Jharkhand:  অন্তঃসত্ত্বা কিশোরীর দেহ উদ্ধার দুমকায়, ফের কাঠগড়ায় মুসলিম যুবক

ঘটনাটি লাভ জিহাদের আন্তর্জাতিক নেটওয়ার্কের অংশ হতে পারে...
dumka_rape
dumka_rape

মাধ্যম নিউজ ডেস্ক: দিন কয়েক আগেই হিন্দু কিশোরী অঙ্কিতা সিংকে (Ankia Singh) জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল এক মুসলিম (Muslim) তরুণের বিরুদ্ধে। ঝাড়খণ্ডের (Jharkhand) দুমকার (Dumka) সেই ঘটনার রেশ এখনও মিলিয়ে যায়নি। তার মধ্যেই এল ফের দুঃসংবাদ। এবার বছর চোদ্দর এক কিশোরীকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ।কাঠগড়ায় জনৈক আরমান আনসারি (Arman Ansari)। ঘটনাস্থল সেই দুমকা। তরুণীর দেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের পর সেটি তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। গ্রেফতার করা হয়েছে আরমানকে।  

সূত্রের খবর, দুমকায় কাকিমার সঙ্গে থাকত ওই কিশোরী। এখানেই সে জড়িয়ে পড়ে আনসারির সঙ্গে সম্পর্কে। হয় সন্তানসম্ভবা। এর পরেই আনসারিকে সে বিয়ের কথা বলে। তার পরেই তাকে হত্যা করা হয় বলে অভিযোগ। শুক্রবার ওই কিশোরীর দেহ একটি গাছে ঝুলতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে দেহ। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ। তার পরেই জানা যাবে ওই কিশোরীকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে কিনা। বিজেপি নেতা লুইস মারান্ডি বলেন, আমরা প্রশাসনকে বলেছি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে। যদি তা না হয়, তাহলে সিবিআই কিংবা এনআইএর হাতে তুলে দেওয়া উচিত। বিচার ঠিকঠাক না হলে আমরা গ্রামে গ্রামে যাব মহিলাদের সংগঠন গড়ে তুলতে। আমরা আমাদের মহিলাদের রক্ষা করব। ট্যুইট বার্তায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন, দুমকার ঘটনায় আমি ব্যথিত। অভিযুক্ত গ্রেফতার হয়েছে। বিচার নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ করার নির্দেশ দিয়েছি দুমকা পুলিশকে।

আরও পড়ুন : ‘‘ইসলাম ধর্ম গ্রহণ করো, নইলে...!’’ হুমকি দিয়েছিল উত্যক্তকারী, দাবি নিহত কিশোরীর বাবার

এক ট্যুইট বার্তায় ঝাড়খণ্ড বিধানসভার বিরোধী দলনেতা বাবুলাল মারান্ডি বলেন, মেয়েটি সাঁওতাল, বয়স ১৪। সে অভিযুক্ত আরমানের জিহাদি কামনার শিকার। এই ঘটনাটি লাভ জিহাদের আন্তর্জাতিক নেটওয়ার্কের অংশ হতে পারে। ট্যুইট করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্যও। তাঁর বক্তব্যের মূল নির্যাস, হেমন্তের রাজত্বে ঝাড়খণ্ডে দলিত ও উপজাতি সম্প্রদায়ের মানুষ নিরাপদ নন।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles