India Philippine Relation: চিনকে ঠেকাতে ভারত থেকে ৯টি অ্যান্টি শিপ ব্যাটারি কিনতে আগ্রহী ফিলিপিন্স

INDIA-ORDERS-200-BRAHMOS-MISSILES-FOR-NAVY-WORTH-RS-19000-CRORE

মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ চিন সাগরে একাধিপত্য স্থাপনে মরিয়া চিন। ফলে ফিলিপিন্স-সহ একাধিক দেশের সঙ্গে সীমান্ত বিবাদে জড়িয়েছে কমিউনিস্ট দেশটি। এহেন পরিস্থিতিতে বেজিংয়ের চাপ বাড়িয়ে ফিলিপিন্সকে অত্যাধুনিক ব্রহ্মস মিসাইলের জোগান দিল নয়াদিল্লি। এবার ভারত (India Philippine Relation) থেকে ৯টি অ্যান্টি শিপ ব্যাটারির দাবি জানিয়েছে ফিলিপিন্স। 

ব্রহ্মস চুক্তির সম্প্রসারিত অংশ

ফিলিপিন্স ২০২২ সালে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের জন্য ভারতের (India) সঙ্গে একটি চুক্তি করে। ৩৭.৫ কোটি মূল্যের এই চুক্তির অধীনে, ভারত ফিলিপিন্সের কাছে ল্যান্ড-বেসড ব্রহ্মোস মিসাইলের পাশাপাশি তার ব্যাটারি, লঞ্চার এবং অন্যান্য সরঞ্জাম হস্তান্তর করবে। ২০২৪ সালের এপ্রিলে, ভারত ফিলিপিন্সের কাছে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যাচ হস্তান্তর করেছিল।  ফিলিপিন্স হল ভারত থেকে ব্রহ্মোস কেনার প্রথম দেশ। বর্তমানে এই মিসাইল ভিয়েতনাম থেকে শুরু করে ইন্দোনেশিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহীতে রফতানি করার জন্যও আলোচনা চলছে। অতীতের চুক্তির সম্প্রসারিত অংশ হিসেবেই অ্যান্টি শিপ ব্যাটারি দাবি করেছে ফিলিপিন্স।

আরও পড়ুন: প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ায় অভিনন্দন, জয়শঙ্করের হাত দিয়ে বন্ধু ট্রাম্পকে চিঠি মোদির

চিনকে আটকাতে সক্রিয় ফিলিপিন্স

রাশিয়া ও ভারতের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে ব্রহ্মস মিসাইল। এর গতিবেগ ২.‌৮ ম্যাক। অর্থাৎ শব্দের থেকেও তিনগুণ দ্রুতগতিতে মিসাইলটি উড়তে সক্ষম। প্রতি সেকেন্ডে এক কিলোমিটার পথ অতিক্রম করতে পারে ব্রহ্মস। যে কোনও টার্গেটে ৯৯.৯৯ শতাংশ নিখুঁত হামলা চালাতে পারে। একবার এই মিসাইল লঞ্চ করা হয়েছে গেলে শত্রুর পক্ষে একে আটকানো কার্যত অসম্ভব। এবার ফিলিপিন্স অ্যান্টি শিপ ব্যাটারি চাইছে। এমন সময়ে ভারতের কাছ থেকে এই ব্যাটারি চাইছে তারা যখন চিনের সঙ্গে সেদেশের বিরোধ চলছে। ধারণা করা হচ্ছে চিনা সেনাবাহিনীর হাত থেকে নিজেদের রক্ষা করতেই যুদ্ধ সামগ্রী কিনেছে সে দেশ। দক্ষিণ চিন সাগরের বেশ কয়েকটি দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে। এসব দ্বীপ নিয়ে দুই দেশের উপকূলরক্ষী বাহিনী একাধিকবার মুখোমুখি হয়েছে। এমন পরিস্থিতিতে ফিলিপিন্সের হাতে আধুনিক অস্ত্র থাকলে চিন কিছুটা হলেও পিছপা হবে, এমনই ধারণা বিশেষজ্ঞদের।  

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share