India vs South Africa: সিরিজে ফিরতে মরিয়া ভারত! দক্ষিণ আফ্রিকার কাছে হার নিয়ে কী বললেন সূর্য?

parliament_(35)

মাধ্যম নিউজ ডেস্ক: বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হারলেও মন জিতে নিলেন রিঙ্কু সিং। ৩৯ বলে ৬৯ রানের ঝোড়ো ইনিংসে মন জিতে নেন ক্রিকেট দুনিয়ার। ৯টি বাউন্ডারির পাশাপাশি ২টি বিশাল ওভার বাউন্ডারিও হাঁকিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটসম্যান। তার মধ্যে একটি শট গিয়ে পড়ে প্রেস বক্সে। রিঙ্কুর শটে এতটাই জোর ছিল যে, কাচে চিড় ধরে যায়। কয়েকদিন আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও দুর্দান্ত পারফরম্যান্স মেলে ধরেছিলেন রিঙ্কু। তবে দেখার ছিল, দক্ষিণ আফ্রিকার পিচে তিনি সাফল্য ধরে রাখতে পারেন কিনা। মঙ্গলবার ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-২০ ম্যাচে রিঙ্কু বুঝিয়ে দিয়েছেন, তিনি লম্বা রেসের ঘোড়া। আসন্ন বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার প্রবল দাবিদার।

পরে ব্যাট করায় সুবিধা

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ক্যাপেটন সূর্যকুমার যাদবের লড়াকু ৫৬ ও রিঙ্কুর অর্ধশতরানের সুবাদে ভারত ১৯.৩ ওভারে ৭ উইকেটে ১৮০ রান তোলে। তারপর বৃষিট নামায় খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। পরে যখন খেলা শুরু হয় তখন ডাকওয়ার্থ লুইস নিয়মে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার টার্গেট দাঁড়ায় ১৫ ওভারে ১৫২। শুরু থেকেই রেজা হেনরিক চালিয়ে খেলায় ভারতীয় বোলারদের ফোকাস নড়ে যায়। রেজা করেন ৪৯ রান। ক্যাপ্টন আইডেন মার্করাম ৩০ রান করে জয়ের ভিত মজবুত করেন। ১৩.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের কড়ি জোগাড় করে নেয় দক্ষিণ আফ্রিকা। 

তিন ম্যাচের সিরিজের প্রথম লড়াই ভেস্ত গিয়েছিল বৃষিটতে। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেল প্রোটিয়া বাহিনী। ম্যাচ শেষে হতাশা চাপা থাকেনি সূর্যকুমারের। তিনি বলেন, ‘হাতে যথেষ্ট রান ছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা শুরুতেই চালিয়ে খেলে আমাদের কাজটা কঠিন করে দিয়েছিল। বৃষ্টির ফলে সহজ হয়ে গিয়েছিল উইকেট। বিদেশের মাটিতে এই ধরনের চ্যালেঞ্জ থাকবে। তা কাটিয়ে উঠে সেরাটা মেলে ধরতে হবে আমাদের। আপাতত তৃতীয় টি-২০ নিয়ে আমরা ভাবছি।’ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মার্করামও স্বীকার করে নিয়েছেন, বৃষ্টির সুবিধা পেয়েছেন তাঁরা। তাঁর কথায়, ‘উইকেট বেশ মন্থর ছিল। তাই স্ট্রোক খেলা সহজ হচ্ছিল না। বৃষ্টির পর উইকেট অনেক সহজ হয়ে যায়। বহু দর্শক মাঠে এসেছিল। তাদের জয় উপহার দিতে পেরে ভালো লাগছে।’

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share