মাধ্যম নিউজ ডেস্ক: ঐক্যবদ্ধ ভারতের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃষ্টিভঙ্গি ক্রমেই শক্তিশালী হয়ে উঠেছে। জোর দিয়ে এ কথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জম্মু ও কাশ্মীর সফরে থাকাকালীনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) মঙ্গলবার তাঁর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “জম্মু কাশ্মীর ইসলামিক পলিটিক্যাল পার্টি, জম্মু ও কাশ্মীর মুসলিম ডেমোক্রেটিক লিগ এবং কাশ্মীর ফ্রিডম ফ্রন্ট নামে আরও তিনটি সংগঠন হুরিয়ত থেকে নিজেদের বিচ্ছিন্ন করেছে। এটি উপত্যকার মধ্যে ভারতের সংবিধানের প্রতি জনগণের আস্থার একটি উল্লেখযোগ্য প্রদর্শন।”
ঐক্যবদ্ধ ও শক্তিশালী ভারত
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এক্স হ্যান্ডলে আরও জানান, “একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী ভারতের জন্য মোদিজির দৃষ্টিভঙ্গি এখন আরও শক্তিশালী হয়ে উঠেছে, কারণ এখনও পর্যন্ত এই ধরনের ১১টি সংগঠন বিচ্ছিন্নতাবাদকে পরিহার করে সরকারের প্রতি অটল সমর্থন ঘোষণা করেছে।” প্রসঙ্গত, মার্চে শাহ এক এক্স পোস্টে জানিয়েছিলেন যে, দুইটি সংগঠন—জম্মু কাশ্মীর তাহরিকি ইস্তিকলাল এবং জম্মু কাশ্মীর তাহরিক-ই-ইস্তিকামাত—হুরিয়ত থেকে বিচ্ছিন্ন হয়েছে। শাহ তখন বলেন, “মোদি সরকারের অধীনে, বিচ্ছিন্নতাবাদ শেষ হয়ে যাচ্ছে এবং কাশ্মীরে ঐক্যের জয়ধ্বনি শোনা যাচ্ছে।” সোমবার, মরণোত্তর কীর্তি চক্র প্রাপ্ত পুলিশ ডেপুটি সুপারিনটেনডেন্ট হুমায়ুন মুজাম্মিল ভাটের স্ত্রী ও তাঁর ২০ মাসের পুত্রের সঙ্গে সাক্ষাৎ করেন শাহ। হুমায়ুন ২০২৩ সালে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিহত হন।
কী বললেন শাহ
শাহ (Amit Shah) তার এক পোস্টে লিখেছেন, “ডিএসপি হুমায়ুন মুজাম্মিল ভাট কাশ্মীরের কোকারনাগে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়ে আত্মত্যাগ করেছিলেন, তিনি সাহসিকতা এবং দেশপ্রেমের এক অমর উদাহরণ স্থাপন করেছেন। আজ, আমি তার পরিবারকে শ্রীনগরে গিয়ে সমবেদনা জানালাম।” রবিবার রাতে তিনদিনের জন্য কাশ্মীর সফরে গিয়েছেন অমিত শাহ। সোমবার জম্মুর কাঠুয়ায় ভারত-পাকিস্তান সীমান্তবর্তী এলাকা পরিদর্শনে যান। দেশের সীমান্ত সুরক্ষিত রাখতে কেন্দ্র বৈদ্যুতিন নজরদারি প্রযুক্তি ব্যবহার করা শুরু করেছে বলেও জানান তিনি।
Leave a Reply