T20 World Cup 2024: চব্বিশে মার্কিন মুলুকে টি-২০ বিশ্বকাপের আসর! জানেন কবে থেকে শুরু?

The-ICC-Men-s-T20-World-Cup-Trophy

মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে হবে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানকার ১০টি মাঠে ২০টি দলকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হবে। আইসিসি সূত্রে খবর, আগামী ৪ থেকে ৩০ জুন এবারের টি-২০ বিশ্বকাপ টুর্নামেন্ট আয়োজন করা হবে।

মার্কিন মুলুকে প্রথম

প্রথম বার আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা হতে চলেছে আমেরিকায়। ফ্লোরিডায় আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। চলতি ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত সিরিজের দু’টি ম্যাচ সেখানে হবে। এ ছাড়াও মরিসভিলে, ডালাস এবং নিউ ইয়র্কে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। মরিসভিলে এবং ডালাসে মেজর ক্রিকেট লিগের প্রথম মরশুম আয়োজন করা হচ্ছে। ডালাস (গ্র্যান্ড প্রেয়রি স্টেডিয়াম) এবং মরিসভিলে (চার্চ স্ট্রিট পার্ক) এবং নিউ ইয়র্কে (কোর্টল্যান্ড পার্ক) এখনও পর্যন্ত কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়নি। যদিও আইসিসি-র নিয়ম অনুসারে তা একান্তই বাধ্যতামূলক। তবে কোন কোন জায়গায় এই ম্যাচগুলো আয়োজন করা হবে, তা নিয়ে আগামী কয়েক মাসের মধ্যেই ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএ ক্রিকেটের সঙ্গে একটা আলোচনায় বসবে আইসিসি। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

আরও পড়ুন: ১০ অগাস্ট থেকে অনলাইন বুকিং! বিশ্বকাপে থাকছে না ই-টিকিট, জানালেন জয় শাহ

কবে থেকে শুরু

আগামী বছরের ৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলবে পুরুষদের টি ২০ বিশ্বকাপ। শেষ দুটি সংস্করণ থেকে ২০২৪ টি ২০ বিশ্বকাপ হবে অনেকটাই আলাদা। ২০টি টিমকে মোট চারটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল। গ্রুপের শীর্ষ দুটি টিম কোয়ালিফাই করবে সুপার এইটে। সুপার এইটের দলগুলিকে আবার দুটি গ্রুপে ভাগ করে দেওয়া হবে। দুটি গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনাল খেলবে। এখনও পর্যন্ত যোগ্যতা অর্জনকারী দলগুলি হল- ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, নেদারল্য়ান্ডস, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, মার্কিন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও স্কটল্যান্ড।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share