Sunil Chhetri: বাবা হচ্ছেন সুনীল! অধিনায়কের জয়সূচক গোলে ফাইনালে ভারত 

sunil-chhetri-intercontinental-cup-1686594844

মাধ্যম নিউজ ডেস্ক: বয়স ৩৮ হলেও অপ্রতিরোধ্য। গোলমুখ খুলতে এখনও ভারতের ভরসা সুনীল ছেত্রী (Sunil Chhetri)। অধিনায়কের বিশ্বমানের গোলে ইন্টার-কন্টিনেন্টাল কাপের ফাইনালে দেশ। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ভানুয়াটুর বিরুদ্ধে  ১-০ গোলে জয় পায় সুনীলরা। জয়সূচক গোলটি করেন সুনীল। গোল করেই বলটিকে জার্সির ভেতরে পুরে মুখে আঙুল দিয়ে দর্শকাসনের একটি বিশেষ অংশের দিকে ছুটে যান অধিনায়ক। দেখা যায়,সে দিকে বসে রয়েছেন তাঁর স্ত্রী সোনম ভট্টাচার্য। স্ত্রীর উদ্দেশে উড়ন্ত চুম্বন ছুড়ে দেন সুনীল। পাল্টা সোনমও চুম্বন ছুড়ে দেন। বাবা হচ্ছেন সুনীল।

সুসংবাদ দিলেন সুনীল

ম্যাচের পর নিজেই সুসংবাদ দেন সুনীল (Sunil Chhetri)। তিনি বলেন, “আমাদের পরিবার বাড়তে চলেছে। এ ভাবেই সেই ঘোষণাটা করতে চেয়েছিলাম। এই উচ্ছ্বাস অবশ্য খুবই পুরনো। অনেকেই আগে করেছে। তবু আমি এটাই করতে চেয়েছিলাম। সবার আশীর্বাদ এবং শুভেচ্ছা কামনা করছি।” কবে সন্তানের জন্ম, তা অবশ্য জানা যায়নি। তবে সুনীলের পরিবার বাড়তে চলেছে এটা শুনেই খুশি ফুটবলপ্রেমীরা। 

ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে ভারত

এদিন ১৩৫তম আন্তর্জাতিক ম্যাচে ৮৬তম গোল করলেন সুনীল (Sunil Chhetri)। ইন্টারকন্টিনেন্টাল কাপের প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে ২–০ ব্যবধানের হারিয়েছিল ভারত। সোমবার ভানুয়াটুর বিরুদ্ধে জিতলেই ফাইনাল নিশ্চিত ছিল। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধে চাপ ক্রমশ বাড়ছিল। শেষ পর্যন্ত পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন সুনীল ছেত্রী। ৮১ মিনিটে বিশ্বমানের গোল করে ভারতকে ফাইনালে তোলেন এই অভিজ্ঞ স্ট্রাইকার।

আরও পড়ুন: পাকিস্তান থেকে কি সরছে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি?

আরও এক বার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য ভারতের। এর আগে ২০১৮ সালে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ফাইনালের আগে গ্রুপের শেষ ম্যাচে ভারত খেলবে লেবাননের বিরুদ্ধে। ১৫ তারিখ সেই ম্যাচ ফাইনালের প্রস্তুতিও বলা যায়। হেড কোচ ইগর স্টিমাচ প্লেয়ারদের ঘুরিয়ে ফিরিয়ে নামাচ্ছেন। সেই ম্যাচেও প্লেয়ার রোটেশন হতে পারে। নতুনদের দেখে নেওয়ার সেরা সুযোগ থাকছে।

ম্যাচে দাপট সুনীলদের

এদিন প্রথমার্ধে সুনীল ছেত্রী (Sunil Chhetri), লিস্টন কোলাসোরা বেশ কয়েকবার ভানুয়াটুর রক্ষণে হানা দেন। ১৮ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন নন্দকুমার। শুভাশিস বসুর মাইনাস বক্সের মধ্যে সুবিধাজনক জায়গায় পেয়েও বাইরে মারেন। প্রথমার্ধে দাপট থাকলেও গোল তুলে নিতে পারেনি ভারত। দ্বিতীয়ার্ধের শুরু থেকেও দাপট অব্যাহত থাকে ভারতের। মহেশ সিংয়ের সেন্টার ভাল জয়গায় পেয়েও জালে রাখতে পারেননি সুনীল ছেত্রী। অবশেষে ৮১ মিনিটে এল কাঙ্খিত গোল। বাঁদিক থেকে উঠে এসে বক্সের মধ্যে সেন্টার করেন শুভাশিস বসু। বল ধরে হাফ টার্নে ঘুরে বাঁ-পায়ের দুরন্ত শটে গোল করেন সুনীল। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share