Samrat Prithviraj: অক্ষয়ের সঙ্গে ছবি দেখলেন যোগী, উত্তরপ্রদেশে করমুক্ত ‘সম্রাট পৃথ্বীরাজ’

Yogi_Samrat_Prithviraj

মাধ্যম নিউজ ডেস্ক: অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত ইতিহাস-ভিত্তিক ছবি ‘সম্রাট পৃথ্বীরাজ’ (Samrat Prithviraj) ইতিমধ্যে বার বার চর্চায় উঠে এসেছে। চলতি সপ্তাহে শুক্রবারই হলে মুক্তি পেয়েছে ছবিটি। তার একদিন আগেই অর্থাৎ বৃহস্পতিবার লখনউতে অক্ষয়ের পাশে বসে ছবিটির বিশেষ স্ক্রিনিং দেখলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।

নিজের মন্ত্রীসভার সদস্যদের নিয়ে ছবিটি দেখেন আদিত্যনাথ। সঙ্গে উপস্থিত ছিলেন ছবির নায়ক-নায়িকা, অক্ষয় কুমার-মানসী চিল্লার এবং নির্দেশক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। রাজপুত রাজাকে নিয়ে তৈরি সিনেমাটি দেখে এতই মুগ্ধ হলেন যোগী, যে উত্তরপ্রদেশে ছবিটিকে করমুক্ত করার ঘোষণাও করে দিলেন সেদিনই। অর্থাৎ অনেক কম টাকায় টিকিট কেটে হলে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন দর্শকরা।   

[tw]


 [/tw]

যোগী আদিত্যনাথ জানিয়েছেন, “এটি একটি শিক্ষামূলক ছবি। করমুক্ত করা হলে সকল দর্শক এই ছবি দেখার সুযোগ পাবেন। তাই এই ছবিকে করমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” এর আগে ‘দ্য কাশ্মীর ফাইলস’-কেও করমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল যোগী সরকার। ‘সম্রাট পৃথ্বীরাজ’ এই নিয়ে দ্বিতীয় ছবি করমুক্ত, যা করা হল ওই রাজ্যে। 

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্ব পাননি পৃথ্বীরাজ চৌহান, আপশোস অক্ষয় কুমারের

তরাইয়ের প্রথম যুদ্ধে মহম্মদ ঘোরিকে হারিয়েছিলেন বীর সম্রাট পৃথ্বীরাজ চৌহান। নাম ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। প্রেমিকা সংযুক্তার ভূমিকায় দেখা গিয়েছে ২০১৭ সালে বিশ্ব সুন্দরীর খেতাব জেতা মানসী চিল্লারকে। ছবিটি পরিচালনা করেছেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। নির্দেশনায় যশরাজ ফিল্মস। 

বুধবার দিল্লিতে এই ছবির বিশেষ স্ক্রিনিং- এ উপস্থিত ছিলেন খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুরুতে ছবিটির নাম রাখা হয়েছিল ‘পৃথ্বীরাজ’। কয়েকদিন আগেই ছবির নামকরণ নিয়ে আপত্তি তুলে জনস্বার্থ মামলা দায়ের করেছিল কর্ণি সেনা। তারপরেই নাম পরিবর্তন করে ‘সম্রাট পৃথ্বীরাজ’ করেন ছবিটির নির্মাতারা। 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share