মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল ২০২৫-এর জন্য মেগা অকশনের তারিখ ও ভেন্যু নিশ্চিত করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। একটি ইমেলে বোর্ড জানিয়েছে, ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের শহর জেড্ডায় হবে আইপিএলের নিলাম অনুষ্ঠান। দু-দিনের মেগা অকশনে উঠবেন ১৫৭৪ জন ক্রিকেটার। এদের মধ্যে ২০৪ জন ক্রিকেটার দল পেতে পারেন। অর্থাৎ, ১৫৭৪ জন নথিভুক্ত ক্রিকেটারের মধ্যে ১৩৭০ জন আইপিএল খেলার সুযোগ পাবেন না। নিলামে যাঁরা নাম নথিভুক্ত করেছেন তাঁদের মধ্যে ভারতীয় ক্রিকেটার ১১৬৫ জন। বিদেশি ক্রিকেটার ৪০৯ জন।
কোথায় হবে নিলাম
প্রথমে শোনা গিয়েছিল রিয়াধে হবে নিলাম। কিন্তু শেষ পর্যন্ত সৌদি আরবের জেড্ডাকে বেছে নিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) কর্তারা। জেড্ডার আবাদি আল জোহর এরিনায় দু’দিন ধরে আইপিএলের নিলাম হবে। প্রতিটি দল নিজেদের পরিকল্পনা মতো দুই থেকে ছ’জন ক্রিকেটারকে ধরে রেখেছে। নিয়ম অনুযায়ী, একটি দলে সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার থাকতে পারেন। আইপিএলের ১০টি দল মিলিয়ে ৪৬ জন ক্রিকেটারকে আগামী তিন মরসুমের জন্য রেখে দিয়েছে।
নিলামে কোন দেশের কতজন
ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) তথ্য অনুযায়ী, মেগা অকশনের ১৫৭৪ ক্রিকেটারের তালিকায় ভারতের ৪৮ জন ক্যাপড প্লেয়ার, ২৭২ জন বিদেশি ক্যাপড প্লেয়ার রয়েছেন। ১৫২ জন আনক্যাপড ভারতীয় প্লেয়ার যাঁরা গত আইপিএলেও অকশনের তালিকায় ছিলেন, এ বারও রয়েছেন। অতীতে আইপিএলে খেলা ৩ জন বিদেশি আনক্যাপড প্লেয়ারও রয়েছেন। আনক্যাপড ভারতীয় ক্রিকেটারের সংখ্যা মোট ৯৬৫। আনক্যাপড বিদেশি ক্রিকেটার রয়েছেন ১০৪ জন। সব মিলিয়ে ১৫৭৪ ক্রিকেটারের মধ্যে দল পাবেন সর্বাধিক ২০৪ জন।
1574 Player Registrations
320 capped players, 1,224 uncapped players, & 30 players from Associate Nations
204 slots up for grabs
24th & 25th November 2024
Jeddah, Saudi Arabia
Read all the details for the upcoming #TATAIPL Mega Auction
— IndianPremierLeague (@IPL) November 5, 2024
বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ৯১ জন ক্রিকেটার রয়েছেন দক্ষিণ আফ্রিকার। অস্ট্রেলিয়ার ৭৬ জন ক্রিকেটার নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন। ইংল্যান্ডের ৫২ জন ক্রিকেটার এবং আফগানিস্তানের ২৯ জন ক্রিকেটার নিলামে নাম লিখিয়েছেন। শ্রীলঙ্কারও ২৯ জন ক্রিকেটার রয়েছেন। নিউজিল্যান্ডের ৩৯ জন ক্রিকেটার আইপিএল খেলতে আগ্রহী। এ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের ৩৩ জন, বাংলাদেশের ১৩ জন, নেদারল্যান্ডসের ১২ জন, আমেরিকার ১০ জন, আয়ারল্যান্ডের ন’জন, জিম্বাবোয়ের আট জন, কানাডার চার জন, স্কটল্যান্ডের দু’জন ক্রিকেটার নিলামে অংশগ্রহণ করছেন। ইতালি এবং সংযুক্ত আরব আমিরশাহির এক জন ক্রিকেটারের নামও রয়েছে নিলামের তালিকায়। ভারতের লোকেশ রাহুল, ঋষভ পন্থ, শ্রেয়স আয়ার, ঈশান কিসান, মহম্মদ শামি, আরশদীপ সিং, মহম্মদ সিরাজের মতো প্রথম সারির ক্রিকেটারদের নাম রয়েছে নিলামে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।
Leave a Reply