Anubrata Mondal: ফের তলব এড়ালেন অনুব্রত, এবার কোন পথে হাঁটবে সিবিআই? 

cattle-smuggling-anubrata-cbi

মাধ্যম নিউজ ডেস্ক: ফের সিবিআই তলব (CBI Summon) এড়ালেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। এখনও পর্যন্ত গরুপাচার মামলায় ১০ বার কেষ্টকে তলব করেছে সিবিআই। এর মধ্যে মাত্র একবার তিনি নিজাম প্যালেসে গিয়ে হাজিরা দিয়েছেন। এবার নিজের আইনজীবীকে দিয়ে চিঠি পাঠিয়ে সিবিআইকে নিজাম প্যালেজে উপস্থিত না হওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। ফের ঢাল করলেন শারীরিক অসুস্থতাকেই। চিঠির সঙ্গে চিকিৎসা সম্পর্কিত নথিও জমা দিয়েছেন তিনি। 

আরও পড়ুন: বুধবার ফের সিবিআইয়ের তলব, এবার কী করবেন কেষ্ট?

সংবাদমাধ্যম সূত্রের খবর, অনুব্রত চিঠিতে জানিয়েছেন তিনি অসুস্থ এবং বেড রেস্টে রয়েছেন। প্রমাণস্বরূপ তিনি, বোলপুরের চিকিৎসকের এবং এসএসকেএমের প্রেসক্রিপশন পেশ করেছেন। এখানেই প্রশ্ন উঠছে যে, সিবিআই হাজিরা এড়াতে নিজের প্রভাবকে কাজে লাগিয়ে জোর করেই কি এই ‘বেড রেস্ট’- লিখিয়ে নিয়েছেন কেষ্ট? প্রশ্ন যে অমূলক নয়, তা কেষ্টর বাড়িতে যাওয়া চিকিৎসকের দাবি থেকেই প্রকট। 

গতকাল অনুব্রত সম্পর্কে বিস্ফোরক দাবি করেছেন, বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। একটি সংবাদমাধ্যমে ওই চিকিৎসক দাবি করেন, বেড রেস্ট লিখে দেওয়ার জন্য অনুরোধ করেন খোদ কেষ্ট মণ্ডলই। তৃণমূলের এই নেতার কথাতেই তিনি ১৪ দিনের বেড রেস্টের কথা লিখে দেন। চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর জানান, বাড়িতে গেলে ১৪ দিনের বেড রেস্ট লিখে দিতে বলেন অনুব্রত মণ্ডল।

এপ্রসঙ্গে, অনুব্রতকে প্রভাবশালী উল্লেখ করে চন্দ্রনাথ জানান, তাঁকে ওই জেলায় থাকতে হবে। এর থেকেই স্পষ্ট, বীরভূমে কতটা প্রভাব রয়েছে এই তৃণমূল নেতার। জানান, তৃণমূল জেলা সভাপতি বলেছিলেন, তাই ফেলতে পারেননি, সাদা কাগজে অ্যাডভাইস লিখে দিয়েছেন।

ওই চিকিৎসকের আরও দাবি, সাদা কাগজে লিখে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বোলপুর মহকুমা হাসপাতালের সুপার। আর এখানেই দানা বেঁধেছে আরেক বিতর্ক। জানা গিয়েছে, যখন সুপার এই নির্দেশ দিয়েছিলেন, তখন তিনি ছুটিতে ছিলেন। প্রশ্ন উঠছে ছুটিতে থাকাকালীন কী কোনও সুপার কী এই রকম নির্দেশ দিতে পারেন! যেখানে এই মুহূর্তে হাসপাতালে অ্যাক্টিং সুপার রয়েছেন।

এদিকে, কেষ্ট বারবার শারীরিক অসুস্থতার অজুহাতে হাজিরা এড়ানোয় তাহলে কি ফের তলব করা হবে অনুব্রতকে? নাকি আদালতের দ্বারস্থ হবে সিবিআই? নাকি বাড়ি গিয়ে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করবেন গোয়েন্দারা? সিবিআইয়ের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর সকলের।

 

 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share