Parliament Winter Session: অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল সংসদের শীতকালীন অধিবেশন, কেন জানেন?

parliament

মাধ্যম নিউজ ডেস্ক: এক সপ্তাহ আগে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাচ্ছে সংসদের (Parliament) দুই কক্ষ- লোকসভা ও রাজ্যসভার অধিবেশন (Parliament Winter Session)। আজ, শুক্রবারই চলতি শীতকালীন অধিবেশনের শেষ দিন। চলতি মাসের ৭ তারিখে শুরু হয়েছিল অধিবেশন। শেষ হচ্ছে শুক্রবার। লোকসভা ও রাজ্যসভার সিডিউল তৈরি করে বিজনেস অ্যাডভাইসরি কমিটি। সূত্রের খবর, এই কমিটিই বৈঠক করে সিদ্ধান্ত নেয় অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাক সংসদের দুই কক্ষের অধিবেশন।

শীতকালীন অধিবেশন…

প্রথমে ঠিক ছিল, ৭ ডিসেম্বর শুরু হওয়া শীতকালীন অধিবেশন চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। জানা গিয়েছে, নববর্ষ ও তার আগে বড়দিন উপলক্ষে আগেভাগেই স্থগিত করে দেওয়া হচ্ছে সংসদের দুই কক্ষের অধিবেশন। উত্তর-পূর্বাঞ্চল ও গোয়ার বহু বিরোধী সাংসদ রয়েছেন, যাঁদের রাজ্যে অন্যতম প্রধান উৎসব ক্রিসমাস। এঁরা ক্রিসমাস ও নববর্ষ উপলক্ষে শীতকালীন অধিবেশন তাড়াতাড়ি শেষ করার জন্য আবেদন জানিয়েছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে। তাঁদের সেই আবেদনের প্রেক্ষিতেই বড়দিনের আগেই অধিবেশন শেষ করা হতে পারে বলে আগেই খবর ছিল। সেই মতো এদিন স্থগিত করে দেওয়া হয় অধিবেশন।

আরও পড়ুন: ‘বিদেশে প্রতিষ্ঠিত হও…’, ছেলেমেয়েদের উপদেশ দিয়ে বিতর্কে আরজেডি নেতা

অধিবেশন (Parliament Winter Session) শুরুর দিন সংসদীয় কাজকর্ম যাতে সুষ্ঠুভাবে চলে সেজন্য বিরোধীদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু অধিবেশনের  প্রথম দিন থেকেই মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও তাওয়াং ইস্যুতে বারবার উত্তাল হয়েছে সংসদের দুই কক্ষ। অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তে চিনা অনুপ্রবেশ নিয়ে উত্তাল হয়ে ওঠে সংসদ। সরকার পক্ষ ও বিরোধী দলের বাক-বিতণ্ডার জেরে মাঝে মধ্যেই মুলতুবি হয়ে গিয়েছিল শীতকালীন অধিবেশন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের নয়া প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করেও উত্তাল হয়ে ওঠে সংসদ। সব মিলিয়ে চলতি অধিবেশনের প্রথম দিন থেকে নানা ইস্যুতে উত্তাল হয়ে উঠেছে সংসদের দুই কক্ষই। চলতি অধিবেশনের শেষ দিনে তাওয়াংয়ে ভারতীয় সেনা ও চিনা ফৌজের সংঘর্ষ নিয়ে আলোচনার দাবিও জানান বিরোধীরা।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share