India Vs Bangladesh: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ ভারতের প্রথম ম্যাচ, বিপক্ষ বাংলাদেশ

parliament_(91)

মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হয়ে গিয়েছে পুরুষদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত। আজ, শনিবার দক্ষিণ আফ্রিকার মাঙ্গুয়াং ওভালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। উদয় সাহারনের নেতৃত্বে একটি নতুন ভারতীয় দল তাদের শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামছে।

সবচেয়ে সফল দল ভারত

২০০২ সালে মহম্মদ কাইফের নেতৃত্বে প্রথম ট্রফি জেতার পরে, ভারতীয় দল যথাক্রমে ২০০৮, ২০১২, ২০১৮ এবং ২০২২ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে। ২০২২ সালে, যশ ধুলের নেতৃত্বাধীন ভারত অনূর্ধ্ব-১৯ দল ওয়েস্ট ইন্ডিজে ইংল্যান্ডকে চার উইকেটে হারিয়ে বয়েজ ইন ব্লুর পঞ্চম শিরোপা জেতে। উদয় সাহারান সেই টুর্নামেন্টে রিজার্ভ খেলোয়াড় ছিলেন তবে দুই বছর পরে, ১৯ বছর বয়সী দলে ফিরে আসেন, এবার অধিনায়ক হিসাবে। 

আরও পড়ুন: ২০৩৬ অলিম্পিক্স আয়োজনে ত্রুটি রাখবে না ভারত! আশার কথা শোনালেন মোদি

কোন গ্রুপে ভারত

২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসরটি মূলত শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে পরে আইসিসি পরে সেটি দক্ষিণ আফ্রিকায় স্থানান্তরিত হয়। টুর্নামেন্টে মোট ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। গ্রুপ এ-তে ভারতের সঙ্গে রয়েছে বাংলাদেশ, আয়ারল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এই ইভেন্টে চারটি গ্রুপ রয়েছে। প্রতিটি গ্রুপে চারটি করে দল রয়েছে। প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি দল সুপার সিক্সে খেলার যোগ্যতা অর্জন করবে। সুপার সিক্স রাউন্ড আবার ২টি গ্রুপে ভাগ করা হয়েছে। সুপার সিক্স পর্বের দু’টি গ্রুপ থেকে ২টি করে দল সেমিফাইনালে উঠবে। ৬ এবং ৮ ফেব্রুয়ারি সেমিফাইনাল ম্যাচ দু’টি খেলা হবে। এবং ১১ ফেব্রুয়ারি বেনোনিতে ফাইনাল খেলা হবে।

কখন, কোথায় দেখবেন ম্যাচ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত বনাম বাংলাদেশ ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় দুপুর দেড়টায়। টস হবে দুপুর ১টায়। ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্লুমফন্টেইনের মানগাং ওভালে। ভারত বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস। ম্যাচের লাইভ স্ট্রিমিং ডিজনি+হটস্টারে বিনামূল্যে দেখতে পাওয়া যাবে।

ভারত: আরশিন কুলকার্নি, আদর্শ সিং, রুদ্র ময়ূর প্যাটেল, শচীন ধাস, প্রিয়াংশু মোলিয়া, মুশীর খান, উদয় সাহারন (অধিনায়ক) আরাভেলি অবনীশ রাও, সৌমি কুমার পান্ডে, মুরুগান অভিষেক, ইনেশ মহাজন, ধনুশ গৌড়া, আরাধ্যা শুক্লা, রাজ লিম্বানি এবং নমন তিওয়ারি।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share