Whatsapp Edit Feature: এবার ট্যুইটারের মতো হোয়াটসঅ্যাপেও মিলবে এডিটের সুযোগ

91942578

মাধ্যম নিউজ ডেস্ক: ফের নতুন ফিচার যোগ করতে চলেছে হোয়াটসঅ্যাপ (Whatsapp)। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপটি এবার মেসেজ এডিটিংয়ের সুবিধা নিয়ে আসছে। মেটা মালিকানাধীন এই অ্যাপটি ব্যবহারকারীকে মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যে মেসেজটিকে এডিট করার সুযোগ দেবে। এই ফিচারটি এখন অ্যান্ড্রয়েড 2.22.22.14 ভার্সনে উপলদ্ধ থাকবে।

হোয়াটসঅ্যাপের তরফ থেকে এবিষয়ে  তাঁদের ট্যুইটার হ্যান্ডেলে  এই ফিচারটি সম্পর্কে জানানো হয়েছে। হোয়াটসঅ্যাপের নতুন আপডেট অনুযায়ী এবার থেকে যে কোনও পাঠানো মেসেজ এডিট করা সম্ভব। ইতিমধ্যে গুগল চ্যাটে (Google Chat) এই সুবিধা পাওয়া যায়।

[tw]


[/tw] 

তবে শুধুমাত্র এখন নয়। এর আগেও ২০১৭ সালে এই ফিচারটি টেস্ট করেছিল হোয়াটসঅ্যাপ (Whatsapp)। এবার ফের নতুন করে হোয়াটসঅ্যাপের এই ফিচারটিকে বাজারে আনা হয়েছে।

জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট ট্যুইটার ব্যবহারকারীদের বহু-অনুরোধে এডিট বোতামটি চালু করেছে। যদিও শুধুমাত্র কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এই ফিচারটি উপলব্ধ এবং শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্রে ট্যুইটার এই ফিচারটি শীঘ্রই আনা হবে।

নতুন এই এডিট ফিচারটির আইকন থাকবে মেসেজ বক্সের একদম উপরে। যেখানে Info, কপি অপশন থাকে ঠিক তার পাশেই থাকবে এডিট অপশন। এর জন্য কোনও পাঠানো মেসেজের উপর লং প্রেস করতে হবে। এবং তারপর ওই মেসেজের উপরে দেখা যাবে একাধিক অপশন। তার মধ্যেই থাকবে এডিট মেসেজ অপশন।

বর্তমানে ফিচারটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ভার্সনের বিটাতেই পাওয়া যাবে। কয়েকদিনের মধ্যেই ডেস্কটপ এবং iOS-এও এই ফিচারের বিটা ভার্সন ব্যবহার করতে পারবেন ব্যবহারকারী।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share