্রী
- মন্ত্রিপরিষদ মন্ত্রী
- প্রতিমন্ত্রী
- উপমন্ত্রী
- মুখ্যমন্ত্রী
- রাজ্যের মন্ত্রী
- হাইকোর্টের বিচারপতিরা
- লোকসভা স্পিকার
- রাজ্যসভা স্পিকার
- বিধানসভা স্পিকার
পতাকা গাড়িতে লাগানোর নিয়ম কী?
কোনও বিদেশী অতিথি সরকার প্রদত্ত গাড়িতে ভ্রমণ করলে ভারতের জাতীয় পতাকা গাড়ির ডান পাশে এবং ওই ব্যক্তি যে দেশের, সেই পতাকা গাড়ির বাম পাশে রাখতে হবে। এছাড়া অন্য কেউ গাড়িতে পতাকা লাগালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।
২০০৪ সালের আগে, শুধুমাত্র সরকারি বিভাগ, অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা উত্তোলনের অনুমতি ছিল। ২০০৪ সালে, ভারত সরকার বনাম নবীন জিন্দাল মামলার শুনানির সময়, সুপ্রিম কোর্ট বলেছিল যে প্রত্যেক ভারতীয়ের তেরঙ্গা উত্তোলনের অধিকার রয়েছে। কিন্তু এখনও সবাইকে গাড়িতে জাতীয় পতাকা লাগানোর অনুমতি দেয়নি সরকার। সাধারণ মানুষ গাড়ির সামনে পতাকা ব্যবহার করতে পারেন না। ভারতের সাধারণ নাগরিককে শুধুমাত্র গাড়ির ড্যাশবোর্ড বা উইণ্ডস্ক্রিনে মিনিয়েচর জাতীয় পতাকা লাগানোর অধিকার দিয়েছে সুপ্রিম কোর্ট।
Leave a Reply