DRDO: বেঙ্গালুরুতে ১৩ তারিখ শুরু অ্যারো ইন্ডিয়া, এবছর নজর কাড়তে পারে কারা?

poiuy

মাধ্যম নিউজ ডেস্ক:  বেঙ্গালুরুতে ১৪তম অ্যারো ইন্ডিয়া ইভেন্টে দেশের প্রযুক্তিতে তৈরি সরঞ্জামগুলির প্রদর্শন করবে DRDO. জানা গিয়েছে, অ্যারো ইন্ডিয়ার এই ইভেন্ট চলবে ১৩ থেকে ১৭ ফেব্রুয়ারি। DRDO এর এই প্রদর্শনীতে থাকবে ৩৩০টিরও সরঞ্জাম। যেগুলিকে ১২টি ভাগে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
 

দেখে নেওয়া যাক এই ১২টি ভাগগুলি 

    ১) কমব্যাট এয়ারক্রাফ্ট এবং ইউএভি: এইভাগের মধ্যে পড়ছে যুদ্ধবিমান AMCA, LCA Tejas Mk2, TEDBF, ARCHER, TAPAS UAV, এবং অটোনোমাস স্টিলথ উইং ফ্লাইং টেস্ট বেড।

     ২) ক্ষেপণাস্ত্র : এইভাগে পড়ছে আকাশ, অস্ট্রা, কিউআরএসএএম, হেলিনা, নাগ এবং প্রলয়।

    ৩) ইঞ্জিন এবং প্রপালশন সিস্টেম: এই শ্রেণিতে থাকছে FACECU, গিয়ারবক্স মডিউল, কাভেরি ড্রাই ইঞ্জিন প্রোটোটাইপ, এবং ছোট টার্বো ফ্যান ইঞ্জিন

     ৪) এয়ারবর্ন সার্ভিল্যান্স সিস্টেম: এই শ্রেণিতে আছে AEW&C-NETRA, AEW&C- MkII, MMMA বিমান, IFF, এবং AAAU মডেল।

     ৫) সেন্সর ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং কমিউনিকেশন সিস্টেম: এই শ্রেণিতে থাকবে  TWIR, BFSR-SR, Bharani, Ashlesha, AATRU, ASPJ Pod, এবং LEOP।

    ৬) প্যারাসুট এবং ড্রপ সিস্টেম: এই শ্রেণিতে পড়ছে মিলিটারি কমব্যাট প্যারাসুট সিস্টেম, ব্রেক প্যারাসুট এবং P-16 হেভি ড্রপ সিস্টেম।

     ৭) নেভাল সিস্টেম জোন: এই ভাগের অন্তর্গত সরঞ্জামগুলি হল হেলিকপ্টার মডেল সহ এয়ারবোর্ন সোনার, এয়ার লঞ্চ ডিরেকশনাল সোনোবুয় প্রদর্শিত হবে।

     ৮) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং এবং সাইবার সিস্টেম: হেলিকপ্টার মডেল সহ এয়ারবোর্ন সোনার, এয়ার লঞ্চ ডিরেকশনাল সোনোবুয়, ডিডিসিএ, ইনডিজিআইএস, এয়ার ওয়ারফেয়ার সিমুলেশন সিস্টেম এবং কিউআরএনজি এই শ্রেণির সরঞ্জাম।

    ৯) উপকরণ: এই শ্রেণিতে পড়ছে FSAPDS এবং টাইটানিয়াম অ্যালয়।

    ১০) ল্যান্ড সিস্টেম এবং যুদ্ধাস্ত্র: ASREM, নজরদারি ROV, এবং সুমিত্রা হল এই শ্রেণির সরঞ্জাম।

     ১১) লাইফ সাপোর্ট সার্ভিস: ইন্টিগ্রেটেড লাইফ সাপোর্ট সিস্টেম এবং হেলিকপ্টার অক্সিজেন সিস্টেম এই শ্রেণিতে পড়ছে।

     ১২) ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া আউটরিচ: ওয়াঙ্কেল রোটারি ইঞ্জিন, জেট ফুয়েল স্টার্টার এবং রেডিও অ্যালটিমিটার এই শ্রেণিভুক্ত।

এছাড়াও প্রদর্শিত হবে ইন্ডিয়া প্যাভিলিয়ন AEWC&C Mk-II, AMCA, LCA তেজস Mk2, TEDBF

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।     

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share