মাধ্যম নিউজ ডেস্ক: “মুসলিম সাংসদরাও এই বিলের (Waqf Bill) সঙ্গে একমত।” শনিবার কাশ্মীরের শ্রীনগরে ওয়াকফ (সংশোধনী) বিল প্রসঙ্গে কথাগুলি বললেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju)।
মুসলিম সাংসদের মতামত (Waqf Bill)
তিনি বলেন, “এনডিএ সরকারের দুই বিজেপি জোটসঙ্গী জেডি(ইউ) প্রধান নীতীশ কুমার এবং টিডিপি সুপ্রিমো এন চন্দ্রবাবু নাইডু বিতর্কিত ওয়াকফ (সংশোধনী) বিলের বিষয়ে একমত।” এদিন ২০২৫-২৬ বাজেট সম্পর্কে শ্রীনগরে সংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রিজিজু বলেন, “অনেক মুসলিম সাংসদও বিলটিকে সমর্থন করেন। এমনকি মুসলিম সাংসদরাও এই বিলের সঙ্গে একমত। তাঁরা ব্যক্তিগতভাবে আমার কাছে বিলটির প্রতি তাদের সমর্থন জানিয়েছেন।” তিনি বলেন, “এই বিলটি ওয়াকফের সম্পত্তিতে স্বচ্ছতা নিশ্চিত করবে এবং সম্প্রদায়ের পক্ষে উপকারী হবে।”
ওয়াকফ (সংশোধনী) বিল
৩০শে জানুয়ারি ওয়াকফ (সংশোধনী) বিল সম্পর্কিত সংসদের যৌথ কমিটি সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রতিবেদনটি গ্রহণ করে। পরে এটি পেশ করে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে। কমিটির সভাপতি জগদম্বিকা পাল ভিন্নমতের নোটের কিছু অংশ সংশোধন করে দাবি করেছিলেন যে তাঁরা সংসদীয় প্যানেলের ওপর সন্দেহ প্রকাশ করছেন। তিনি বলেন, “সংসদে এটি উপস্থাপনে আমাদের একমাত্র লক্ষ্য হল বিলটির মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা। বিশ্বের বৃহত্তম ওয়াকফ সম্পত্তি ভারতে রয়েছে। কিন্তু এটি দরিদ্র মুসলিম, মহিলা এবং শিশুদের কোনও উপকার করছে না।”
রিজিজু বলেন, “ওয়াকফের (Waqf Bill) কোটি কোটি টাকার সম্পদ থাকা সত্ত্বেও, সম্প্রদায়ের অনেকেই এখনও সংগ্রাম করছেন। বিলটি সম্পত্তি কেড়ে নিয়ে অন্য কাউকে দেওয়ার কথা নয়। আমাদের দেশ সংবিধান অনুযায়ী চলে। আমরা ন্যায্যতা এবং স্বচ্ছতা চাই।” তিনি বলেন, “তারা তাদের দলের চাপের কারণে এটির (বিলের) বিরোধিতা করছে।”
রিজিজু বলেন, “আইনটির জন্য আমি হাজার হাজার মুসলিম, বিশেষ করে মহিলাদের সমর্থন পেয়েছি। দুর্নীতি এবং দুর্নীতির প্রতি কেন্দ্রের কোনও সহনশীলতা নেই।” তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। পরিষ্কার ও সুস্থ কেন্দ্রীয় সরকারের জম্মু ও কাশ্মীর সহ (Waqf Bill) রাজ্য সরকারগুলির ওপর প্রভাব পড়বে (Kiren Rijiju)।”
Leave a Reply