মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যজুড়ে ফের পারদ ঊর্ধ্বমুখী। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বড়দিন পেরোতেই তাপমাত্রা বেড়ে গিয়েছে। ডিসেম্বরের শেষ, তবুও বঙ্গে দেখা নেই হাড় কাঁপানো শীতের। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি। গত ২ দিনে সাড়ে ৫ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা।
কলকাতার আবহাওয়া
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। আর আজ তা বেড়ে হয়েছে ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ৭২ ঘণ্টায় প্রায় ৬ ডিগ্রি বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়তেই দেখা যাবে পরিস্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই শহরে। জানা গিয়েছে, শীতের আমেজ বুধবার পর্যন্ত উধাও থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত আবহাওয়া শুষ্ক ও পরিচ্ছন্নই থাকবে। রাত ও দিনের তাপমাত্রা ক্রমশ বাড়বে। তবে আজ হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal) বীরভূম ও মুর্শিদাবাদে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বুধবারের পর থেকে ফের শীতের আমেজ ফিরে আসবে।
আরও পড়ুন: বড়দিনে কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
উত্তরবঙ্গের আবহাওয়া
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে জানিয়েছে, আগামী মঙ্গলবার অর্থাৎ ২৭ ডিসেম্বরের মধ্যে দার্জিলিং ও কালিম্পং জেলার কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে শুকনো থাকবে বাকি জেলাগুলির আবহাওয়া। আগামী দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াসের মত নামতে পারে।
তাপমাত্রা বৃদ্ধির কারণ
বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে বড়দিনে শীত অনুভব করতে পারেনি মানুষ। এবং এর ফলেই আগামী কয়েকদিন আরও বাড়তে পারে তাপমাত্রা। উত্তুরে বাতাসে বাধা পড়ায় রাজ্যে উধাও শীত। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণাবর্তের প্রভাব কাটলেই ফের ঢুকতে শুরু করবে উত্তুরে বাতাস। ফলে কমবে তাপমাত্রা। ২৯ ও ৩০ ডিসেম্বর থেকেই পারদ হবে নিম্নমুখী। বুধবার নাগাদ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির কাছে নামতে পারে বলেও মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours