মাধ্যম নিউজ ডেস্ক: গতকাল রাতে টেট উত্তীর্ন আন্দোলনরত চাকরিপ্রার্থীদের জোর করে তুলে দেওয়ার প্রতিবাদে শুক্রবার দুপুরে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাল আরএসএস এবং বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। পুলিশ তাদের জোর করে তুলতে গেলে তুমুল ধস্তাধস্তি হয়। অপরদিকে শুক্রবার মধ্যরাতের ঘটনার প্রতিবাদে দুপুরে মধ্য কলকাতায় মিছিল করে বিজেপি।
এদিন দুপুরে বিধাননগরের বিকাশ ভবনের সামনে জড়ো হন এবিভিপি সমর্থকরা। বৃহস্পতিবার রাতের পুলিশি অভিযানের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ দেখান তাঁরা। প্রায় একই সময়ে এবিভিপির বিক্ষোভস্থল থেকে কিছু দূরেই বাম ছাত্রযুবদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি চলছিল। অপরদিকে এবিভিপি সমর্থকদের পুলিশ সরাতে এলে সেখানেও ধুন্ধুমার বেধে যায়। বেশ কিছুক্ষণ পরে তাদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ।
অন্যদিকে বৃহস্পতিবারের পুলিশি হামলার প্রতিবাদে আজ দুপুরে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে সদর দফতর থেকে মিছিল করেন বিজেপির নেতাকর্মীরা। প্রতিবাদে সেই মিছিলে নেতৃত্ব দেন অগ্নিমিত্রা পাল। মিছিল গান্ধীমূর্তিতে আন্দোলনকারীদের কাছে যাওয়ার কথা।
আরও পড়ুন: “এই সরকারকে একটাও ভোট না”, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
অগ্নিমিত্রা পাল বলেন, “দেখুন আমাদের কতদূর যেতে দেয়। গতরাতে যা করেছে তাকে ধিক্কার জানানোর ভাষা নেই। এই মমতা বন্দ্যোপাধ্যায় না কি আন্দোলন করে আজ মুখ্যমন্ত্রী হয়েছে। মুখ্যমন্ত্রীর মুখোস আজ খুলে গেছে।”
এদিকে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য পুলিশি অত্যাচারের তীব্র নিন্দা করেছেন। ট্যুইটে তিনি লেখেন, “হিটলারের বাহিনীর মতো মাঝরাতে অভিযান চালিয়ে, মমতা বন্দোপাধ্যায়ের পুলিশ নির্মমভাবে বলপ্রয়োগ করে আন্দোলনরত ২০১৪-র টেট উত্তীর্ণদের তুলে দিয়েছে। যাঁরা প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের কাছে আইন মেনেই অবস্থান করছিলেন।”
In a hitleresque midnight crackdown, Mamata Banerjee used brute force to evict the agitating candidates of the Teacher Eligibility Test 2014, who were on a legitimate sit-in demonstration, near the State Primary Education Board Office.
BJP Bengal will launch a massive protest…
— Amit Malviya (@amitmalviya) October 21, 2022
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Leave a Reply