Mukesh Ambani: অনন্ত-রাধিকার বাগদান পর্বের জন্য কেন এই মন্দিরকে বেছেছিলেন আম্বানিরা, জানেন?

wedding_ceremony_of_Ananta_Ambani

মাধ্যম নিউজ ডেস্ক: নীতা আম্বানি এবং মুকেশ আম্বানির (Mukesh Ambani) ছোট পুত্রের বাগদান পর্ব সম্পন্ন হল রাজস্থানের একটি মন্দিরে। দীর্ঘদিনের প্রেমিকা রাধিকা মার্চেন্টের সঙ্গে এদিন বাগদান সারলেন অনন্ত আম্বানি। প্রথা মেনে রাজস্থানের শ্রীনাথজী মন্দিরে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। বাগদান পরবর্তী সময়ে এলাকার সমস্ত উপজাতিদের নিয়ে ভুরিভোজের ব্যবস্থা করে আম্বানি পরিবার। জানা গেছে এরপর মুম্বই ফিরে গিয়ে বলিউডের তাঁদের বন্ধুমহল এবং পরিবারের সমস্ত আত্মীয়-স্বজনদের নিয়ে একটি ঘরোয়া অনুষ্ঠান করে আম্বানিরা।

কিন্তু আম্বানি (Mukesh Ambani)  পুত্রের বাগদান পর্ব অনুষ্ঠিত হচ্ছে মন্দিরে এটা শুনতে কেমন লাগছে না? শোনা যাচ্ছে, আম্বানি পুত্র একটি পবিত্র ধর্মস্থানে বাগদান পর্ব সম্পন্ন করতে চেয়েছিলেন এবং সে কারণেই রাজস্থানের এই মন্দিরকে বেছে নেওয়া হয়েছিল।

দেশের কোন কোন মন্দির বিখ্যাত হয়ে রয়েছে বিবাহের জন্য

তবে ভারতবর্ষে বেশ কিছু মন্দির আছে যেগুলি বৈবাহিক অনুষ্ঠান সম্পন্ন করার জন্য বিখ্যাত হয়ে রয়েছে। যেমন উত্তরাখণ্ডের ত্রিযুগীনারায়ন মন্দির যেখানে শিব পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল বলে ভক্তদের বিশ্বাস রয়েছে এই স্থানকে বিবাহের জন্য খুব পবিত্র বলে মনে করা হয়। আবার দিল্লীর বিড়লা মন্দির অথবা লক্ষ্মীনারায়ণ মন্দির যেখানে আর্যসমাজ গণবিবাহের আয়োজন করে, এই মন্দিরও বিবাহের জন্য বিখ্যাত।
কেরালার গুরুবাউর মন্দির বিখ্যাত হয়ে রয়েছে বিবাহের জন্য যেখানে কৃষ্ণ মূর্তির সামনে বিবাহ সম্পন্ন হয়। প্রথমে একটি টিকিট কাটতে হয় তারপর ১০ মিনিটের অনুষ্ঠানের জন্য অনুমতি দেওয়া হয়। বিবাহের পরে স্থানীয় পৌরসভাতে ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য আবেদন করতে হয়।

প্রসঙ্গত, আম্বানি (Mukesh Ambani)  পুত্রের মন্দিরে গিয়ে বাগদান, এটি প্রথম বা নতুন কিছু নয়। ১৯৯৬ সালেও শ্রীদেবী এবং বনি কাপুরের মধ্যে বাগদান পর্ব মন্দিরে সম্পন্ন হয়েছিল। আবার ইসা দেওয়াল এবং ভরত তাকানির মধ্যেও বাগদান পর্ব সম্পন্ন হয়েছিল মন্দিরে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।       

 
Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share