মাধ্যম নিউজ ডেস্ক: ফের সোনা জয় ভারতের (Asian Games 2023)। ৩ হাজার মিটার স্টিপলচেজে সোনা জিতলেন অবিনাশ সাবল। ৮ মিনিট ১৯.৫০ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি। অবিনাশের দৌলতে চলতি এশিয়ান গেমসে অ্যাথলেটিক্সে প্রথম সোনা জিতল ভারত। রবিবার অবিনাশের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন জাপানের রিয়োমা আওকিক। এঁর সঙ্গে অবিনাশের সময়ের পার্থক্য ছিল প্রায় চার সেকেন্ডের। জাপানেরই সেইয়া সুনাডা তৃতীয় হয়েছেন।
রেকর্ড গড়লেন অবিনাশ
এদিন ইরানের দৌড়বিদ হোসেন কিহানির রেকর্ড ভাঙেন অবিনাশ। গত এশিয়ান গেমসে ৮ মিনিট ২২.৭৯ সেকেন্ডে দৌড় শেষ করে সোনা জিতেছিলেন কিহানি। এবার তাঁকে হারিয়ে সোনা ছিনিয়ে নিলেন মহারাষ্ট্রের অবিনাশ। ভারতীয় সেনার সদস্য অবিনাশ। গত কমনওয়েলথ গেমসে রুপো পেয়েছিলেন তিনি। এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও গত বছর রুপো পেয়েছিলেন তিনি। এবার জিতলেন সোনা।
সোনা জয় তেজিন্দারেরও
এদিন অ্যাথলেটিক্সে দেশকে (Asian Games 2023) সোনা এনে দিয়েছেন আরও একজন। তিনি তেজিন্দারপাল সিং তুর। এশিয়ান গেমসে পুরুষদের শট পাটে সোনা জিতেছেন তিনি। ২০.৩৬ মিটার দূরত্বে শট পাট ছুড়ে সোনা ছিনিয়ে নিয়েছেন তেজিন্দারপাল। তেজিন্দারের দখলেই রয়েছে পুরুষদের শট পাটের এশীয় রেকর্ড। ২১.৭৭ মিটার দূরত্বে শট পাট ছুড়ে এশীয় রেকর্ড গড়েছিলেন তিনি। আঠারোর এশিয়ান গেমসেও সোনা এসেছিল তেজিন্দারের ঝুলিতে। সেবার ২০.৭৫ মিটার দূরত্বে শট পাট ছুড়ে রেকর্ড করেছিলেন।
আরও পড়ুুন: দেশ পাচ্ছে আরও একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, তেলঙ্গনায় ঘোষণা প্রধানমন্ত্রীর
পঞ্জাবে তেজিন্দারের বাবা পরম সিং তুরকে ‘হিরো’ বলে ডাকা হত। দড়ি টানাটানি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ছিলেন পরম সিং। তাঁকে দেখেই খেলাধুলোয় উৎসাহ জন্মে তেজিন্দারের। কয়েক বছর আগে ত্বকের ক্যানসার ধরা পড়ে পরম সিংয়ের। বছর তিনেকের মধ্যে মারণ ব্যাধি ছড়িয়ে পড়ে হাড়েও। গুরুতর অসুস্থ তিনি। সেই কারণে কমনওয়েলথ গেমস শেষ না করেই বাড়ি ফিরে আসার সিদ্ধান্তও নিয়েছিলেন তেজিন্দার। খেলা ছেড়ে দেওয়ার কথাও (Asian Games 2023) ভেবেছিলেন। পরিবারের সদস্যরাই এই দুই সিদ্ধান্ত নেওয়া থেকে নিরস্ত করেন তাঁকে। পরম সিং বলেন, “আমি দড়ি টানাটানিতে যে পরিশ্রম করতাম, তার ছ’ গুণ পরিশ্রম ও আজ করেছে। বিদেশের মাটিতে ভারতের পতাকা উড়িয়েছে আমার ছেলে। এর থেকে বেশি আর কী চাই!”
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours