Amit Shah: লক্ষ্য ২০২৪, মেগা বৈঠকে বিজেপি, কী আলোচনা হল জানেন?

এবার আরও বেশি আসন নিয়ে দিল্লির তখতে ফিরতে চাইছে...
amit-shah_f
amit-shah_f

মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৪ সালে মহারণ। লোকসভা নির্বাচন (Lok Sabha Polls)। এই নির্বাচনে গত দু বারের চেয়েও বেশি ভোটে জিতে ক্ষমতায় ফিরতে চাইছে বিজেপি (BJP)। সেই কারণেই শুরু করে দিয়েছে সলতে পাকানোর কাজ। মঙ্গলবার দিল্লিতে বিজেপির সদর দফতরে এ নিয়ে হয়ে গেল মেগা বৈঠক। যে ১৪৪টি আসনে অল্পের জন্য বিজেপি হেরেছে উনিশের লোকসভা নির্বাচনে, সেখানেই ড্যামেজ কন্ট্রোল করে এবার আরও বেশি আসন নিয়ে দিল্লির (Delhi) তখতে ফিরতে চাইছে গেরুয়া শিবির।

এদিনের এই মেগা বৈঠকে হাজির ছিলেন মন্ত্রীরাও। পার্টি প্রধান জেপি নাড্ডা (JP Nadda) এবং প্রধান পরিকল্পনাকারী অমিত শাহ (Amit Shah) তাঁদের প্রত্যেককে তিন-চারটি আসনের দিকে অতিরিক্ত নজর দিতে বলেছেন। বিজেপির হিসেব, এটা করতে পারলেই চব্বিশের লোকসভা নির্বাচনে আরও বেশি সংখ্যক আসন নিয়ে ফেরা যাবে ক্ষমতায়। শাহ বলেন, গতবারের চেয়েও এবার আমাদের আরও বেশি আসনে জিততে হবে। চোদ্দর নির্বাচনে যেসব আসনে হেরে গিয়েছিলাম, উনিশের ভোটে তার তিরিশ শতাংশ আসন পুনরুদ্ধার করেছি। উনিশে যেসব আসনে হেরেছি, চব্বিশের ভোটে তার পঞ্চাশ শতাংশ আসনে আমাদের জিততে হবে।

আরও পড়ুন : নীতীশের সঙ্গে বৈঠকে কেসিআর, সলতে পাকানো শুরু লোকসভা নির্বাচনের?

ব্যক্তির আগেও যে সংগঠন, এদিনের বৈঠকে তা ফের একবার মনে করিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সংগঠনই সুপ্রিম। সংগঠন ক্ষমতায় থাকলে আমরা ক্ষমতায় থাকব, সংগঠন থাকলে, থাকবে সরকারও। উনিশের ভোটে লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল ৩০৩টি। ১০০রও বেশি আসনে জয়ী হয়েছিলেন বিরোধীরা। এর মধ্যে কংগ্রেস পেয়েছ ৫৩টি আসন। গত কয়েক মাসে মন্ত্রীরা বিজেপির ওই হেরে যাওয়া আসনগুলিতে গিয়ে তথ্য সংগ্রহ করেছেন। সূত্রের খবর, সরল নামের একটি পোর্টালে সংগৃহীত সেই তথ্য জমা দিতে বলা হয়েছে মন্ত্রীদের। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কর্মসূচির সুফল ওই লোকসভা কেন্দ্রগুলির বাসিন্দারা পাচ্ছেন কিনা, সেখানে কেন্দ্র ও রাজ্যের কতগুলি করে প্রকল্প চালু রয়েছে, তাও জানাতে বলা হয়েছে। ওই আসনগুলিতে গিয়ে মন্ত্রীদের তৃণমূল স্তরে সংগঠন শক্তপোক্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles