Tablighi Jamaat: পয়গম্বর মন্তব্যের বদলা নিতে অমরাবতীর কেমিস্ট খুন করেছে তাবলিঘি জামাত, চার্জশিটে দাবি এনআইএ- র

উমেশ কোলহে খুনের মামলায় ইতিমধ্যেই ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
NIA
NIA

মাধ্যম নিউজ ডেস্ক: মহারাষ্ট্রের অমরাবতীতে কেমিস্ট উমেশ কোলহে খুনের মামলায় চার্জশিট (NIA Chargesheet) পেশ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। চার্জশিটে দাবি করা হয়েছে সন্ত্রাসবাদীদের হাতে খুন হয়েছে উমেশ। তদন্তকারীদের দাবি, নুপূর শর্মার পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন উমেশ। সেই কারণেই তাঁকে খুন করা হয় বলে দাবি গোয়েন্দাদের। এনআইএ তদন্তকারীদের অভিযোগ, উমেশের উপর বদলা নিতে রীতিমতো সন্ত্রাসবাদী গ্যাং পরিকল্পনা করে খুন করে। ধৃত ১১ জনের বিরুদ্ধে ইউএপিএ- এর আওতায় মামলা রুজু করা হয়েছে। গোয়েন্দাদের দাবি এই খুনে যোগ রয়েছে ইসলাম মৌলবাদী দল তাবলিঘি জামাতের। জুন মাসে অমরাবতীতে খুন হয়ে যান কেমিস্ট উমেশ কোলহে। 

 কী জানিয়েছে এনআইএ? 

নুপূর শর্মার পয়গম্বরকে নিয়ে করা মন্তব্যের জেরে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়। চার্জশিটে (NIA Chargesheet) এনআইএ জানিয়েছে, হোয়াটসঅ্যাপ পোস্টে নুপূরের মন্তব্যের সমর্থন করেন উমেশ কোলহে। ২১ জুন সাড়ে দশটা নাগাদ ওষুধের দোকন বন্ধ করে বাড়ি ফেরার সময় তাঁর উপর হামলা চালানো হয়। অমরাবতীর শ্যামচক এলাকায় গলা কেটে খুন করা হয়েছিল উমেশকে। তদন্তে নেমে সোশ্যাল মিডিয়া পোস্টের বিষয়টি সামনে আসে বলে জানিয়েছে পুলিশ। জানা যায় বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ শেয়ার করেন উমেশ। এর পরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এই তদন্তের দায়িত্ব পায়।

উমেশ কোলহে খুনের মামলায় ইতিমধ্যেই ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে চার্জশিট (NIA Chargesheet) দায়ের করেছেন গোয়েন্দারা। দুই অভিযুক্ত পলাতক। তাদের এখনও ধরা যায়নি বলে জানিয়েছে এনআইএ। চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযোগ করেছে শুধু ওই কেমিস্টকে খুন নয়, স্থানীয়দের মনে ভীতি তৈরি করাও ওই মৌলবাদী গোষ্ঠীর লক্ষ্য ছিল। সেই কারণে রীতিমতো পরিকল্পনা করে এই খুন করা হয়। এই ঘটনার কয়েকদিন পরেই রাজস্থানের উদয়পুরে কানহাইয়ালালকে খুন করা হয়।  

আরও পড়ুন: ‘সমলিঙ্গে বিয়ে সামাজিক বন্ধন ছিন্ন করবে’, সুশীল মোদি 

২ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে অমরাবতীর উমেশ হত্যা (NIA Chargesheet) মামলার তদন্তের দায়িত্ব নেয় এনআইএ। সেই তদন্তেই ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ ছাড়াও ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেছে কেন্দ্রীয় সংস্থাটি। খুন, প্রমাণ লোপাট, অপরাধমূলক ষড়য়ন্ত্রের অভিযোগ দায়ের হয়েছে ১১ জনের বিরুদ্ধে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles