মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী সঙ্কটের মাঝে একমাত্র ভারতই একটি উজ্জ্বল স্থান। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বেই তা সম্ভব হয়েছে। এমনটাই বলতে দেখা গেল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক্সিকিউটিভ চেয়ারম্যান ক্লস শোয়াবকে। গতকাল, বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ২০২৩-এর বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ ক্লস শোয়াব।
ভারতের ভূয়সী প্রশংসা করলেন ক্লস শোয়াব
কোভিড মহামারীর ফলে যখন বিশ্বব্যাপী আর্থিক সঙ্কট দেখা গিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মত একের পর এক বিপর্যয়ের মধ্যেও ভারত যেভাবে অবস্থান নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। ফলে ভারতের এই সকল ইতিবাচক সূচক দেখে, ভবিষ্যতে যে ভারতই সারা বিশ্বের নেতা হতে চলেছে, তা বলার আর অপেক্ষা থাকে না।
ফোরামের পক্ষ থেকে এক্সিকিউটিভ চেয়ারম্যান ক্লস শোয়াব এক বিশেষ বিবৃতি প্রকাশ করেছে। তিনি বলেছেন, “আমি ভারতের মন্ত্রী পর্যায়ের এক প্রতিনিধিদল এবং সেই দেশের বহু শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতার সঙ্গে সাক্ষাৎ করেছি। জলবায়ুর ক্ষেত্রে পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের জন্য পদক্ষেপ, বিশ্ব স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে অবদান, মহিলা-নেতৃত্বাধীন উন্নয়নের জন্য একটি অর্থনৈতিক মডেল তৈরি এবং ডিজিটাল পাবলিক পরিকাঠামো তৈরিতে এই দেশের নেতৃত্ব প্রশংসনীয়। বৈশ্বিক ভূ-অর্থনৈতিক এবং ভূ-রাজনৈতিক সঙ্কটের মধ্যে ভারত একটি উজ্জ্বল স্থান হিসেবে রয়ে গিয়েছে।”
‘এই বিশ্বে মোদির নেতৃত্ব গুরুত্বপূর্ণ’ বললেন ক্লস শোয়াব
গতকাল ভারতের কথা বলতে গিয়ে ক্লস শোয়াব আরও বলেন, জি-২০ গোষ্ঠীর সভাপতিত্ব ভারত একেবারে সঠিক সময়ে পেয়েছে। কারণ, বর্তমান বিশ্বে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্ব গুরুত্বপূর্ণ। ভারতের এমন প্রশংসা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
প্রসঙ্গত, চলতি বছরে সেপ্টেম্বর মাসে নয়া দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে জি-২০ (G 20) সম্মেলন। ইতিমধ্যেই তার প্রস্তুতিসূচক আলোচনা চক্র শুরু হয়েছে দেশে। আগের বছরের জি-২০ শিখর বৈঠকের সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে আগামী সভাপতি বেছে নেওয়া হয় ভারতকে। এক বছর এই দায়িত্ব পালন করবে ভারত। ভারতেই বসবে আগামী জি-২০ বৈঠক। সভাপতি হওয়ার পাশাপাশি মোদি জানিয়েছিলেন, ভারতের লক্ষ্য হবে, জি-২০ দেশগুলোর সঙ্গে হাতে হাত মিলিয়ে শান্তির পথে এগিয়ে যাওয়া। আগামী সম্মেলনের থিম ‘বসুধৈব কুটুম্বকম’ বা এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ। আর তা করতে ভারতের হাতিয়ার হবে ডিজিটাল প্রযুক্তি।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Leave a Reply